Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জেমস মন্রো (এপ্রিল ২৮, ১৭৫৮ – জুলাই ৪, ১৮৩১) মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি। তিনি ১৮১৭ থেকে ১৮২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। মন্রো মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতিদের মধ্যে শেষ রাষ্ট্রপতি ছিলেন এবং ভার্জিনিয়া রাজবংশ ও রিপাবলিকান প্রজন্মের শেষ রাষ্ট্রপতি ছিলেন।[1] ১৭৮০ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত থমাস জেফারসনের অধীনে আইন বিষয়ে পড়াশুনার পর তিনি মহাদেশীয় কংগ্রেসের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। ১৭৯০ সালে তিনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সিনেটর হিসেবে নির্বাচিত হন এবং ডেমোক্র্যাটিক-রিপাবলিকানসের সাথে যোগ দেন। ১৮১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় মন্রো রাষ্ট্রপতি জেমস ম্যাডিসনের অধীনে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জেমস মন্রো | |
---|---|
৫ম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ৪ মার্চ, ১৮১৭ – ৪ মার্চ, ১৮২৫ | |
উপরাষ্ট্রপতি | ড্যানিয়েল ডি টম্পকিন্স |
পূর্বসূরী | জেমস ম্যাডিসন |
উত্তরসূরী | জন কুইন্সি অ্যাডামস |
৮ম মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ সচিব | |
কাজের মেয়াদ ২৭ সেপ্টেম্বর, ১৮১৪ – ২ মার্চ, ১৮১৫ | |
রাষ্ট্রপতি | জেমস ম্যাডিসন |
পূর্বসূরী | জন আর্মস্ট্রং জুনিয়র |
উত্তরসূরী | উইলিয়াম এইচ ক্রফোর্ড |
৭ম মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য সচিব | |
কাজের মেয়াদ ৬ এপ্রিল, ১৮১১ – ৪ মার্চ, ১৮১৭ | |
রাষ্ট্রপতি | জেমস ম্যাডিসন |
পূর্বসূরী | রবার্ট স্মিথ |
উত্তরসূরী | জন কুইন্সি অ্যাডামস |
১২তম ও ১৬তম ভার্জিনিয়ার গভর্নর | |
কাজের মেয়াদ ১৬ জানুয়ারি, ১৮১১ – ২ এপ্রিল, ১৮১১ | |
পূর্বসূরী | জর্জ ডব্লিউ স্মিথ (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | জর্জ ডব্লিউ স্মিথ |
কাজের মেয়াদ ২৮ ডিসেম্বর, ১৭৯৯ – ১ ডিসেম্বর, ১৮০২ | |
পূর্বসূরী | জেমস উড |
উত্তরসূরী | জন পেইজ |
যুক্তরাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৭ আগস্ট, ১৮০৩ – ৭ অক্টোবর, ১৮০৭ | |
রাষ্ট্রপতি | থমাস জেফারসন |
পূর্বসূরী | রুফাস কিং |
উত্তরসূরী | উইলিয়াম পিঙ্কনি |
ফ্রান্সে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৫ আগস্ট, ১৭৯৪ – ৯ ডিসেম্বর, ১৭৯৬ | |
রাষ্ট্রপতি | জর্জ ওয়াশিংটন |
পূর্বসূরী | গোভারনেয়ার মরিস |
উত্তরসূরী | চার্লস কোটসওয়ার্থ পিঙ্কনি |
ভার্জিনিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট | |
কাজের মেয়াদ ৯ নভেম্বর, ১৭৯০ – ২৭ মে, ১৭৯৪ | |
পূর্বসূরী | জন ওয়াকার |
উত্তরসূরী | স্টিভেন্স থমসন ম্যাসন |
ভার্জিনিয়ার কনফেডারেশনের কংগ্রেস-এর দূত | |
কাজের মেয়াদ ৩ নভেম্বর, ১৭৮৩ – ৭ নভেম্বর, ১৭৮৬ | |
পূর্বসূরী | সংবিধান প্রনীত হয় |
উত্তরসূরী | হেনরি লি থ্রি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মন্রো হল, ভার্জিনিয়া, ব্রিটিশ আমেরিকা | ২৮ এপ্রিল ১৭৫৪
