কোলহান বিভাগ হল ঝাড়খণ্ড রাজ্যের পাঁচটি বিভাগের মধ্যে একটি বিভাগ।এই বিভাগ মোট তিনটি জেলা নিয়ে গঠিত।এই জেলা তিনটি হল পূর্ব সিংভূম জেলা, পশ্চিম সিংভূম জেলা ও সরাইকেলা জেলা।এই বিভাগের সদর দপ্তর পশ্চিম সিংভূম জেলার চাইবাসা শহরে অবস্থিত।এই বিভাগটি পূর্বে দক্ষিণ ছোটোনাগপুর বিভাগের অন্তর্গত ছিল। [1][2][3]

Thumb
মানচিত্রে হলুদ রঙে কোলহান বিভাগ

বিভাগের জেলা গুলি

২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই বিভাগটি তিনটি জেলা নিয়ে গঠিত। এগুলি হলো: পূর্বপশ্চিম সিংভূম এবং সরাইকেল্লা খরসোয়া জেলা

আরও তথ্য জেলা, আয়তন (বর্গ কিমি) ...
জেলা আয়তন (বর্গ কিমি) সদর জনসংখ্যা (২০১১)
পূর্ব সিংভূম জেলা৩,৫৬২জামশেদপুর২২,৯৩,৯১৯
পশ্চিম সিংভূম জেলা৭,২২৪চাইবাসা১৫,০২,৩৩৮
সরাইকেল্লা খরসোয়া জেলা২,৬৫৭সরাইকেল্লা১০,৬৫,০৫৬
বন্ধ

কোলহান বিভাগটি ১৩,৪৪৩ বর্গকিমি ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং মোট জনসংখ্যা ৪৮,৬১,৩১৩ জন৷ বিভাগে সর্বাধিক ক্ষেত্রফল বিশিষ্ট জেলা পশ্চিম সিংভূম ও সর্বাধিক জনবহুল জেলা পূর্ব সিংভূম৷

আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:

আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ[4]

জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:

২০১১ খ্রিস্টাব্দের জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ[4]

ভাষা

২০১১ অনুসারে কোলহান বিভাগের ভাষা

  বাংলা (২৬.৫৮%)
  হো (২০.৩৩%)
  হিন্দী (১৭.৪০%)
  সাওঁতালি (১২.০৩%)
  ওড়িয়া (১০.৪১%)
  মুণ্ডারি (৫.২৪%)
  উর্দু (৪.৬৯%)
  অন্যান্য (৩.৩২%)

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.