Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডেভেনপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের স্কট কাউন্টির একটি শহর ও কাউন্টি আসন। এটি রাজ্যের পূর্ব সীমান্তে মিসিসিপি নদীর তীরে অবস্থিত এবং মহানগর অঞ্চলে ৩,৮২,৬৩০ জন এবং সিএসএ-এর ৪,৭৪,২২৬ জন জনসংখ্যা বিশিষ্ট কোয়াড সিটিজের মধ্যে বৃহত্তম; এটি দেশের মধ্যে ৯০তম বৃহৎ সিএসএ।[5][6] ডেভেনপোর্ট ১৮৩৬ সালের ১৮ই মে এন্টোইন লে ক্লেয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত তার বন্ধু সাবেক ইংরেজি নাবিক জর্জ ডেভেনপোর্টের নামে নামকরণ করা হয়। যিনি ১৮১২ সালের যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন, সরবরাহকারি ফোর্ট আর্মস্ট্রংয়ের দায়িত্ব পালন করেন, আমেরিকান ফার কোম্পানির সাথে পশুর ব্যবসায়ী হিসাবে কাজ করেন এবং ব্ল্যাক হক যুদ্ধের সময় কর্নেল পদে একজন কোয়ার্টার মাস্টার নিযুক্ত হন। এই শহরের জনসংখ্যা ২০১০ এর আদমশুমারি অনুসারে ৯৯,৬৮৫ জন (এটি আইওয়ার তৃতীয় বৃহত্তম শহর হিসাবে গড়ে উঠেছে)। শহরটি এই পরিসংখ্যানটির বিরোধিতা করে আবেদন করে এবং যুক্তি প্রদান যে আদমশুমারি ব্যুরো বাসিন্দাদের একটি অংশের জনসংখ্যাকে শহরের মোট জনসংখ্যার সাথে যোগ করে ভুল করেছে এবং শহরের মোট জনসংখ্যা ১০০,০০০ জনের এরও বেশি।[7][8] আদমশুমারি ব্যুরোর অনুমান অনুযায়ী ডেভেনপোর্টের জনসংখ্যা ২০১৯ সালের হিসাবে ১,০১,৫৯০ জন।[9]
ডেভেনপোর্ট, আইওয়া | |
---|---|
শহর | |
ডাকনাম: Iowa's Front Porch[1] | |
নীতিবাক্য: Working together to serve you | |
Location of Davenport in Scott County (left) and location of Scott County in the State of Iowa | |
Location in the United States | |
স্থানাঙ্ক: ৪১°৩২′৩৫″ উত্তর ৯০°৩৫′২৭″ পশ্চিম | |
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য | আইওয়া |
কাউন্টি | স্কট |
Settled | May 14, 1836 |
Incorporated | January 25, 1839 |
সরকার | |
• ধরন | Mayor–council |
• Mayor | Mike Matson |
আয়তন[2] | |
• শহর | ৬৫.৯৪ বর্গমাইল (১৭০.৭৯ বর্গকিমি) |
• স্থলভাগ | ৬৩.৮২ বর্গমাইল (১৬৫.২৯ বর্গকিমি) |
• জলভাগ | ২.১২ বর্গমাইল (৫.৫০ বর্গকিমি) |
উচ্চতা | ৫৮০ ফুট (১৮০ মিটার) |
জনসংখ্যা (২০১০)[3] | |
• শহর | ৯৯,৬৮৫ |
• আনুমানিক (২০১৯)[4] | ১,০১,৫৯০ |
• ক্রম | ৩য় in Iowa (US: ২৯৬তম) |
• জনঘনত্ব | ১,৫৯১.৮২/বর্গমাইল (৬১৪.৬১/বর্গকিমি) |
• মহানগর | ৩,৮২,৬৩০ (১৩৫তম) ৪,৭৪,২২৬ (৯০তম) |
সময় অঞ্চল | সিএসটি (ইউটিসি−৬) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিডিটি (ইউটিসি−৫) |
জিপ কোডসমূহ | ৫২৮০১–৫২৮০৯ |
এলাকা কোড | ৫৬৩ |
এফএডি কোড | ১৯-১৯০০০ |
ইন্টারস্টেট | |
