কুলতলি বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কুলতলি বিধানসভা কেন্দ্রmap

কুলতলি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতি এর জন্য সংরক্ষিত ছিল।

দ্রুত তথ্য কুলতলি, দেশ ...
কুলতলি
বিধানসভা কেন্দ্র
Thumb
কুলতলি
কুলতলি
Thumb
কুলতলি
কুলতলি
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২১°৫৪′ উত্তর ৮৮°২৪′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১২৯
আসনতফসিলি জাতি এর জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র১৯.জয়নগর (এসসি)
নির্বাচনী বছর১৮৭,৯৩০ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১২৯ নং কুলতলি (এসসি) বিধানসভা কেন্দ্রটি কুলতলি সমষ্টি উন্নয়ন ব্লক ও বৈশাটা, চুপরিঝাড়া, মনিরহাট, নলগোরা গ্রাম পঞ্চায়েত জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]

কুলতলি বিধানসভা কেন্দ্রটি ১৯ নং জয়নগর (এসসি) লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৬৭কুলতলিপ্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[2]
১৯৬৯প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [3]
১৯৭১প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [4]
১৯৭২অরবিন্দ নস্করভারতীয় জাতীয় কংগ্রেস[5]
১৯৭৭প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [6]
১৯৮২প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [7]
১৯৮৭প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [8]
১৯৯১প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [9]
১৯৯৬প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [10]
২০০১প্রবোধ পুরকাইতসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) [11]
২০০৬জয়কৃষ্ণ হালদারসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[12]
২০১১রামশঙ্কর হালদারভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [13]
২০১৬রামশঙ্কর হালদারভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
বন্ধ

নির্বাচনী ফলাফল

২০১৬

সিপিআই (এম) এর রামশঙ্কর হালদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের গোপাল মাঝিকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: কুলতলি (এসসি) কেন্দ্র[13][14]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) রামশঙ্কর হালদার ৭৩,৯১৯ ৩৭.৭০
তৃণমূল গোপাল মাঝি ৬২,২১২ ৩১.৭০
এসইউসিআই(সি) জয় কৃষ্ণ হালদার ৪৮,০৫৮ ২৪.৫০
বিজেপি বিক্রম নস্কর ১০,৩৭৬ ৫.৩০
নির্দল তপন বৈরাগী ৬৯১ ০.৪০
লোক জন শক্তি পার্টি পল্লবী দাস ৫৩৫ ০.৩০
বিএমপি ভূতনাথ সরদার ৫০৩ ০.৩০
ভোটার উপস্থিতি ১,৯৬,৩০৭ ৮৬.৩
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং
বন্ধ

২০১১

সিপিআই (এম) এর রামশঙ্কর হালদার জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসইউসিআই (সি) এর জয় কৃষ্ণ হালদারকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: কুলতলি (এসসি) কেন্দ্র[13][14]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) রামশঙ্কর হালদার ৮১,২৯৭ ৪৮.৬০ +১.৩১
এসইউসিআই(সি) জয় কৃষ্ণ হালদার ৭৬,৪৮৪ ৪৫.৭৩ -২.১৩
কংগ্রেস সুজিত পতদ্বারী ৩,২৭৭
নির্দল সঞ্জয় মণ্ডল ২,১৭৭
বিজেপি নীলকান্ত মণ্ডল ২,১৫৯
বিএসপি খুসিলাল হালদার ৯৪৮
নির্দল শক্তিনাথ হালদার ৯২২
ভোটার উপস্থিতি ১,৬৭,২৬৪ ৮৯
এসইউসিআই(সি) থেকে সিপিআই(এম) অর্জন করেছে সুইং ৩.৪৪
বন্ধ

২০০৬

এসইউসিআই (সি) এর জয় কৃষ্ণ হালদার জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রামশঙ্কর হালদারকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০৬: কুলতলি (এসসি) কেন্দ্র [13][14]
দল প্রার্থী ভোট % ±%
এসইউসিআই(সি) জয় কৃষ্ণ হালদার ৬৭,৬৬৪ ৪৭.৯০
সিপিআই(এম) রামশঙ্কর হালদার ৬৬,৮৬০ ৪৭.৩০
কংগ্রেস অরবিন্দ নস্কর ৩,৬৪২
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জগন্নাথ গায়েন ৩,২০৬
সংখ্যাগরিষ্ঠতা ৮০৪ (০.৬%)
ভোটার উপস্থিতি ১,৪১,৪০৩ (৮৬.৪%)
এসইউসিআই(সি) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং ৩.৪৪
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬ সালের নির্বাচনে,[12] এসইউসি এর জয়কৃষ্ণ হালদার কুলতলি (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রামশঙ্কর হালদারকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। এসইউসি এর প্রবোধ পুরকাইত ১৯৭৭ থেকে ২০০১ সাল পর্যন্ত কুলতলি (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, ২০০১[11] এবং ১৯৯৬ সালে[10] সিপিআই (এম) এর রামশঙ্কর হালদারকে পরাজিত করেন, ১৯৯১ সালে সিপিআই (এম) এর রমণী রঞ্জন দাসকে,[9] ১৯৮৭[8] এবং ১৯৮২ সালে[7] কংগ্রেসের অরবিন্দ নস্করকে এবং ১৯৭৭ সালে জনতা পার্টির আনন্দী তান্তিকে পরাজিত করেন।[6][15]

১৯৬৭-১৯৭২

১৯৭২ সালে কংগ্রেসের অরবিন্দ নস্কর জয়ী হন।v ১৯৭১,[4] ১৯৬৯[3] এবং ১৯৬৭ সালে[2] এসইউসি প্রবোধ পুরকাইত জয়ী হন, (১৯৬৭ সালে তিনি নির্বাচন কমিশনের রেকর্ডগুলিতে নির্দল হিসাবে দেখানো হয়েছিল)। এর আগে কুলতলি কেন্দ্রটি বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.