উধমপুর জেলা হল ভারতের জম্মু ও কাশ্মীরের একটি জেলা। জেলা সদর হল উধমপুর শহর।

দ্রুত তথ্য উধমপুর জেলা, দেশ ...
উধমপুর জেলা
জম্মু ও কাশ্মীরের জেলা
Thumb
Thumb
জম্মু ও কাশ্মীরে উধমপুর জেলার অবস্থান
স্থানাঙ্ক (উধমপুর): ৩৩.৭২° উত্তর ৭৪.৮৩° পূর্ব / 33.72; 74.83[1]
দেশভারত
কেন্দ্রশাসিত অঞ্চলজম্মু ও কাশ্মীর
বিভাগজম্মু বিভাগ
সদরদপ্তরউধমপুর
তহসিল১. উধমপুর ২.চেনেনি ৩.বসন্তগড় ৪.রামনগর ৫.লাত্তি ৬.মৌনগরী ৭.পানচারী ৮.মাজাল্টা
আয়তন
  মোট২,৬৩৭ বর্গকিমি (১,০১৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৫,৫৪,৯৮৫
  জনঘনত্ব২১০/বর্গকিমি (৫৫০/বর্গমাইল)
  পৌর এলাকা১৯.৫০%
ভাষা
  সরকারিউর্দু, ইংরেজি
  কথিতউর্দু, কাশ্মীরি, গুজারি, পাহাড়ি, ডোগরী, ইংরেজি[2]
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনজেকে-১৪
প্রধান মহাসড়কএনএইচ ১এ
ওয়েবসাইটশোপিয়ান জেলা
বন্ধ

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুসারে উধমপুর জেলার জনসংখ্যা ৫,৫৪,৯৮৫ জন। জেলাটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২১০ জন। ২০০১-এর দশকে এর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২০.৭৮%। উধমপুরে লিঙ্গ অনুপাত রয়েছে প্রতি ১,০০০ পুরুষ প্রতি ৮৭০ জন মহিলা এবং এর সাক্ষরতার হার ৬৮.৫৯%।[3]

নগর/গ্রামীণ জনসংখ্যা

২০১১ সালের আদম শুমারির জন্য উধমপুর জেলার মোট জনসংখ্যার মধ্যে ১৯.৫০ শতাংশ জেলার নগর অঞ্চলে বাস করে।[3] মোট ১,০৮,২০৮ জন শহরাঞ্চলে বাস করেন, যার মধ্যে পুরুষ ৬৩,৮১০ জন এবং ৪৪,৩৯৮ জন মহিলা। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে উধমপুর জেলার নগর অঞ্চলে লিঙ্গ অনুপাত ৬৯৬। একইভাবে ২০১১ সালের আদমশুমারিতে উধমপুর জেলায় শিশু লিঙ্গের অনুপাত ছিল ৮২৯। শহুরে অঞ্চলে শিশুদের জনসংখ্যা (০ থেকে ৬ বছরের মধ্যে) ছিল ১১,০৩৯ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ১৬,০৩৭ এবং ৫,০০২ জন। উধমপুর জেলার এই শিশুসংখ্যার জনসংখ্যা মোট শহুরে জনসংখ্যার ৯.৪৬%। উধমপুর জেলায় গড় সাক্ষরতার হার ৮৭.৯৬% এবং পুরুষ ও মহিলাদের মধ্যে সাক্ষরতার হার যথাক্রমে ৯২.৫৬% এবং ৮১.২১%। প্রকৃত সংখ্যায় ৮৫,৪৭২ জন নগর অঞ্চলে সাক্ষর, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ৫৩,৪৭৭ জন এবং ৩১,৯৯৫ জন।[3]

২০১১ সালের আদম শুমারি অনুসারে উধমপুর জেলার ৮০.৫০% জনগোষ্ঠী গ্রামে বাস করে। উধমপুর জেলার গ্রামীণ অঞ্চলে মোট জনসংখ্যা ৪,৪৬,৭৭৭ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলার সংখ্যা যথাক্রমে ২,৩২,৯৭৪ এবং ২১৩,৮০৩ জন।[3] উধমপুর জেলার গ্রামীণ অঞ্চলে, লিঙ্গ অনুপাত ১০০০ পুরুষ প্রতি ৯১৮ জন মহিলা। যদি উধমপুর জেলার শিশু লিঙ্গের অনুপাতের ডেটা বিবেচনা করা হয়, তবে ১০০০ ছেলেদের প্রতি ৮৯৬ টি মেয়ে রয়েছে। ০-৬ বছর বয়সী শিশুদের জনসংখ্যা গ্রামাঞ্চলে ৭৩,২৯৩ জন, যার মধ্যে ছেলে ৩৮,৬৬৬ জন এবং মেয়ে ৩৪,৬২৭ জন।

সামরিক গুরুত্ব

এখানে ভারতীয় সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ নর্দার্ন কমান্ডের সদরদপ্তর অবস্থিত।

ধর্ম

মুসলিম প্রধান রাজ্যে উধমপুর জেলা হল একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা। ভারতের জনগণনা ২০১১ সালের হিসাবে জেলার মোট জনসংখ্যা ছিল ৫,৫৪,৯৮৫; হিন্দু ধর্মাবলম্বী ছিল ১.১৭%, মুসলমানরা ৯৮.৫২%, শিখ ০.০৭% এবং খ্রিস্টান ০.১৬%। জেলাতে ৪,৮৯,০৪৪ জন হিন্দু, ৫৯,৭৭১ জন মুসলিম, ৩,৪১৮ জন শিখ ও ১,৯৬২ জন খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন।[3]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.