মৃত্যু | ৪ জুলাই ১৮৩১ ৭৭) নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধিস্থল | হলিউড সিমেট্রি |
রাজনৈতিক দল | ডেমোক্রেটিক-রিপাবলিকান |
দাম্পত্য সঙ্গী | এলিজাবেথ কোর্টরাইট (বি. ১৭৮৬; মৃ. ২০২৪) |
সন্তান | ৩ |
প্রাক্তন শিক্ষার্থী | কলেজ অফ উইলিয়াম অ্যান্ড ম্যারি |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
শাখা | কন্টিনেন্টাল আর্মি ভার্জিনিয়া মিলিশিয়া |
কাজের মেয়াদ | ১৭৭৫–১৭৭৭ (আর্মি) ১৭৭৭–১৭৮০ (মিলিশিয়া) |
পদ | মেজর (আর্মি) কর্নেল (মিলিশিয়া) |
যুদ্ধ | আমেরিকার স্বাধীনতা যুদ্ধ • ট্রেন্টনের যুদ্ধ |
জেমস মন্রো ১৯৫৭ সালের ২৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়েস্টমোরল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন। স্থানটি মন্রো হল, ভার্জিনিয়া থেকে ১ মাইল দূরে অবস্থিত। জেমস মন্রোর পারিবারিক বাসস্থান ১৯৭৯ সালে ন্যাশনাল রেজিস্টার অফ হিস্ট্রিকাল প্লেসেস-এ তালিকাভুক্ত হয়।[2] তার বাবা স্পেন্স মন্রো (১৭২৭–১৭৭৪) একটি ছোট বাগানের মালিক ছিলেন এবং পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন। তার মা এলিজাবেথ জোন্স (১৭৩০–১৭৭৪) স্পেন্স মন্রোকে ১৭৫২ সালে বিয়ে করেন।[3]
তার প্রপিতামহ প্যাট্রিক অ্যান্ড্রু মন্রো ১৭শ শতাব্দীর মাঝামাঝিতে স্কটল্যান্ড থেকে আমেরিকায় আসেন। ১৬৫০ সালে তিনি ওয়েস্টমোরল্যান্ড কাউন্টি, ভার্জিনিয়ার ওয়াশিংটন প্যারিসে জায়গা কিনে বসবাস শুরু করেন। জেমস মন্রোর অন্যান্য পূর্বপুরুষদের মধ্যে ফ্রেঞ্চ হ্যুগুনট ১৭০০ সালে ভার্জিনিয়ায় আসেন।[3]
জেমস মন্রোর শিক্ষায় হাতেখড়ি হয় তার মা এলিজাবেথের কাছে। ১১ থেকে ১৬ বছর কিশোর মন্রো ক্যাম্পবেল টাউন একাডেমিতে পড়াশুনা করেন। এই বিদ্যালয় চালাতেন ওয়াশিংটন প্যারিসের রেভারেন্ড আর্চিবাল্ড ক্যাম্পবেল। সেখানে জন মার্শাল, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি, তার সহপাঠী ছিলেন।
১৭৭৪ সালে তার বাবা মারা গেলে তিনি তার বাবার ছোট বাগান ও দাসদের মালিকানা লাভ করেন এবং দাস সংগে যোগদান করেন।[4] ১৬ বছর বয়সী মন্রো তার মামা প্রভাবশালী জজ জোসেফ জোন্সের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। জোসেফ জোন্স লন্ডনের ইন্স অফ কোর্ট-এ পড়াশুনা করেন এবং মন্রোর বাবার সম্পত্তির তত্ত্বাবধায়ক ছিলেন। সে বছর মন্রো কলেজ অফ উইলিয়াম অ্যান্ড ম্যারিতে ভর্তি হন।
জেমস মন্রো ১৬ ফেব্রুয়ারি, ১৭৮৬ নিউ ইয়র্ক সিটিতে এলিজাবেথ কোর্টরাইটকে (১৭৬৮-১৮৩০) বিয়ে করেন।[5] এলিজাবেথ লরেন্স কোর্টরাইট ও হান্নাহ অ্যাস্পিনওয়াল কোর্টরাইট দম্পতির কন্যা। কংগ্রেসে থাকাকালীন মন্রোর এলিজাবেথের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় তৎকালীন অস্থায়ী রাজধানী নিউ ইয়র্কে। লং আইল্যান্ড, নিউ ইয়র্ক-এ স্বল্পকালীন মধুচন্দ্রিমার পর তারা নিউ ইয়র্ক সিটিতে ফিরে আসেন এবং কংগ্রেস মুলতবি ঘোষণা হওয়া পর্যন্ত তারা এলিজাবেথের বাবার বাড়িতে বাস করে। মন্রো দম্পতির সন্তানসন্ততিরা হল:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.