Loading AI tools
বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চিলাহাটি রেলওয়ে স্টেশন হল চিলাহাটি-দর্শনা ব্রডগেজ লাইনের একটি শেষ রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন।[1] ১৯৬৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এটা বাংলাদেশ - ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিট পয়েন্ট ছিলো। মিতালী এক্সপ্রেস চালু মাধ্যমে ৫৫ বছর পর রেলপথটি আবার চালু করা হয় [2]। স্টেশনটি চিলাহাটি ও ভারতে পরিষেবা প্রদান করে। ২০২০ সালের ১৭ই ডিসেম্বর থেকে একটি মালবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি চলাচল করছে। [3]১লা জুন, ২০২২ইং হতে এই রেলওয়ে স্টেশন দিয়ে ভারতের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক রেল যোগাযোগ শুরু হয়।
চিলাহাটি | |
---|---|
বাংলাদেশ রেলওয়ে স্টেশন | |
অবস্থান | নীলফামারী, রংপুর বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৬°১৪′৩৮″ উত্তর ৮৮°৪৭′৪৮″ পূর্ব |
উচ্চতা | ৪৮ মি (১৫৭ ফু) |
লাইন | চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন |
নির্মাণ | |
গঠনের ধরন | Standard (on ground station) |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ১৮৭৮ |
আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
১৮৭৪ সালে নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃক এ লাইনটি নির্মাণ করা হয়। এভাবেই দীর্ঘদিন চলার পর ২০১০ সালে চিলাহাটি-ঢাকা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চালুর লক্ষে সৈয়দপুর-চিলাহাটি ৬৪ কিলোমিটার রেল লাইনের পুরনো লাইন ও আকার পরিবর্তন ও উন্নয়নের কাজ হয়।[4]
চিলাহাটি রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.