Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৮ সালের ২৭শে জুলাই সম্পূর্ণ চন্দ্রগ্রহণ উপলব্ধ হবে। এ সময় চাঁদ পৃথিবীর ছায়া কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম হবে। এটি ১৫ জুন, ২০১১ সালের পর প্রথম কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ।
তারিখ | ২৭ জুলাই ২০১৮ | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
গামা | +0.1168 | ||||||||||||||||
Magnitude | 1.6087 | ||||||||||||||||
Saros cycle | ১২৯ (38 of 71) | ||||||||||||||||
ক্যাটালগ | LE2018Jul27T | ||||||||||||||||
স্থিতিকাল | |||||||||||||||||
Totality | ১০২ মিনিট, ৫৭ সেকেন্ড | ||||||||||||||||
Partiality | ২৩৪ মিনিট, ৩২ সেকেন্ড | ||||||||||||||||
Penumbral | ৩৭৩ মিনিট, ৪৮ সেকেন্ড | ||||||||||||||||
| |||||||||||||||||
এটি পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ায় সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে, উদয়ের সময় দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা ও ইউরোপের আকাশে, এবং অস্তের সময় পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার আকাশে দেখা যাবে।[1]
সর্বোচ্চ গ্রহণে চাঁদ থেকে পৃথিবীর দৃশ্য |
দৃশ্যমানতা মানচিত্র |
২০১৬-২০১০ থেকে চন্দ্রগ্রহণ ধারাবাহিক সেট | ||||||
---|---|---|---|---|---|---|
অবতরণ নোড | উদ্বিন্দু নোড | |||||
সেরোস | তারিখ | ধরন প্রদর্শিত |
সেরোস | তারিখ প্রদর্শিত |
ধরনের চার্ট | |
১০৯ | ২০১৬ আগস্ট ১৮ |
উপচ্ছায়া-সংক্রান্ত |
১১৪ |
২০১৭ ফেব্রুয়ারি ১১ |
উপচ্ছায়া-সংক্রান্ত | |
১১৯ |
২০১৭ আগস্ট ০৭ |
আংশিক |
১২৪ 80px |
২০১৮ জানুয়ারি ৩১ |
সর্বমোট | |
১২৯ | ২০১৮ জুলাই ২৭ |
সর্বমোট |
১৩৪ | ২০১৯ জানুয়ারি ২১ |
সর্বমোট | |
১৩৯ | ২০১৯ জুলাই ১৬ |
আংশিক |
১৪৪ | ২০২০ জানুয়ারি ১০ |
উপচ্ছায়া-সংক্রান্ত | |
১৪৯ | ২০২০ জুলাই ০৫ |
উপচ্ছায়া-সংক্রান্ত | ||||
সর্বশেষ সেট | ২০১৬ সেপ্টেম্বর ১৬ | সর্বশেষ সেট | ২০১৬ মার্চ ২৩ | |||
পরবর্তী সেট | ২০২০ জুন ০৫ | পরবর্তী সেট | ২০২০ নভেম্বর ৩০ |
চন্দ্র স্যারস চক্র সিরিজ ১২৯, প্রতি ১৮ বছর ১১ দিন পর পুনরাবৃত্তি করে, মোট ১১টি সম্পূর্ণ চন্দ্রগ্রহণসহ মোট ৭১টি চন্দ্রগ্রহণ ঘটেছে।
সর্বাধিক | প্রথম | |||
---|---|---|---|---|
এই ধারাবাহিকের সর্বশ্রেষ্ঠ গ্রহণ ঘটেছিল ২০০০ জুলাই ১৬ তারিখে, যা ১০৬ মিনিট স্থায়ী হয়েছিল।[2] |
উপচ্ছায়া-সংক্রান্ত | আংশিক | সম্পূর্ণ | কেন্দ্র |
১৩৬৫১ জুন ১০ | ১৫১৩ সেপ্টেম্বর ১৫ | ১৯১০ মে ২৪ | ১৯৪৬ জুন ১৪ | |
Last | ||||
কেন্দ্রীয় | সম্পূর্ণ | আংশিক | উপচ্ছায়া-সংক্রান্ত | |
২০৩৬ আগস্ট ৭ | ২০৯০ সেপ্টেম্বর ৮ | ২৪৬৯ এপ্রিল ২৬ | ২৬১৩ জুলাই ২৪ |
১৯১০ মে ২৪ | ১৯২৮ জুন ৩ | ১৯৪৬ জুন ১৪ | |||
1964 Jun 25 | ১৯৮২ জুলাই ৬ | ২০০০ জুলাই ১৬ | |||
২০১৮ জুলাই ২৭ | ২০৩৬ আগস্ট ৭ | ২০৫৪ আগস্ট ১৮ | |||
২০৭২ আগস্ট ২৮ | ২০৯০ সেপ্টেম্বর ৮ | ||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.