চীন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চীনের বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চীনের বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চীন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUTe; চীনা: 中國科技大學 zhōng guó kē jì dà xué) তাইওয়ানের তাইপের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস তাইপের ওয়েনশান জেলায় পাঁচ হেক্টর জমিতে অবস্থিত। ২০০০ সালে, এর মালিক তাইওয়ানের সিনচু কাউন্টির হুকু শহরে ১৪ হেক্টর জমিতে দ্বিতীয় একটি ক্যাম্পাস খুলেন।
中國科技大學 | |
প্রাক্তন নাম | চীনা পৌরসভা ভোকেশনাল বিদ্যালয় চীন শিল্প ও বাণিজ্যিক ব্যবস্থাপনা জুনিয়র কলেজ চুং কুও প্রযুক্তি ইনস্টিটিউট |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৬৫ |
চেয়ারপার্সন | সু শাং-কুয়ান |
সভাপতি | ইউ মিন-তেহ |
উপ-সভাপতি | চ্যাং ওয়েই-পিং, লিয়াও শিয়েন-ওয়েন |
ঠিকানা | ওয়েনশান জেলা, তাইপে হুকোউ, শিনচু কাউন্টি ২৪.৯৯৮৭° উত্তর ১২১.৫৫৫১° পূর্ব |
শিক্ষাঙ্গন | একাধিক স্থান |
ওয়েবসাইট | www.cute.edu.tw |
চীন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |||||||
ঐতিহ্যবাহী চীনা | 中國科技大學 | ||||||
---|---|---|---|---|---|---|---|
সরলীকৃত চীনা | 中国科技大学 | ||||||
|
বিশ্ববিদ্যালয়টি ১৯৬৫ সালে "চীনা পৌরসভা ভোকেশনাল বিদ্যালয়" হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে, স্কুলটির নাম পরিবর্তন করে "চীন শিল্প ও বাণিজ্যিক ব্যবস্থাপনা জুনিয়র কলেজ" রাখা হয়। ২০০০ সালে, স্কুলটির নাম আবার পরিবর্তন করে "চুং কুও প্রযুক্তি ইনস্টিটিউট" রাখা হয়। অবশেষে, ২০০৫ সালে স্কুলটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় উন্নীত হয় এবং একই বছরের ১ আগস্ট, এটির নাম পরিবর্তন করে "চীন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" রাখা হয়।
বিশ্ববিদ্যালয়টি দুটি ক্যাম্পাসে বিভক্ত, এগুলো হলো তাইপেই ক্যাম্পাস এবং সিনচু ক্যাম্পাস। তাইপেই ক্যাম্পাসটি ৫ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং সিনচু ক্যাম্পাস ১৪ হেক্টরেরও বেশি বিস্তৃত।[1]
তাইপেই মেট্রোর ওয়ানফাং হাসপাতাল স্টেশন থেকে পশ্চিমে হাঁটা দূরত্বের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তাইপেই ক্যাম্পাস অবস্থিত। তাইওয়ান রেলওয়ের বেইহু স্টেশন থেকে দক্ষিণে হাঁটা দূরত্বের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনচু ক্যাম্পাস অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.