Loading AI tools
আজারবাইজানী ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গুরবান গুরবানভ (আজারবাইজানি: Qurban Qurbanov; ১৯৭২ সালের ১৩ এপ্রিল যাকাতালা তে জন্মগ্রহণ করেন) হলেন একজন অবসরপ্রাপ্ত আজারবাইজানি আন্তর্জাতিক ফুটবলার, বর্তমানে ক্বারাবাগ এবং আজারবাইজান জাতীয় ফুটবল দলের ব্যবস্থাপক। তিনি ফরোয়ার্ড পজিশনে খেলতেন। ১৯৮৮ সালে স্থানীয় ক্লাব কুর থেকে তিনি খেলা শুরু করেন এবং পরবর্তীতে গুরবাআনভ ১৮ বছর ধরে পেশাদারী ফুটবল জীবন শেষ করেন। ফুটবল জীবনে তিনি ৩৯৯ লিগ ম্যাচে ১৭৮ টি গোল করেন। আন্তর্জাতিক ফুটবলে ৬৭ ম্যাচে ১৪ গোল করে তিনি আজারবাইজানের সর্বোচ্চ গোলদাতা।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গুরবান ওসমান অগলু গুরবানভ | ||
জন্ম | ১৩ এপ্রিল ১৯৭২ | ||
জন্ম স্থান | যাক্বালাতা, সোভিয়েত ইউনিয়ন | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
Qarabağ (ব্যবস্থাপক) আজারবাইজান (ব্যবস্থাপক) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৮৮ | Kur | ||
১৯৮৯ | Mertskhali Ozurgeti | ||
১২৯৯০-৯১ | Daşqın Zaqatala | 54 | (২৪) |
১৯৯১-৯২ | Alazani Gurjaani | 17 | (৪) |
১৯৯২-৯৩ | Daşqın Zaqatala | 39 | (২৪) |
১৯৯৩-৯৫ | Turan Tovuz | 39 | (১২) |
১৯৯৫-৯৬ | Kur Nur | 12 | (৪) |
১৯৯৬ | Turan Tovuz | 15 | (৮) |
১৯৯৬-৯৮ | Neftchi Baku | 43 | (৪৩) |
১৯৯৮ | Dynamo Stavropol | 36 | (১৭) |
১৯৯৯ | Fakel Voronezh | 12 | (৮) |
১৯৯৯ | Baltika Kaliningrad | 14 | (৩) |
২০০০-০১ | Fakel Voronezh | 25 | (৭) |
২০০১-০২ | Neftchi Baku | 14 | (৯) |
২০০২ | Fakel Voronezh | 28 | (৭) |
২০০৩ | Volgar Gazprom | 21 | (৫) |
২০০৩-০৫ | Neftchi Baku | 27 | (১৪) |
২০০৫-০৬ | Inter Baku | 3 | (১) |
মোট | 399 | (১৭৮) | |
জাতীয় দল | |||
১৯৯২-২০০৫ | আজারবাইজান | 67 | (১৪) |
পরিচালিত দল | |||
2006–2007 | Neftchi Baku | ||
2008– | Qarabağ | ||
2017– | Azerbaijan | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
গুরবানভ মোট খেলোয়াড় হিসেবে ১৩টি এবং ব্যবস্থাপক হিসেবে ৮ টি ট্রফি জিতেছেন।
কুর ক্লাব থেকে তিনি তার খেলোয়াড় জীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি মের্তসখালি অযুরগেতি, দাসক্বিন যাক্বাতালা, আলাযানি গুরজানি, তুরান তোভুজ, নেফছি বাকু, দিনামো স্টাভরোপল, বাল্টিকা কালিনিনগ্রাদ, ফাকেল ভরনেঝ এবং ভল্গার গাযপ্রোম এর হয়ে খেলেন। তিনি সর্বশেষ ইন্টার বাকু এর হয়ে খেলেন। ১৯৯৬-৯৭ তে, আজারবাইজান প্রিমিয়ার লিগে গুরবানভ ছিলেন শীর্ষ গোলদাতা, তিনি নেফছি এর হয়ে ২৫ গোল করেন।[1] ২০০৩ সালে তিনি আজারবাইজেরন প্লেয়ার অব দ্য ইয়ার এ ভূষিত হন। [2]
১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বার তিনি জাতীয় দলের হয়ে প্রথম আত্মপ্রকাশ করেন। এবং জানুয়ারী ২০০৬ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ফুটবলে ৬৭ ম্যাচে ১৪ গোল করেন যা আজারবাইজান দলের আন্তর্জাতিক গোলদাতার সর্বোচ্চ রেকর্ড। [3]
