Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কমর জাভেদ বাজওয়া (গুরুমুখী: قمر جاوید باجوا : قمر جاوید باجوا ; উর্দু: قمر جاوید باجوہ : قمر جاوید باجوہ ; জন্ম ১১ নভেম্বর ১৯৬০) একজন পাকিস্তানি জেনারেল এবং ২৯ নভেম্বর ২০১৬ সাল থেকে পাকিস্তান সেনাবাহিনীর দশম এবং সাবেক সেনাপ্রধান । বাজওয়া ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
জেনারেল কামার জাভেদ বাজওয়া NI(M) HI(M) | |
---|---|
১০ম সেনাবাহিনী প্রধান (পাকিস্তান) | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৯ নভেম্বর ২০১৬ | |
পূর্বসূরী | জেনারেল রাহিল শরিফ |
উত্তরসূরী | আসিম মুনির (জেনারেল) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [1] করাচী, জাতীয় রাজধানী অঞ্চল, পাকিস্তান | ১১ নভেম্বর ১৯৬০
পিতামাতা | মুহাম্মদ ইকবাল বাজওয়া |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | পাকিস্তান |
শাখা | পাকিস্তান সেনাবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৭৮- বর্তমান |
পদ | General |
ইউনিট | বালুচ রেজিমেন্ট |
কমান্ড | Chief of Army Staff (since November 2016)
|
যুদ্ধ |
|
পুরস্কার | Nishan-e-Imtiaz (Military) Hilal-i-Imtiaz (Military) GUSP Medal of Merit Turkish Legion of Merit Order of Military Merit Order of Bahrain Order of King Abdulaziz |
মূলত গাখর মান্ডি থেকে, জেনারেল বাজওয়া করাচিতে একটি পাঞ্জাবি জাট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাজওয়া ১৯৭৮ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদানের আগে রাওয়ালপিন্ডির এফজি স্যার সৈয়দ কলেজ এবং গর্ডন কলেজে শিক্ষিত হন। বাজওয়া ১৯৮৯ সালে বেলুচ রেজিমেন্টের ১৬ তম ব্যাটালিয়নে কমিশন লাভ করেন। সেনাপ্রধান হিসেবে নিয়োগের আগে, তিনি জেনারেল হেডকোয়ার্টার্সে সেপ্টেম্বর ২০১৫ থেকে নভেম্বর ২০১৬ পর্যন্ত প্রশিক্ষণ ও মূল্যায়নের মহাপরিদর্শক এবং আগস্ট ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ১০ কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা। এছাড়াও, তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে একজন ব্রিগেডিয়ার এবং ২০০৭ সালে ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.