খড়্গপুর জংশন রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

খড়্গপুর জংশন রেলওয়ে স্টেশনmap

খড়গপুর রেলওয়ে স্টেশন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা একটি রেলওয়ে স্টেশন।

দ্রুত তথ্য খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনখড়গপুর জংশন, অবস্থান ...
খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন
খড়গপুর জংশন
ভারতীয় রেল
অবস্থানখড়গপুর - ৭২১৩০১, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২.৩৩৯৯° উত্তর ৮৭.৩২৪৯° পূর্ব / 22.3399; 87.3249
উচ্চতা২৯ মি (৯৫ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতদক্ষিণ পূর্ব রেল
লাইনহাওড়া–নাগপুর–মুম্বই লাইন
হাওড়া-চেন্নাই প্রধান লাইন
হাওড়া–খড়গপুর লাইন
আসানসোল-টাটানগর-খড়গপুর লাইন
খড়গপুর–পুরী লাইন
খড়গপুর–বাঁকুড়া–আদ্রা রেলপথ
প্ল্যাটফর্ম১২
রেলপথ২৪
নির্মাণ
গঠনের ধরনভূমিগত
পার্কিংহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডকেজিপি
অঞ্চল দক্ষিণ পূর্ব রেল
বিভাগ খড়গপুর
ইতিহাস
চালু১৮৯৮-৯৯
বৈদ্যুতীকরণহ্যাঁ
আগের নামবেঙ্গল নাগপুর রেলওয়ে
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
দক্ষিণ পূর্ব রেল
হিজলী
দক্ষিণ পূর্ব রেল
নিমপুরা
শেষ স্টেশনদক্ষিণ পূর্ব রেল
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
দক্ষিণ পূর্ব লাইন
অভিমুখে হাওড়া জংশন
অবস্থান
মানচিত্র
বন্ধ
খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন

ইতিহাস

খড়্গপুর জংশন প্রতিষ্ঠা করা হয়েছিল ১৮৯৮-৯৯ সালে, ১৮৯৯ সালে নববর্ষের দিন বেঙ্গল নাগপুর রেলপথের খড়গপুর-কটক লাইনের ঊদঘাটন হয়। অন্যদিকে, ১৯ এপ্রিল ১৯০০ তারিখে কোলাঘাটের রূপনরয়নের নদীর উপর সেতুটি খোলার সাথে সাথে হাওড়াকে খড়গপুরের সাথে সংযুক্ত করা হয়েছিল। একই বছরে খড়গপুর ও সিনাই সঙ্গে যুক্ত ছিল। লাইন ১৮৯৮-৯৯ সালে প্রস্তুত ছিল খড়গপুর-মেদিনীপুর শাখা লাইন খোলা হয় ১৯০১ সালে।

প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

গোরক্ষপুর এবং কেরালায় কোল্লাম জংশনের, পরে খড়গপুরের দৈর্ঘ্য ১০৭২.৫ মিটার (৩,৫১৯ ফুট) এর সাথে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম।[1][2][3] গোরক্ষপুর রেলওয়ে স্টেশনের রি-মডেলিং সম্পন্ন হয় এবং ৬ অক্টোবর ২০১৩ তারিখে নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। এরপ পূর্ববর্তী সময় পর্যন্ত খড়গপুর বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্মের স্বীকৃতি পেয়েছে।[4]

খড়গপুর জংশনের ১ এবং ৩, এবং ২ এবং ৪ নম্বর প্লাটফর্ম পরস্পর সংলগ্ন। ২৪ কোচ করমন্ডল এক্সপ্রেস খড়গপুর জংশনে ৩ নম্বর প্লাটফর্মে থামলে তার লেজ ১ নম্বর প্ল্যাটফর্মের সম দূরত্ব পর্যন্ত প্রসারিত থাকে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.