ক্যান্ডেলেরিয়ার ব্যাসিলিকা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
খ্রিস্টীয় উৎসববিশেষ মধ্যে রাজপ্রাসাদ (স্পেনীয়: Basílica y Real Santuario Mariano de Nuestra Señora de la Candelaria বা Basílica de la Candelaria) হল একটি রোমান ক্যাথলিক ছোট রাজপ্রাসাদ যা কানারি দ্বীপপুঞ্জের প্রথম মারিয়ান ব্যাসিলিকা বা মঠ।[1] এটি তেনেরিফে দ্বীপপুঞ্জের (ক্যানারি দ্বীপপুঞ্জ, স্পেন) ক্যান্ডেলেরিয়ার শহর এবং পৌরসভাতে অবস্থিত। এটি রাজধানী সান্টা ক্রুজ দে তেনেরিফে দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণে অবস্থিত।
ক্যান্ডেলেরিয়ার ব্যাসিলিকা | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | রোমান ক্যাথলিক |
জেলা | Diocese of San Cristóbal de La Laguna |
প্রদেশ | Archdiocese of Seville |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | Minor basilica, Royal Marian shrine and conventual church |
পবিত্রীকৃত বছর | ১৯৫৯ |
অবস্থান | |
অবস্থান | ক্যান্ডেলেরিয়া, তেনেরিফে, স্পেন |
স্থানাঙ্ক | ২৮°২১′০৫″ উত্তর ১৬°২২′১১″ পশ্চিম |
স্থাপত্য | |
স্থপতি | জোসে এনরিক মাররেরো রেগালাদো |
স্থাপত্য শৈলী | Neoclassicism |
ভূমি খনন | ১৯৪৯ |
সম্পূর্ণ হয় | ১৯৫৯ |
বিনির্দেশ | |
সম্মুখভাগের দিক | পশ্চিম |
ধারণক্ষমতা | ৫০০০ |
রাজপ্রাসাদ বা ব্যাসিলিকাটি ক্যানডেলারিয়ার ভার্জিনকে (ক্যানারি দ্বীপপুঞ্জের রক্ষাকর্তা) উৎসর্গীকৃত করা হয়েছে।[2] ক্যানারি দ্বীপপুঞ্জের সরকার ক্যানডেলারিয়ার রাজপ্রাসাদকে সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে শ্রেণীভূক্ত করা হয়েছে। রাজপ্রাসাদটিকে জোসে এনরিক মাররেরো রেগালাদো স্থপতি দ্বারা পরিকল্পনা করা হয়েছিল।
রাজপ্রাসাদটি স্পেনের বৃহত্তম ব্যাসিলিকার অন্যতম এবং প্রায় ২.৫ মিলিয়ন প্রতি বছর একে পরিদর্শন করেন।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.