Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেদিউ হল জুনাগড় জেলাসহ পশ্চিম গুজরাটের গ্রামীণ উপকূলীয় অংশে পুরুষদের দ্বারা পরিধান করা একটি বিশেষ পোশাক। [১] কেদিউ হল একটি লম্বা হাতাসহ উপরের পোশাক, যা বুকের দিকে ভাঁজ করা, এবং তা কোমর পর্যন্ত পৌঁছায়। [২] [৩] কেদিউর প্রিন্টের মধ্যে রয়েছে বাঁধানি ডিজাইন যা গুজরাট এবং রাজস্থানের স্থানীয়। [৪] কেদিউ প্রায়শই চর্নো দিয়ে পরা হয়, যাকে কাফনিও বলা হয়, যা প্যান্টালুনগুলোকে বোঝায় যেগুলো চওড়া এবং গোড়ালিতে ঢিলেঢালাভাবে বাঁধা থাকে এবং এটি ইরাকে পরা শৈলীগুলোর উপর ভিত্তি করে যা ৭ ম শতাব্দীতে উপকূলীয় অঞ্চলে ব্যবসায়ীদের দ্বারা প্রবর্তিত হয়েছিল [৫] । [৬] চর্নো/সুরওয়াল জামার সাথেও পরা যেতে পারে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.