ইস্টম্যান কোডাক কোম্পানি(ইংরেজি: Eastman Kodak Company) সাধারণভাবে কোডাক নামে পরিচিত। রোচেস্টার, নিউইর্য়কে অবস্থিত এই কোম্পানি চিত্রগ্রাহক যন্ত্র ও উপকরণ নির্মাণের জন্য বিখ্যাত। ১৮৮৯ সালে জর্জ ইস্টম্যান এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। বিখ্যাত এই কোম্পানি ফটোগ্রাফিক ফিল্ম নির্মাণের জন্য প্রখ্যাত।

দ্রুত তথ্য ধরন, শেয়ারবাজার প্রতীক ...
ইস্টম্যান কোডাক কোম্পানি (Eastman Kodak Company)
ধরনপাবলিক
টেমপ্লেট:Pinksheets
আইএসআইএনUS2774614067
শিল্পDigital imaging
Photography
প্রতিষ্ঠাকাল১৮৮৯[1]
প্রতিষ্ঠাতাজর্জ ইস্টম্যান
সদরদপ্তররোচেস্টার, নিউ ইর্য়ক, মার্কিন যুক্তরাষ্ট্র
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপি
প্রধান ব্যক্তি
Antonio M. Perez
(Chairman and CEO)
Philip J. Faraci
(President and COO)
পণ্যসমূহDigital cameras
Digital photo frames
Digital video cameras
Imaging systems and sensors
Photographic film
Photographic paper
Photo hosting services
Printers
Scanners
আয়হ্রাস US$ 7.187 billion (2010)[2]
সুদ ও করপূর্ব আয়
হ্রাস US$ -561 million (2010)[2]
নীট আয়
হ্রাস US$ -687 million (2010)[2]
মোট সম্পদহ্রাস US$ 6.239 billion (2010)[2]
মোট ইকুইটিহ্রাস US$ -1.075 billion (2010)[2]
কর্মীসংখ্যা
১৮,৮০০ (২০১২)[2]
ওয়েবসাইটকোডাক.কম
বন্ধ
Thumb

১৮৮০ সালে জর্জ ইস্টম্যান একটি স্পুলের চারপাশে একটি ফিল্ম জড়িয়ে প্রথম পরীক্ষা চালান৷ ১৮৯২ সালে নিউ ইয়র্কের রচেস্টারের বাজারে তিনি নিয়ে আসেন ইস্টম্যান কোডাক ফিল্ম৷ এই ফিল্ম বিক্রির জন্য কোম্পানি খুব কম মূল্যে বাজারে ছাড়ে বিশেষ ধরনের ক্যামেরা নাম 'কোডাক ব্রাউনি'৷ [3]

নামকরণ

জর্জ ইস্টম্যানের মাতা কোডাক শব্দটি উদ্ভাবন করেন।

বিজ্ঞাপন

কোডাকের বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে অন্যতম হল ,‘আপনি শুধু শাটার টিপুন, বাকি কাজ আমাদের!'৷ বিজ্ঞাপনের এই বার্তা লুফে নিয়েছিল গোটা বিশ্বের কোটি কোটি মানুষ৷

মাধ্যম

ফিল্ম এবং ক্যামেরার পাশাপাশি, প্রজেক্টর, হোম ভিডিও এবং আট মিলিমিটার মুভি প্রজেক্টর তৈরিও শুরু হয়৷ এরপর বাজারে আসে আরেক ধরনের বিজ্ঞাপন ‘কোডাক মোমেন্ট'৷ আনন্দঘন প্রতিটি মুহূর্তের নাম হয়ে যায় কোডাক মুহূর্ত৷

Thumb
কোডাক এড.[4]

স্মরণীয় ঘটনা

১৯৮০'র দশকে সাফল্যের একেবারে তুঙ্গ মূহূর্তে কোডাকের কর্মীসংখ্যা ছিল প্রায় দেড় লাখের মত৷ ১৯৬০-এর দশকে মার্কিন মহাকাশ সংস্থা নাসার চন্দ্র প্রদক্ষিণকারী যানগুলো কোডাক ফিল্মেই ধরে আনে চন্দ্রপৃষ্ঠের প্রথম কিছু ছবি৷ চাঁদে হেঁটেছিলেন প্রথম যে-নভোচারীরা, তারা জুতোর বাক্স সাইজের কোডাক ক্যামেরা দিয়ে তুলেছিলেন তাদের ঐতিহাসিক মহাকাশযাত্রার বিরল ছবি৷

সম্মাননা

শুধু তাই নয়, হলিউডের অসংখ্য ছবি নির্মাণেও কোডাকের ভূমিকা ছিল অনস্বীকার্য৷ ‘বেস্ট পিকচার্স'-এর তালিকায় ৯টি অস্কার জিতেছে কোডাক৷ সবই ছিল বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক উদ্ভাবনার স্বীকৃতি৷

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.