Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাতীয় সড়ক ২৭ ( এনএইচ ২৭), ভারতের একটি পূর্ব-পশ্চিম জাতীয় সড়ক, যা পোরবন্দর থেকে শুরু হয়ে শিলচরে শেষ হয়, মহাসড়কটি গুজরাত, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম রাজ্যগুলির মধ্য দিয়ে যায়। [১] এনএইচ -২৭ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (মোআরটিএইচ) দ্বারা। এটি জাতীয় জাতীয় সড়ক ৪৪-এর পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক এবং এটি এনএইচআই-এর এনএস-ইডব্লিউ করিডোরের একটি অংশ।
জাতীয় সড়ক ২৭ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
এএইচ১এএইচ১এএইচ২০এএইচ৪২এএইচ৪৮-এর অংশ | ||||
দৈর্ঘ্য | ৩,৫০৭ কিমি (২,১৭৯ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
পশ্চিম প্রান্ত: | পোরবন্দর, গুজরাত | |||
NH 44 in Jhansi, এএইচ20 ঝাঁসি | ||||
পূর্ব প্রান্ত: | শিলচর, আসাম | |||
অবস্থান | ||||
রাজ্য | গুজরাত, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম | |||
প্রাথমিক গন্তব্যস্থল | বামনবোরে - মরভি, সামখিয়ালি - রাধানপুর - পালনপুর - আবু রোড - পিন্ডওয়ারা - উদয়পুর - বনসেন - চিত্তৌড়গড়, কোটা - বারান - শিবপুরী - কেরাড়া - ঝাঁসি - কানপুর - লখনৌ - বড়বাঙ্কি - ফৈজাবাদ - বাস্তি - গোরখপুর - গোপালগঞ্জ - পিপড়া - সুপল - নির্মালী - মুজাফফরপুর - দরভাঙ্গ - ঝাঁঝরপুর - ফোর্বসগঞ্জ - আররিয়া - পূর্ণিয়া - ডালকোলা - শিলিগুড়ি - বঙ্গাইগাঁও - গুয়াহাটি - দিসপুর - দোবাকা - হাফলং | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
|
জাতীয় সড়ক ২৭ ভারতের সাতটি রাজ্যকে পূর্ব–পশ্চিম দিক দিয়ে অতিক্রম করে। [২][৩]
সড়কটি গুজরাত রাজ্যের পোরবন্দর জেলা পোরবন্দর থেকে শুরু হয়। এর পর সড়কটি রাজ্যের মোট ৫ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - পোরবন্দর, রাজকোট, মোর্বি, কচ্ছ ও বনসকান্ত। জাতীয় সড়ক ২৭ গুজরাত রাজ্য অতিক্রম করে রাজস্থান রাজ্যে প্রবেশ করে। এই জাতীয় সড়কটি গুজরাত রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, এই শহরগুলি হল- পোরবন্দর, কুটিয়ান, বামনবোরে, মোর্বি, সামাখালি, রাধনপুর, পালানপুর।[৪]
এই জাতীয় সড়কটি রাজস্থান রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, এই শহরগুলি হল- আবু রোড, পিন্ডওয়ারা, উদয়পুর, মঙ্গলওয়ার, চিত্তৌড়গড়, কোটা, বারান।[৪]
এই জাতীয় সড়কটি মধ্যপ্রদেশ রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিবপুরি ও কারেরা।[৪]
এই জাতীয় সড়কটি উত্তরপ্রদেশ রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝাঁসি, কানপুর, লখনউ, বারাবাঁকি, অযোধ্যা, বস্তি ও গোরক্ষপুর।[৪]
এই জাতীয় সড়কটি বিহার রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোপালগঞ্জ, পিপড়া কোঠি, মজঃফরপুর, দ্বারভাঙা, জঞ্জরপুর, ফরবেশগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া ও কিশানগঞ্জ।[৪]
সড়কটি বিহার-পশ্চিমবঙ্গ সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করে উত্তর দিনাজপুর জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ৮ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। জাতীয় সড়ক ২৭ পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ৫৮২.৩৮ কিলোমিটার পথ অতিক্রম করে আসাম রাজ্যে প্রবেশ করে। এই জাতীয় সড়কটি পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, এই শহরগুলি হল- ডালখোলা, ইসলামপুর, বাগডোগরা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি, ফালাকাটা, সোনাপুর, আলিপুরদুয়ার, সালসালবাড়ি।[৪]
পশ্চিমবঙ্গ-আসাম সীমান্ত অতিক্রম করে জাতীয় সড়ক ২৭ আসাম রাজ্যে প্রবেশ করে। সড়কটি দুই রাজ্যের সীমান্তে সংকোশ নদী অতিক্রম করে। এর পর সড়কটি পূর্ব দিকে অগ্রসর হয় এবং শ্রীরামপুরে সড়কের সঙ্গে জাতীয় সড়ক ১২৭বি যুক্ত হয়। শ্রীরামপুরে জাতীয় সড়ক ২৭ সঙ্গে জাতীয় সড়ক ১২৭বি যুক্ত হওয়ার আগে সড়কে একটি টোলপ্লাজা রয়েছে। সড়কটি শ্রীরামপুর অতিক্রম করে বঙ্গাইগাঁও শহরে পৌছায়। এর পর সড়কটি মানস নদী অতিক্রম করে বিজনী হয়ে নলবাড়ি পর্যন্ত অগ্রসর হয়। সড়কটি এর পর ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে গুয়াহাটি শহরে পৌছায়। শেষে সড়কটি নগাঁও, লামডিং, হাফলং হয়ে শিলচর শহরে পোঁছায়। শিলচর শহরের সড়কটি জাতীয় সড়ক ৩৭ এর সঙ্গে যুক্ত হয়। আসামে সড়কটি ১০ টি জেলার মধ্যদিয়ে মোট ৭২৪.৮২ কিলোমিটার পথ অতিক্রম করে।[৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.