Loading AI tools
ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টমাস জর্জ হুপার (ইংরেজি: Thomas George Hooper; জন্ম: ৫ অক্টোবর ১৯৭২) হলেন একজন ইংরেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক।[lower-alpha 1] হুপার কিশোর বয়স থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন এবং ১৯৯২ সালে চ্যানেল ফোরে প্রচারের জন্য তার প্রথম পেশাদার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পেইন্টেড ফেসেস নির্মাণ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হুপার মঞ্চনাটক ও টিভি বিজ্ঞাপন নির্মাণ করতেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি কোয়াইসাইড, বাইকার গ্রোভ, ইস্টএন্ডার্স ও কোল্ড ফিট ধারাবাহিকের কয়েকটি পর্ব পরিচালনা করেন।
টম হুপার | |
---|---|
Tom Hopper | |
জন্ম | টমাস জর্জ হুপার ৫ অক্টোবর ১৯৭২ |
জাতীয়তা | ব্রিটিশ-অস্ট্রেলীয় |
মাতৃশিক্ষায়তন | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
পেশা | পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৯০-বর্তমান |
হুপার প্রাইম সাসপেক্ট ও জন অ্যাডামস-এর জন্য সেরা পরিচালনা বিভাগে দুটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন ও ফার্স্ট এলিজাবেথ-এর জন্য একটি এমি অর্জন করেন এবং লংফোর্ড-এর জন্য সেরা পরিচালনা বিভাগে বাফটা টিভি ক্রাফট পুরস্কারের মনোনয়ন লাভ করেন। দ্য কিংস স্পিচ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার[2] ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার অর্জন করেন এবং গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.