চার্চগেট
মুম্বাই মহানগরীর উপনগর এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুম্বাই মহানগরীর উপনগর এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চার্চগেট হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের দক্ষিণাংশে অবস্থিত একটি উপনগর এলাকা।[২] আঠারো শতক থেকে উনিশ শতকে মাঝ পর্যন্ত মুম্বই প্রাচীরে ঘেরা শহর ছিল। তখন মুম্বইতে তিনটি ফটক ছিল চার্চগেট তারই একটি, যেটি সেন্ট টমাস ক্যাথিড্রালের নামানুসারে নামাঙ্কিত করা হহয়। ফটকটি বর্তমান শহরের ফ্লোরা ফাউন্টেনের কাছে অবস্থিত ছিল।
চার্চগেট चर्चगेट চার্চিগেট | |
---|---|
উপনগর | |
স্থানাঙ্ক: ১৮.৯৩° উত্তর ৭২.৮২° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
মহানগরী | মুম্বই |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠি |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
পিন | ৪০০০২০ [১] |
এলাকা কোড | ০২২ |
যানবাহন নিবন্ধন | এম এইচ ০১ |
নাগরিক মাধ্যম | এমসিজিএম (বৃমুমপা) |
চার্চগেট উপনগর এলাকায় মুম্বই উপনগরীয় রেলের অন্তিম স্টেশন চার্চগেট স্টেশন অবস্থিত, যেটি মুম্বই উপনগরীয় রেলের স্টেশনগুলির প্রধানতম স্টেশন। পশ্চিম রেলের সদরদপ্তরও এই এলাকাতেই, চার্চগেট স্টেশনের পার্শে অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.