Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডেভিড রাসেল ল্যাঞ্জ (৪ অগাস্ট ১৯৪২ – ১৩ অগাস্ট ২০০৫) একজন নিউজিল্যান্ডের রাজনীতিবিদ যিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ৩২তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[1]
মাননীয় ডেভিড ল্যাঞ্জ | |
---|---|
নিউজিল্যান্ডের ৩২ন্ড প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৬ জুলাই ১৯৮৪ – ৮ অগাস্ট ১৯৮৯ | |
সার্বভৌম শাসক | দ্বিতীয় এলিজাবেথ |
গভর্নর-জেনারেল | ডেভিড বিটি পল রিভস |
ডেপুটি | জেফ্রি পামার |
পূর্বসূরী | রবার্ট মুলদুন |
উত্তরসূরী | জেফ্রি পামার |
৩৫থ শিক্ষামন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ অগাস্ট ১৯৮৭ – ৮ অগাস্ট ১৯৮৯ | |
পূর্বসূরী | রাসেল মার্শাল |
উত্তরসূরী | জিওফ্রে পামার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ওটাহুহু, অকল্যান্ড, নিউজিল্যান্ড | ৪ আগস্ট ১৯৪২
মৃত্যু | ১৩ আগস্ট ২০০৫ ৬৩) মিডলমোর, অকল্যান্ড, নিউজিল্যান্ড | (বয়স
মৃত্যুর কারণ | রেনাল ব্যর্থতা এবং ডায়াবেটিস থেকে জটিলতা |
সমাধিস্থল | ওয়াইকারকা কবরস্থান |
রাজনৈতিক দল | শ্রম |
দাম্পত্য সঙ্গী | নাওমি জয় ক্র্যাম্পটন (বি. ১৯৬৮; ডিভোর্সড ১৯৯১) মার্গারেট পোপ (বি. ১৯৯২) |
সন্তান | ৪ |
পিতামাতা | রায় ল্যাঞ্জ ফোবি ফিশ ল্যাঞ্জ |
আত্মীয়স্বজন | পিটার ল্যাঞ্জ (ভাই) মাইকেল বাসেট (তৃতীয় কাজিন) |
জীবিকা | আইনজীবী |
পুরস্কার | রাইট লাইভলিভের পুরস্কার |
স্বাক্ষর |
পেশায় একটি আইনজীবী, ল্যাঙ্গ ১৯৭৭ সালের মাঙ্গের উপ-নির্বাচন তে প্রথমবার নিউজিল্যান্ড সংসদ এ নির্বাচিত হয়েছিলেন। শীঘ্রই তিনি বুদ্ধি কাটানোর জন্য খ্যাতি অর্জন করেছিলেন (কখনও কখনও নিজের বিরুদ্ধে পরিচালিত) এবং স্পষ্টতই। ল্যাঙ্গ ১৯৮৩ সালে লেবার পার্টি এবং বিরোধী দলের নেতা এর নেতা হন, সফল বিল রোলিং[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.