Loading AI tools
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি চলচ্চিত্র স্টুডিও উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কিস্টোন স্টুডিওজ (ইংরেজি: Keystone Studios) ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র স্টুডিও। এটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এডেনডেল অবস্থিত ছিল, যা বর্তমানে ইকো পার্কের অংশ। ১৯১২ সালে ৪ জুলাই ম্যাক সিনেট (১৮৮০-১৯৬০) কিস্টোন পিকচার্স স্টুডিও নামে এই স্টুডিও প্রতিষ্ঠা করেন। অভিনেতা ও লেখক অ্যাডাম কেসেল (১৮৬৬-১৯৪৬),[1] চার্লস ও. বোমান (১৮৭৪-১৯৩১) এবং ১৯০৯ সালে প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক মোশন পিকচার্স কোম্পানির মালিকগণ[2][3] সিনেটকে সহায়তা করেন। কোম্পানিটি কয়েক বছর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের গ্লেনডেল ও সিলভার লেকের পাশে চিত্র ধারণ করে এবং ১৯১২ থেকে ১৯১৫ সালে তাদের চলচ্চিত্রগুলো পরিবেশনা করত মিউচুয়াল ফিল্ম কর্পোরেশন।[4]
শিল্প | চলচ্চিত্র স্টুডিও |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯১২ ("কিস্টোন পিকচার্স স্টুডিওজ" নামে) |
বিলুপ্তিকাল | ১৯৩৫ |
সদরদপ্তর | এডেনডেল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
প্রধান ব্যক্তি | ম্যাক সিনেট |
মূল প্রধান দালানটি এখনো রয়ে গেলেও এটি চলচ্চিত্রের ইতিহাসের সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া প্রথম চলচ্চিত্র মঞ্চ ও স্টুডিও। এটি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের ইকো পার্কে ১৭১২ গ্লেনডেল বুলেভার্ডে অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.