Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জর্জ প্র্যাট শুল্টজ (জন্ম ১৩ ডিসেম্বর,১৯২০) একজন আমেরিকান অর্থনীতিবিদ,বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি তিনজন ভিন্ন রিপাবলিকান প্রেসিডেন্টের অধীনে বিভিন্ন পদে চাকরি করেন। তিনি চারটি ভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী পদে দায়িত্ব পালন করা দুইজন ব্যক্তির মধ্যে একজন। অপরজন হলেন ইলিয়ট রিচার্ডসন।
জর্জ পি. সুলৎস | |
---|---|
৬০তম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী | |
কাজের মেয়াদ জুলাই ১৬, ১৯৮২ – জানুয়ারি ২, ১৯৮৯ | |
রাষ্ট্রপতি | রোনাল্ড রেগান |
ডেপুটি | ওয়াল্টার জ. স্টোয়েসেল জড়. কেনেথ ও. দাম জন কে. হোইটহেড |
পূর্বসূরী | আলেক্সান্ডার হাইজি |
উত্তরসূরী | জেমস বেকার |
৬২ন্ড ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ ট্রেজারী | |
কাজের মেয়াদ জুন ১২, ১৯৭২ – মে ৮, ১৯৭৪ | |
রাষ্ট্রপতি | রিচার্ড নিক্সন |
পূর্বসূরী | জন কন্যালয় |
উত্তরসূরী | উইলিয়াম এ. সাইমন |
ম্যানেজমেন্ট এন্ড বাজেট দপ্তরের পরিচালক | |
কাজের মেয়াদ জুলাই ১, ১৯৭০ – জুন গ, ১৯৭২ | |
রাষ্ট্রপতি | রিচার্ড নিক্সন |
পূর্বসূরী | বব মেয়ো (ব্যুরো অফ টি বাজেট) |
উত্তরসূরী | ক্যাস্পার ওয়েইনবারগার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জর্জ প্র্যাট শুল্টজ ১৩ ডিসেম্বর ১৯২০ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, ও.স. |
রাজনৈতিক দল | রিপাবলিকান |
দাম্পত্য সঙ্গী | হেলেনা ও'ব্রিটেন (বি. ১৯৪৬; মৃ. ১৯৯৫) শার্লট মাঈলিয়ার্ড (বি. ১৯৯৭) |
সন্তান | 5 |
শিক্ষা | প্রিন্সটন ইউনিভার্সিটি |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | যুক্তরাষ্ট্র |
শাখা | টেমপ্লেট:দেশের উপাত্ত ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস |
কাজের মেয়াদ | ১৯৪২–১৯৪৫ |
শুল্টজ নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র মেরিন কর্পস এ কাজ করেন। এর পূর্বে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। যুদ্ধের পর, এমআইটি থেকে শিল্প অর্থনীতিতে শুল্টজ পিএইচডি অর্জন করেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৭ সালে এমআইটিতে শিক্ষকতা করেন, ১৯৫৫ সালে অনুপস্থিতিজনিত ছুটি নিয়ে রাষ্ট্রপতি আইজেনহাওয়ার প্রতিষ্ঠিত অর্থনৈতিক পরামর্শদাতা কাউন্সিলে সদস্যপদ গ্রহণ করেন। শিকাগো গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস]] এর ডিন হিসাবে চাকরি করার পর তিনি রিচার্ড নিক্সন এর অধীনে শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেন । উক্ত পদে থাকাকালীন তিনি ঠিকাদারদের ফিলাডেলফিয়া পরিকল্পনা মানতে বাধ্য করেন, যারা ফেডারেল সরকার কর্তৃক আরোপিত জাতিগত কোটার মাধ্যমে কৃষ্ণাঙ্গ সদস্যদের নিয়োগ দিতে অস্বীকৃতি জানায় । ১৯৭০ সালে তিনি অফিস ও ব্যবস্থাপনা এবং বাজেট দপ্তরের প্রথম পরিচালক হন, এবং ১৯৭২ সালে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগের আগ পর্যন্ত তিনি সেই পদে চাকরি করেন। শুলজ্ নিক্সন শকের সমর্থক ছিলেন , যার উদ্দেশ্য ছিল স্বর্ণের মান অবলোপনের মাধ্যমে আমেরিকার বেহাল অর্থনীতি পুনরুজ্জীবিত করা। তিনি ব্র্যাটন উডস ব্যবস্থার সমাপ্তি সংঘটনে নেতৃত্ব দেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.