ফুটবল জীবন শেষ করে তিনি ইন্টার ক্লাবের ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি নেফছি বাকু ক্লাবের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। ২০০৮/০৯ এর শুরু থেকে তিনি রাসিম কারা এর পরিবর্তে এফকে ক্বারানাগ এর প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন।
২০১০ সাললে ইউরোপীয় প্রোতিযোগীতায় তিনি ১৬ বিজয় নিয়ে তিনি সর্বোচ্চ সফল আজারবাইজানি ব্যবস্থাপকে পরিণত হন।[4]
২০১৪ এর মে মাসে ২১ বছর পর তিনি আজারবাইজানি লিগে ক্বারাবাগকে পরিচালনা করেন।[5] ২০১৪ এর জুলাই মাসে তিনি দ্বিতীয় আজারবাইজানি ব্যবস্থাপকে পরিণত হন যারা ইউরোপীয় কাপের গ্রুপ স্টেজ পর্যন্ত যেতে পেরেছিল। ২০১৩-১৫ ইউএফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়ে টুয়েন্ট কে হারিয়ে দেওয়ার পর ক্বারাবাগ দ্বিতীয় আজারবাইজানি দলে পরিণত হয় যারা ইউরোপীয় প্রতিযোগীতায় উন্নতি করতে পেরেছিল। [6]
২০১৭ সালে এফকে ক্বারাবাগ গুরবান গুরবানভ এর নেতৃত্বে প্রথমবারের মতো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়।
২০১৭ সালের ৩রা নভেম্ব্র, গুরানভ আজারবাইজান জাতীয় ফুটবল দলের ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত হন। [7]
#[8] | Date | Venue | Opponent | Score | Result | Competition |
---|---|---|---|---|---|---|
1. | 27 February 1996 | Larnaca | Faroe Islands | 3–0 | 3–0 | Friendly |
2. | 27 May 1996 | Molodechno | Belarus | 1–1 | 2–2 | Friendly |
3. | 22 March 1997 | Baku | Turkmenistan | 3–0 | 3–0 | Friendly |
4. | 14 October 1998 | Vaduz | Liechtenstein | 2–1 | 2–1 | UEFA Euro 2000 qualifying |
5. | 6 March 1999 | Larnaca | Estonia | 1–0 | 2–2 | Friendly |
6. | 5 June 1999 | Baku | Liechtenstein | 1–0 | 4–0 | UEFA Euro 2000 qualifying |
7. | 12 February 2003 | Podgorica | Serbia and Montenegro | 2–1 | 2–2 | UEFA Euro 2004 qualifying |
8. | 12 February 2003 | Podgorica | Serbia and Montenegro | 2–2 | 2–2 | UEFA Euro 2004 qualifying |
9. | 11 June 2003 | Baku | Serbia and Montenegro | 1–1 | 2–1 | UEFA Euro 2004 qualifying |
10. | 6 June 2004 | Riga | Latvia | 1–2 | 2–2 | Friendly |
11. | 31 March 2004 | Chisinau | Moldova | 1–1 | 2–1 | Friendly |
12. | 28 May 2004 | Baku | Uzbekistan | 1–0 | 3–1 | Friendly |
Team | From | To | Record | |||||
---|---|---|---|---|---|---|---|---|
M | W | D | L | Win % | Ref. | |||
Neftchi Baku | June 2006 | July 2007 | ৩৮ | ২৫ | ৬ | ৭ | ৬৫.৭৯ | [9] |
Qarabağ | August 2008 | Present | ২৮০ | ১৪৩ | ৮৩ | ৫৪ | ৫১.০৭ | |
Total | ৩১৮ | ১৬৮ | ৮৯ | ৬১ | ৫২.৮৩ | — |
২০১২ সালে, পুরষদের নারীর প্রতি সহিংসতার বন্ধের জন্য প্রচারণা চালায়। [10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.