চৈনিক ভাষাসমূহ বলতে পূর্ব এশিয়ার কতগুলি বিশ্লেষণী ভাষার একটি দলকে বোঝায়, যেটি চীনা-তিব্বতি ভাষা পরিবারের একটি প্রধান শাখা গঠন করেছে। অনেক ভাষাবিদ প্রস্তাব করেছেন যে চৈনিক ভাষাগুলি এবং তিব্বতি-বর্মী ভাষাগুলির মধ্যে একটি মৌলিক বিভাজন বিদ্যমান। অনেক গবেষক এই মত প্রত্যাখ্যানও করলেও [3] অন্যেরা এই মত সমর্থনকারী জাতিজনিগত প্রমাণ খুঁজে পেয়েছেন।[4][5] পাই ভাষাসমূহ শ্রেণীবদ্ধ করা দুরূহ হলেও হয়ত এগুলি প্রাচীন চীনা ভাষার একটি শাখা, সুতরাং চৈনিক ভাষা।[6] অন্যথা চৈনিক ভাষা বলতে কেবলমাত্র চীনা ভাষার বহুসংখ্যক প্রকারভেদকে বোঝায়, যেগুলি একটি সাধারণ লিখন পদ্ধতি দ্বারা ঐক্যবদ্ধ। এক্ষেত্রে চৈনিক ভাষা বলতে এমন একটি ভাষাগত দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করা হয়, যেখানে চীনা ভাষাগুলি একটিমাত্র ভাষার বহুসংখ্যক প্রকারভেদ নয়, বরং অনেকগুলি স্বতন্ত্র ভাষার একটি পরিবার।[lower-alpha 1]
চৈনিক | |
---|---|
চীনা | |
জাতিতত্ত্ব | চৈনিক নৃগোষ্ঠীসমূহ |
ভৌগোলিক বিস্তার | বৃহত্তর চীন, সিঙ্গাপুর |
ভাষাগত শ্রেণীবিভাগ | চীনা-তিব্বতি
|
প্রত্ন-ভাষা | প্রত্ন-চৈনিক |
উপবিভাগ |
|
আইএসও ৬৩৯-৫ | zhx |
গ্লটোলগ | sini1245 (Sinitic)[1] macr1275 (Macro-Bai)[2] |
বক্তাসংখ্যা
বৃহত্তর চীনা ভাষার সর্বমোট বক্তাসংখ্যা ১৫২ কোটির কিছু বেশি, যাদের মধ্যে প্রায় ৭৪% (১১২ কোটি) ম্যান্ডারিন চীনা ভাষা বা এর কোনও উপভাষায় কথা বলে। সারা বিশ্বজুড়ে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে চৈনিক ভাষাসমূহের মূল শাখাগুলির বক্তার সংখ্যা নিচে দেওয়া হল (২০১৮-১৯):[8]
শাখা | সর্বমোট বক্তাসংখ্যা | শতাংশ |
---|---|---|
ম্যান্ডারিন | ১,১১৮,৫৮৪,০৪০ | ৭৩.৫০% |
ইউয়ে (ক্যান্টনীয় ভাষাসহ) | ৮৫,৫৭৬,৫৭০ | ৫.৬২% |
উ | ৮১,৮১৭,৭৯০ | ৫.৩৮% |
মিন | ৭৫,৬৩৩,৮১০ | ৪.৯৭% |
চিন | ৪৭,১০০,০০০ | ৩.০৯% |
হাক্কা | ৪৪,০৬৫,১৯০ | ২.৮৯% |
শিয়াং | ৩৭,৪০০,০০০ | ২.৪৬% |
কান | ২২,২০০,০০০ | ১.৪৬% |
হুয়েইচৌ | ৫,৩৮০,০০০ | ০.৩৫% |
ফিংহুয়া | ৪,১৩০,০০০ | ০.২৭% |
তুনকান | ৫৬,৩০০ | >০.০১% |
মোট | ১,৫২১,৯৪৩,৭০০ | ১০০% |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.