জুনাগড় (গুজরাটি: જુનાગઢ) মুসলিম শাসক দ্বারা শাসিত ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্য ছিল। ১৯৪৯ খ্রিষ্টাব্দে এই রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৪৮ সালের গণভোটে বিপুলসংখ্যক মানুষ ভারতে যোগদানের পক্ষে মত দেন।

দ্রুত তথ্য জুনাগড় রাজ্য જુનાગઢ, আয়তন ...
জুনাগড় রাজ্য
જુનાગઢ
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭৪৮–১৯৪৮
Thumb
পতাকা
Thumb
প্রতীক
আয়তন 
 ১৯২১
৮,৬৪৩ বর্গকিলোমিটার (৩,৩৩৭ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৯২১
465493
ইতিহাস 
 প্রতিষ্ঠিত
১৭৪৮
১৯৪৯ ১৯৪৮
উত্তরসূরী
India
বন্ধ

ইতিহাস

১৭৪৮ খ্রিষ্টাব্দে জুনাগড়ের ফৌজদার মহম্মদ বাহাদুর খানজী মুঘল শাসনকর্তাকে জুনাগড় থেকে বিতাড়িত করে স্বাধীনতা ঘোষণা করে নবাব উপাধি ধারণ করেন ও জুনাগড় রাজ্যে বাবি রাজবংশের প্রতিষ্ঠা করেন। তার পুত্র প্রথম মহম্মদ মহবত খানজী ১৭৫৮ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন কিন্তু দুই বছরের মধ্যে তার মাতুল মুজফফর খানজী তাকে সিংহাসনচ্যূত করে বন্দী করেন। ১৭৬২ খ্রিষ্টাব্দে রাধনপুর রাজ্যের নবাব জওয়ান মর্দ খান মুজফফর খানজীকে পরাজিত করে জুনাগড় রাজ্যকে নিজের রাজ্যভুক্ত করলে প্রথম মহম্মদ মহবত খানজী কারাগার থেকে মুক্তিলাভ করে পুনরায় সিংহাসন লাভ করেন।

এই রাজবংশের ষষ্ঠ নবাব দ্বিতীয় মহম্মদ বাহাদুর খানজীর শাসনকালে ১৮১২ খ্রিষ্টাব্দে ঊমর মুখসম নামক আনন্দ রাও গায়কওয়াড়ের একজন কর্মী দ্বিতীয় মহম্মদ বাহাদুর খানজীর সাথে চুক্তি করে তার নিকট হতে অমরেলি, কোডিনর, দামনগর ও শিয়ানগরের কিছু অংশ বরোদা রাজ্যের অন্তর্ভুক্ত করেন। পরবর্তীকালে ঊমর মুখসম নবাবের বিরুদ্ধে অস্ত্রধারণ করলে নবাব ব্রিটিশদের সাহায্য প্রার্থনা করেন। ১৮১৬ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা তাকে ঊমর মুখসমকে জুনাগড় থেকে বিতাড়ণ করেন। ১৮২২ খ্রিষ্টাব্দে নবাব প্রত্যক্ষ ভাবে কর সংগ্রহের অধিকার ত্যাগ করেন ও ব্রিটিশদের মাধ্যমেই কর সংগ্রহের প্রতিশ্রুতি দেন।

১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৮ই জুলাই ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম ১৯৪৭ পাশ হলে ভারতপাকিস্তান নামক দুইটি রাষ্ট্রের জন্মের সিদ্ধান্তের পাশাপাশি দেশীয় রাজ্যগুলিকে এই দুই রাষ্ট্রে যোগ দেওয়া বা স্বাধীন থাকার মধ্যে একটি পথ বেছে নেওয়ার কথা বলা হয়।[1] রাজ্যের একাদশ নবাব তৃতীয় মহম্মদ মহবত খানজী ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তার রাজ্যকে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করেন। ভারত সরকারের পক্ষ থেকে জুনাগড় রাজ্যে সামরিক অভিযানের পরিকল্পনা নেওয়া হলে তিনি ২৪শে অক্টোবর সপরিবারে পাকিস্তান চলে যান। ঐ বছর ৯ই নভেম্বর ভারতীয় আধিকারিকেরা জুনাগড় পৌঁছে রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করলে নবাবী শাসনের বিলোপ ঘটে।[2][3]

নবাব

জুনাগড় রাজ্যের নবাবরা বাবি রাজবংশের একটি প্রশাখার অন্তর্গত। পরিবারগত দিক থেকে তারা বালাসিনোর রাজ্যের নবাবদের সঙ্গে সম্পর্কযুক্ত। জুনাগড়ের নবাবদের তালিকা নিম্নে প্রদত্ত হল[4][5]-

আরও তথ্য নাম, চিত্র ...
নামচিত্রজীবনকালরাজত্বকাল
প্রথম মহম্মদ বাহাদুর খানজীThumb ?-১৭৫৮১৭৩৫-১৭৫৮
প্রথম মহম্মদ মহবত খানজী ?-১৭৭৪১৭৫৮-১৭৬০
মুজফফর খানজী ?১৭৬০-১৭৬২
প্রথম মহম্মদ মহবত খানজী ?-১৭৭৪১৭৬২-১৭৭৪
প্রথম মহম্মদ হামিদ খানজী১৭৬৬-১৮১১১৭৭৪-১৮১১
দ্বিতীয় মহম্মদ বাহাদুর খানজী১৭৯৫-১৮৪০১৮১১-১৮৪০
দ্বিতীয় মহম্মদ হামিদ খানজী১৮২৮-১৮৫১১৮৪০-১৮৫১
দ্বিতীয় মহম্মদ মহবত খানজীThumb১৮৩৮-১৮৮২১৮৫১-১৮৮২
তৃতীয় মহম্মদ বাহাদুর খানজীThumb১৮৫৬-১৮৯২১৮৮২-১৮৯২
মহম্মদ রসুল খানজীThumb১৮৫৮-১৯১১১৮৯২-১৯১১
তৃতীয় মহম্মদ মহবত খানজীThumb১৯০০-১৯৫৯১৯১১-১৯৪৮
বন্ধ
State symbols of Junagadh
State animalThumb
State birdThumb
State treeThumb
State flowerThumb

তথ্যসূত্র

বহিঃসংযোগ

আরো পড়ুন

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.