গেয়ারভী শরীফ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফাতেহা-ই-ইয়াজদাহাম হল হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.) এর ওফাত দিবস। বলা হয়ে থাকে, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি উনার ওফাত দিবস।[1] হযরত আবদুল কাদির জিলানীকে দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা [2] বলা হয়। তিনি গাউসে আজম দস্তগীর হিসেবে পরিচিত[3] গেয়ারভী শরীফ প্রতিবছর রবিউস সানির এগারো তারিখ বা মাসিকভাবে ইসলামী ক্যালেন্ডারের প্রতি মাসের এগারো তারিখ উদ্যাপন করা হয়। [4][5]
গেয়ারভী শরীফ | |
---|---|
অন্য নাম | গেয়ারভী শরীফ
ফাতেহা ইয়াজদাহম[6] ফাতেহা এ দো আজদাহম [7] |
পালনকারী | মূলধারার সুন্নি ইসলামের অনুগামীরা, সুফির মতো বিভিন্ন অন্যান্য ইসলামী শ্রেণী। পশ্চিমবঙ্গে সরকারি ছুটি এবং বাংলাদেশে ঐচ্ছিক ছুটি |
ধরন | ইসলামী |
পালন | হামদ, তাসবিহ, ক্বিরাত, জনসভা, না'ত (ধর্মীয় কবিতা), পরিবার ও অন্যান্য সামাজিক জমায়েত, রাস্তাঘাট এবং বাড়ির সাজসজ্জা |
তারিখ | ১১ রবিউস সানি |
সংঘটন | মাসিক এবং বার্ষিক |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম শরিফ আবদুল কাদের জিলানী এর স্মরণে পালিত হয়।[8]
বাগদাদে গেয়ারভী শরীফের বার্ষিক উদ্যাপন হয়, যেখানে আফগানিস্তান, ভারত এবং বিভিন্ন আরব দেশসমূহের জনগণের সাথে প্রায় ৫০,০০০-১৩,০০০ পাকিস্তানি নাগরিক আকৃষ্ট হয়।[9][10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.