Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডারহাম বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Durham University)[3] হল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ডারহামের একটি কলেজিয়েট সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। স্টকটন-অন-টিসে এর দ্বিতীয় ক্যাম্পাস অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন স্যার থমাস অ্যালেন, তিনি ২০১২ সালে বিল ব্রাইসনের পর চ্যান্সেলর হন।[4] কলেজিয়েট বিশ্ববিদ্যালয় হিসেবে এর প্রধান কার্যাবলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়তনিক বিভাগে ও ১৬টি কলেজের মধ্যে বিস্তৃত। সাধারণত বিভাগসমূহ গবেষণার ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেকচার প্রদানে নিয়োজিত থাকে, অন্যদিকে কলেজে অন্যান্য আয়োজন ও স্নাতক-পূর্ব, স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের কল্যাণ, স্নাতকোত্তর গবেষণা ও কিছু বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি পরিচালনা করে থাকে।
লাতিন: Universitas Dunelmensīs | |
নীতিবাক্য | লাতিন: Fundamenta eius super montibus sanctis |
---|---|
বাংলায় নীতিবাক্য | "পবিত্র পর্বতের উপর তার ভিত্তিপ্রস্তর" |
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৩২ |
বৃত্তিদান | £৭২.০ মিলিয়ন (৩১ জুলাই ২০১৭ পর্যন্ত; অনুষদ ব্যতীত)[1] |
বাজেট | £৩৬১.০ মিলিয়ন (২০১৬-১৭)[1] |
আচার্য | স্যার থমাস অ্যালেন |
উপাচার্য | স্টুয়ার্ট করব্রিজ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৬৯০ (২০১৪/১৫)[2] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২৭৩৫ (২০১৪/১৫)[2] |
অবস্থান | ডারহাম ও স্টকটন-অন-টিস , |
শিক্ষার্থীদের সংবাদপত্র | প্যালেন্টাইন |
পোশাকের রঙ | প্যালেন্টাইন পার্পল |
ক্রীড়াবিষয়ক | ডারহাম দল |
অধিভুক্তি | রাসেল গ্রুপ ওয়ালেস গ্রুপ এসিইউ অ্যাসোসিয়েশন অব এমবিএস ইইউএ ইকুইস এএসিএসবি এনএইট গ্রুপ ইউনিভার্সিটিস ইউকে মাটারিকি নেটওয়ার্ক অব ইউনিভার্সিটিস ভার্গো কনসর্টিয়াম আর্কটিক বিশ্ববিদ্যালয় কোইম্ব্রা গ্রুপ |
ওয়েবসাইট | www.dur.ac.uk |
প্রাতিষ্ঠানিক নাম | ডারহাম দুর্গ ও ক্যাথেড্রাল |
ধরন | সাংস্কৃতিক |
মানদণ্ড | ২, ৪, ৬ |
মনোনীত | ১৯৮৬ (১০ম সেশন) |
সূত্র নং | 370 |
বর্ধিত | ২০০৮ |
রাজ্য দল | যুক্তরাজ্য |
আঞ্চলিক | ইউরোপ ও উত্তর আমেরিকা |
বিশ্ববিদ্যালয়টি ১৮৩২ সালের সংসদীয় আইন অনুসারে প্রতিষ্ঠিত হয় এবং ১৮৩৭ সালের রাজকীয় চার্টার অনুসারে অনুমোদিত হয়। এটি ইংল্যান্ডে ৬০০ বছর ধরে টিউশন ঘোষণা করা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একটি এবং ইংল্যান্ডের তৃতীয় পুরাতন বিশ্ববিদ্যালয়।[5][6] ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১১শ শতাব্দীর ডারহাম দুর্গ থেকে শুরু করে ১৯৩০ এর দশকের আর দেকো শৈলীর চ্যাপেলসহ ৬৩টি তালিকাভুক্ত দালান রয়েছে। এছাড়াও ডারহাম ক্যাথেড্রালের সাথে যৌথভাবে বিশ্ববিদ্যালয়টি ডারহাম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পরিচালনা করে থাকে। বিশ্ববিদ্যালয়টির অধীনস্থ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ হল ডারহাম দুর্গ, প্যালেস গ্রিন, ও ঐতিহাসিক কোসিন্স গ্রন্থাগারের চতুর্পাশের দেয়াল।[7]
বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশ গবেষণা বিশ্ববিদ্যালয়ের রাসেল গ্রুপের সদস্য,[8] পূর্বে এটি ১৯৯৪ গ্রুপের সদস্য ছিল। ডারহাম আঞ্চলিক এনএইট রিসার্চ পার্টনারশিপ ও অন্যান্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গ্রুপ, যেমন মাতারিকি নেটওয়ার্ক অব ইউনিভার্সিটিস ও কোইমব্রা গ্রুপের সাথে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়টি ২০০৫ সালে সানডে টাইমসের বর্ষসেরা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি অর্জন করে, ও ২০০৪ ও ২০১৬ সালে ক্ষুদ্র তালিকায় অন্তর্ভুক্ত ছিল,[9][10] এবং ২০১৫ সালে টাইমস ও সানডে টাইমসের বর্ষসেরা ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতি লাভ করে।[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.