Loading AI tools
১৯৮৩ সালের আমজাদ হোসেনের ছায়াছবি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জন্ম থেকে জ্বলছি ১৯৮১-এর একটি বাংলাদেশী চলচ্চিত্র।[1] এটি পরিচালনা করেছেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রকার আমজাদ হোসেন। ছবিটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ববিতা, আনোয়ারা, প্রবীর মিত্র ও সুমিতা দেবী।
জন্ম থেকে জ্বলছি | |
---|---|
পরিচালক | আমজাদ হোসেন |
প্রযোজক | সুরাইয়া আখতার চৌধুরী |
রচয়িতা | আমজাদ হোসেন |
শ্রেষ্ঠাংশে | বুলবুল আহমেদ ববিতা আনোয়ারা প্রবীর মিত্র সুমিতা দেবী |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | রফিকুল বারী চৌধুরী |
সম্পাদক | আওকাত হোসেন |
পরিবেশক | শুক্লা ফিল্মস |
মুক্তি | ১৯৮৩ |
স্থিতিকাল | ১৪৯ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
জন্ম থেকে জ্বলছি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, সঙ্গীত রচনা করেছেন ছবির পরিচালক আমজাদ হোসেন। গানে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন ও সামিনা চৌধুরী। শামীমা ইয়াসমিন দিবার গাওয়া ‘বাবা বলে গেল আর কোনোদিন গান করো না’ গানটি এখনো বেশ সমাদৃত।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.