Loading AI tools
রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জিঙ্ক অক্সাইড বা দস্তাম্লজ (ইংরেজি: Zinc Oxide, এছাড়া Zinc White নামেও পরিচিত) একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত ZnO। এটি জলে অদ্রবণীয় সাদা গুঁড়ো পদার্থ। এটি সংযোগী পদার্থ হিসাবে অসংখ্য উপকরণ এবং পণ্যে ব্যবহার হয়। প্রসাধনী, খাদ্য পরিপূরক, রবার, প্লাস্টিক, সিরামিক, কাচ, সিমেন্ট, লুব্রিকেন্টস[১] প্রভৃতি সামগ্রীতে এর ব্যবহার রয়েছে। রঙ, মলম, আঠা, পুটিং, রঙ্গক, খাবার, ব্যাটারি, আগুন প্রতিরোধক এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ হিসাবে এর ব্যবহার দেখা যায়। যদিও প্রাকৃতিকভাবে দস্তার খনিজ জিঙ্কাইট হিসাবে এটিকে দেখা যায়, তবে বেশিরভাগ জিঙ্ক অক্সাইড বাণিজ্যিক ব্যবহারের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়।[২]
নামসমূহ | |
---|---|
অন্যান্য নাম
Zinc white Calamine | |
শনাক্তকারী | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০১৩.৮৩৯ |
ইসি-নম্বর |
|
পাবকেম CID |
|
আরটিইসিএস নম্বর |
|
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA) |
|
বৈশিষ্ট্য | |
ZnO | |
আণবিক ভর | 81.408 g/mol |
বর্ণ | হালকা সাদা |
গন্ধ | odorless |
ঘনত্ব | 5.606 g/cm3 |
গলনাঙ্ক | ১৯৭৫ °সে. (decomposes) |
স্ফুটনাঙ্ক | ২৩৬০ °সে. |
পানিতে দ্রাব্যতা |
0.16 mg/100 mL (30 °C) |
প্রতিসরাঙ্ক (nD) | 2.0041 |
তাপ রসায়নবিদ্যা | |
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
43.9 J K-1mol-1 |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
-348.0 kJ/mol |
ঝুঁকি প্রবণতা | |
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি) |
Dangerous for the environment (N) |
আর-বাক্যাংশ | আর৫০/৫৩ |
এস-বাক্যাংশ | এস৬০, এস৬১ |
এনএফপিএ ৭০৪ |
২
১ W |
ফ্ল্যাশ পয়েন্ট | 1436 °cn. |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ |
জিংক সালফাইড জিংক সেলেনাইড জিংক টেলুরাইড |
অন্যান্য ক্যাটায়নসমূহ |
ক্যাডমিয়াম অক্সাইড মারকারি(II) অক্সাইড |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড একটি সাদা গুঁড়ো পদার্থ। তবে প্রকৃতিতে এটি বিরল খনিজ জিঙ্কাইট হিসাবে দেখা যায়, যাতে সাধারণত ম্যাঙ্গানিজ এবং অন্যান্য অবিশুদ্ধি থাকে। এটি তখন দেখতে হলুদ থেকে লাল বর্ণের হয়।[৩]
স্ফটিকাকার জিংক অক্সাইড থার্মোক্রোমিক অর্থাৎ বায়ুতে গরম করলে এর রঙ সাদা থেকে হলুদ রঙে পরিবর্তন হয় এবং শীতল করলে আবার সাদা রঙে ফিরে আসে।[৪]
জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। এটি জলে প্রায় অদ্রবণীয় তবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো বেশিরভাগ অ্যাসিডে দ্রবীভূত হয়।[৫] ZnO + 2 HCl → ZnCl2 + H2O কঠিন জিঙ্ক অক্সাইড ক্ষারেও দ্রবীভূত হয়। এক্ষেত্রে দ্রবীভূত হয়ে এটি দ্রবণীয় জিঙ্কেট আয়ন তৈরি করে : ZnO + 2 NaOH + H2O → Na2[Zn(OH)4] জিঙ্ক অক্সাইড তেল ও চর্বিজাতীয় পদার্থের মধ্যে থাকা জৈব যৌগ ফ্যাটি অ্যাসিড যেমন ওলিক বা স্টিয়ারিক অ্যাসিডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে তাদের কার্বক্সিলেট যৌগ যেমন ওলিয়েট বা স্টিয়ারেট উৎপন্ন করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.