Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Northern Mariana Islands national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি এবং ২০০৯ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহযোগী সদস্য হিসেবে রয়েছে।[3][4] ১৯৯৮ সালের ২৭শে জুলাই তারিখে, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পালাউয়ের কররে অনুষ্ঠিত উক্ত ম্যাচে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ পালাউ বি-কে ৮–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
ডাকনাম | নীল আয়ুয়ু | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | রিও ফুজিতা | ||
অধিনায়ক | জনাথন তাকানো | ||
সর্বাধিক ম্যাচ | নিকোলাস সোয়াইম (১৫) | ||
শীর্ষ গোলদাতা | জো ওয়াং মিলার (৪) | ||
মাঠ | অলেয়াই স্পোর্টস কমপ্লেক্স | ||
ফিফা কোড | NMI | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | নেই (২১ ডিসেম্বর ২০২৩)[1] | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৩৯ ১ (১২ জানুয়ারি ২০২৪)[2] | ||
সর্বোচ্চ | ২১৪ (আগস্ট ১৯৯৮) | ||
সর্বনিম্ন | ২৩৮ (সেপ্টেম্বর ২০১৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ৮–০ পালাউ বি (করর, পালাউ; ২৭ জুলাই ১৯৯৮) | |||
বৃহত্তম জয় | |||
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ২–১ মাকাও (দেদেদো, গুয়াম; ২৩ জুলাই ২০১৪) | |||
বৃহত্তম পরাজয় | |||
গুয়াম ৯–০ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (হাগাতনিয়া, গুয়াম; ১ এপ্রিল ২০০৭) ফিলিস্তিন ৯–০ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (কাঠমান্ডু, নেপাল; ৪ মার্চ ২০১৩) মঙ্গোলিয়া ৯–০ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (উলানবাটর, মঙ্গোলিয়া; ৪ সেপ্টেম্বর ২০১৮) |
২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট অলেয়াই স্পোর্টস কমপ্লেক্সে নীল আয়ুয়ু নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপানে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রিও ফুজিতা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তান হোল্ডিংসের রক্ষণভাগের খেলোয়াড় জনাথন তাকানো।
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
নিকোলাস সোয়াইম, জো ওয়াং মিলার, জনাথন তাকানো, ইয়োহান নোটসেল এবং মিখাহ গ্রিফিনের মতো খেলোয়াড়গণ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১৪তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৮। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২৩৭ | টোঙ্গা | ৫২৫ | |
২৩৮ | নিউয়ে | ৪৯৬ | |
২৩৯ | ১ | উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ | ৪৩৪ |
২৪০ | ১ | পালাউ | ৪০৩ |
২৪১ | ২ | মার্কিন সামোয়া | ৩৭৭ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.