ক্রোমপেট
ভারতের একটি গ্রাম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের একটি গ্রাম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্রোমপেট দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি লোকবসতি৷ চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত৷ এটি গ্র্যাণ্ড সাউথ ট্রাঙ্ক রোডের উভয় দিকে তিরুমুড়িবক্কম ও তাম্বরমের নিকটে ও পল্লাবরমের পার্শ্ববর্তী৷ ২০০ ফুট চওড়া রাস্তা ক্রোমপেটের সাথে তুরাইবক্কমকে যুক্ত করেছে৷ ক্রোমপেট আউটার রিং রোড থেকে ৬ কিলোমিটার ও চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ও ত্রিশূলম থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত৷ এখানেই রয়েছে বিখ্যাত মাদ্রাজ প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও লৌহমানব শ্রী ডঃ এ. পি. জে. আবদুল কালাম ও তামিল লেখক সুজাতা রঙ্গরাজন উচ্চ শিক্ষা লাভ করেছিলেন৷ নিকটবর্তী রেলওয়ে স্টেশনটি হলো চেন্নাই শহরতলি রেলওয়ে সংযোগের অন্তর্গত ক্রোমপেট রেলওয়ে স্টেশন৷
ক্রোমপেট குரோம்பேட்டை | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১২.৯৫১৬১° উত্তর ৮০.১৪০৯৭° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
মহানগর | চেন্নাই |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৪৪ |
যানবাহন নিবন্ধন | ক্রোমপেট:TN-11 (টিএন-১১), তিরুমুড়িবক্কম:TN-85 (টিএন-৮৫) |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | পল্লাবরম পৌরসভা |
ওয়েবসাইট | www |
ক্রোমপেট পুরোপুরিভাবে তামিল শব্দ নয়৷ এখানে পূর্বে ক্রোম লেদারসের দপ্তর ছিলো,[1] পরে এই ক্রোম লেদারস থেকেই এই অঞ্চলের নাম এসেছে ক্রোমপেট৷ তবে তামিল শব্দ পেট বা পেট্টাইয়ের অর্থ উপনগরী৷ বর্তমানে কারখানাটি সম্পূর্ণরূপে বন্ধ, সেই স্থানে বালাজি হাসপাতাল নির্মাণ করা হয়েছে৷
ক্রোমপেটের উত্তর দিকে পল্লাবরম, পূর্ব দিকে নান্মঙ্গলম ও নান্মঙ্গলম সংরক্ষিত বনাঞ্চল, দক্ষিণ দিকে সিদ্ধলবক্কম, দক্ষিণ পশ্চিম দিকে তাম্বরম, পশ্চিম দিকে পল্লাবরম হ্রদ, উত্তর-পশ্চিম দিকে তিরুমুড়িবক্কম ও তিরুনীরমালাই অবস্থিত।
পল্লাবরম ও ক্রোমপেটকে একসাথে "পল্লবপুরম" বলে অভিহিত করা হয়ে থাকে৷[2] এটি মূলত তোণ্ডাইমণ্ডলমের অংশ, খ্রিস্টীয় প্রথম থেকে দ্বিতীয় শতকের মধ্যে এখানে শাসন করা তোণ্ডাইমানরা চোল রাজাদের সাথে সন্ধিবদ্ধ হন৷ এরপর সাতবাহন রাজারা এই অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করেন৷ খ্রিস্টীয় তৃতীয় থেকে সপ্তম শতাব্দীর মধ্যে পল্লবদের শাসন কালে চেন্নাই ও চিঙ্গলপৎ তোণ্ডাইনাড়ুর অংশীভূত হয়৷ ৬০০-৬৩০ খ্রিস্টাব্দের পল্লব রাজাদের পুরাতন একটি শিলালেখ পল্লবপুরমের একটি গুহামন্দির থেকে আবিষ্কৃত হয়েছে, যা ছিলো রাজা প্রথম মহেন্দ্রবর্মণের সময়কালীন৷ তার পুত্র প্রথম নরসিংহবর্মণ চালুক্য রাজা পুরকেশীর বিরুদ্ধে যুদ্ধ করেন ও বর্তমান ক্রোমপেটের ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমৈ অবস্থিত মণিমঙ্গলমে তাকে পরাভূত করেন৷
খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতাব্দীর সময়ে চোল রাজাদের শাসন কালে ক্রোমপেট ছিলো চূড়দুরনাড়ুর অংশ৷ এই নামটি এসেছে পল্লাবরমের নিকট অবস্থিত ত্রিচূড়ম তথা বর্তমান ত্রিশূলমের নাম থেকে৷ চূড়দুরনাড়ু অঞ্চল ছিলো দক্ষিণে তাম্বরম থেকে উত্তরে আদমবক্কম ও আলান্দুর পর্যন্ত৷ পাম্মল, পল্লাবরম ও তিরুনীরমালাই এই অঞ্চলের অংশীভূত ছিলো৷[3]
খ্রিস্টীয় দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে যথাক্রমে পাণ্ড্য, তেলুগু চোল ও বিজয়নগর সাম্রাজ্যের শাসকের রাজারা রাজত্ব করেন৷
অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ শাসনকালে এখানে চর্ম শিল্পের প্রসার ঘটে৷ ইউরোপীয় ব্যবসায়ী আলেকজান্ডার চেম্বারস ১৯১২ খ্রিস্টাব্দে এখানে ক্রোম লেদার কোম্পানি প্রতিষ্ঠা করেন৷ পরে তার স্ত্রী ইডা চেম্বারস এই কোম্পানির কার্যনির্বাহী হন৷
স্বাধীনতা লাভের পর ১৯৪৯ খ্রিস্টাব্দে ক্রোমপেটের ২০ একরের অধিক জমির ওপর মাদ্রাজ প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (এমআইটি) প্রতিষ্ঠা করা হয়৷ ষাটের দশকে আবাস ও অর্থনৈতিক উন্নতি ঘটা শুরু হয়৷ এমআইটি প্রতিষ্ঠা হওয়ার পূর্বে এই অঞ্চলের নাম ছিলো কুলশেখরপুরম৷
ক্রোমপেট চেন্নাই গণ পরিবহনের অন্যতম অংশ৷ বাস ও ট্রেন উভয় পরিষেবার মাধ্যমে এটি চেন্নাই ও অন্যান্য শহর ও জেলার সাথে যুক্ত৷
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লোকালয়৷ পল্লাবরম – পেরুঙ্গুড়ি বাইপাস রোড ক্রোমপেটের সাথে আদমবক্কম, নঙ্গানলুর, মেটবক্কম ও বেলাচেরিকে সংযুক্ত করেছে৷ সিদ্ধলবক্কম মূল সড়ক যুক্ত করেছে তাম্বরম ও সেলাইয়ুরের সাথে৷
গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড ক্রোমপেটের সাথে চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলবর্তী বহু শহরকে যুক্ত করেছে৷
ক্রোমপেট রেলওয়ে স্টেশনের বাইরের দিকে অবস্থিত হস্তিনাপুরম বাস স্ট্যান্ড থেকে তাম্বরম, গুড়ুবাঞ্চেরি, ত্যাগরায়নগর, মাদ্রাজ উচ্চ আদালত, চেঙ্গলপট্টু, আবাড়ি, পল্লাবরম, বেলাচেরি, বণ্ডলুর প্রভৃতি স্থানে যাওয়ার বাস সহজলভ্য৷
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.