জলপথ | মিসিসিপি নদী |
ওয়েবসাইট | www |
ডেভেনপোর্ট শহরটি শিকাগো ও ডি মোয়েনের মাঝামাঝি, ইলিনয় থেকে নদীর বিপরীত তীরে আইওয়া অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত। এই শহরটি মিসিসিপি নদীর তীরে অবস্থানের কারণে প্রায়শ বন্যার ঝুঁকিতে পড়ে। সেন্ট অ্যামব্রোজ বিশ্ববিদ্যালয় ও চিরোপ্রাকটিক পামার কলেজ হল শহরের দুটি প্রধান বিশ্ববিদ্যালয়, চিরোপ্রাকটিক পামার কলেজে সর্বপ্রথম চিরোপ্রাকটিকের সামঞ্জস্য হয়। মিসিসিপি ভ্যালি ব্লুজ ফেস্টিভাল, মিসিসিপি ভ্যালি ফেয়ার ও বিক্স বিদারবেক্ক মেমোরিয়াল জাজ ফেস্টিভাল সহ ডেভেনপোর্টে বেশ কয়েকটি বার্ষিক সংগীত উত্সব অনুষ্ঠিত হয়। উৎসব চলাকালে আন্তর্জাতিকভাবে পরিচিত ৭ মাইল (১১ কিমি) দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা বিক্স ৭ নামে পরিচিত। শহরটিতে কোয়াড সিটিজ রিভার ব্যান্ডিট নামে একটি এ-শ্রেণির (প্রথম শ্রেণির) মাইনর-লিগ বেসবল দল রয়েছে। ডেভেনপোর্টে ৫০ টির বেশি উদ্যান রয়েছে, পাশাপাশি বাইক চালানো বা হাঁটার জন্য ২০ মাইল (৩২ কিলোমিটার) বিনোদনমূলক পথ রয়েছে।
তিনটি আন্তঃদেশীয় সড়ক ৮০, ৭৪ ও ২৮০ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বড় মহাসড়ক শহরটিকে পরিষেবা প্রদান করে। সংস্থাপনের পর থেকে ডেভেনপোর্টের জনসংখ্যা অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৮০-এর দশকে জাতীয় অর্থনৈতিক সমস্যাসমূহের ফলে চাকরি ও জনসংখ্যার ক্ষতি হয়। ফোর্বস ম্যাগাজিন দ্বারা ২০১০ সালে কোয়াড সিটিজকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মহানগর অঞ্চল হিসাবে স্থান দেওয়া হয়। ডেভেনপোর্ট সহ প্রতিবেশী রক দ্বীপ ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়রদের সম্মেলন থেকে ছোট-শহর বিভাগে সিটি লিভিবিলিটি পুরস্কার অর্জন করে। ডেভেনপোর্ট ও কোয়াড সিটিজ মহানগর অঞ্চল ২০১২ সালে উচ্চ প্রযুক্তি খাতে কর্মসংস্থানের উন্নয়নে দেশের দ্রুত বর্ধমান অঞ্চলসমূহের মধ্যে স্থান লাভ করে।[10] শহরের উল্লেখযোগ্য স্থানীয়দের মধ্যে জাজ কিংবদন্তি বিক্স বিদারবেক্কে, পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত নাট্যকার সুসান গ্লাস্পেল, জাতীয় ফুটবল লীগের প্রাক্তন রানিং ব্যাক রজার ক্রেগ, ইউএফসি ওয়েলটারওয়েট চ্যাম্পিয়ন প্যাট মিলিটিচ, আইবিএফ মিডলওয়েট ও ডাব্লুবিএ সুপার মিডলওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইকেল নন, টাইম ম্যাগাজিনের ২০০৬-এর বর্ষসেরা ব্যক্তি ব্লেক স্কট এবং দুই বারের সাবেক ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ও ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন শেঠ রোলিনস রয়েছেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.