Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কে-৪৪ যুক্তরাষ্ট্রের ক্যান্সাসে অবস্থিত একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটির শুরু হয়েছে অ্যান্থনির কে-২ থেকে। এরপর দক্ষিণ মধ্য কাউন্টির সাম্নার এলাকা হয়ে উত্তরের ক্যাডওয়েল কে-৪৯ এ গিয়ে শেষ হয়। রাস্তাটি ২৪.৬৭৪ মাইল (৩৯.৭০৯ কি.মি.) লম্বা। ১৯৩২ সালে রাস্তাটির নামকরণ করা হয়, অদ্যাবধি রাস্তাটির তেমন কোন পরিবর্তন সাধিত হয়নি।
পথের তথ্য | ||||
---|---|---|---|---|
কেডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ২৪.৬৭৪ মা[1] (৩৯.৭০৯ কিমি) | |||
অস্তিত্বকাল | আনু. ১৯৩২–বর্তমান | |||
প্রধান সংযোগস্থল | ||||
পশ্চিম প্রান্ত: | K-২ কে-২, অ্যান্থনি | |||
পূর্ব প্রান্ত: | K-৪৯ কে-৪৯, উত্তর ক্যাডওয়েল | |||
অবস্থান | ||||
কাউন্টিসমূহ | হার্পার , সাম্নার | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
|
কে-৪৪ হার্পার এবং অ্যান্থনি কাউন্টির কে-২ থেকে আরম্ভ হয়েছে। রাস্তাটিকে স্থানীয়ভাবে মেইন স্ট্রিটও বলা হয়। পশ্চিম প্রান্তবিন্দুতে রাস্তাটি একটি দুই-লেনের রাস্তা হিসেবে পূর্বে চলতে শুরু করে। তারপর কে-১৭৯ এর উত্তর প্রান্তবিন্দু দিয়ে রাস্তাটি অ্যান্থনি কাউন্টি ত্যাগ করে ০.৫ মাইল পূর্বে হার্পার কাউন্টিতে প্রবেশ করে। তার আগে কে-৪৪, ১৩ মাইলের আগের সাম্নার কাউন্টি পেরিয়ে যায়। রাস্তাটি উত্তর ক্যাডওয়েলে চিক্সাসকিয়া নদী অতিক্রম করে। নদীটি অতিক্রম করে এটি আস্তে আস্তে দক্ষিণ-পূর্ব দিকে মোড় নিয়ে কে-৪৯ এ গিয়ে শেষ হয়।[1][2][3] কে-৪৪ মুলত ক্যান্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান (কেডিওটি) দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। কেডিওটির পরিসংখ্যান মতে কে-৪৪ দিয়ে দৈনিক সর্বোচ্চ ৭২৯ থেকে সর্বনিম্ন ৩১৩ টি যানবাহন চলাচল করে।[1]
১৯৩২ সালের ম্যাপেই কে-৪৪ এর অস্তিত্বের কথা জানা যায়। তখন থেকেই এর নামকরণ এর সময়কাল বিবেচনা করা হয়। যদিও তখন রাস্তাটি কাঁচা সড়ক হিসেবেই বিদ্যমান ছিল।[4] ১৯৪৮ থেকে ১৯৫০ সালের দিকে রাস্তাটিকে পাঁকা করা হয়[5][6] এবং তখন থেকে কে-৪৪ কে খুব একটা পরিবর্তনের মধ্যদিয়ে যেতে হয়নি।[7]
কাউণ্টি | অবস্থান | মাইল[1] | কিঃমিঃ | গন্তব্য | টীকা |
---|---|---|---|---|---|
হার্পার | অ্যান্থনি | ০.০০০ | ০.০০০ | কে-২ K-২ | পশ্চিম প্রান্তবিন্দু |
০.৫০৫ | ০.৮১৩ | কে-১৭৯ K-১৭৯ | কে-১৭৯ এর উত্তর প্রান্তবিন্দু | ||
সাম্নার | | ২৪.৬৭৪ | ৩৯.৭০৯ | কে-৪৯ K-৪৯ | পূর্ব প্রান্তবিন্দু |
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.