Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা উইলমিংটন[6] (ইউএনসিডব্লিউ বা ইউএনসি উইলমিংটন) হল উত্তর ক্যারোলিনার উইলমিংটন শহরের একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা সিস্টেমের অংশ এবং প্রতি বছর ১৭,৪৪৯ জন অস্নাতক ও স্নাতক শিক্ষার্থীদের নথিভুক্ত করে। বিশ্ববিদ্যালয়টিকে "আর২: ডক্টরাল বিশ্ববিদ্যালয় – উচ্চ গবেষণা কার্যকলাপ" মধ্যে শ্রেণিবদ্ধ করা হয়।[7]
প্রাক্তন নামসমূহ | উইলমিংটন কলেজ |
---|---|
নীতিবাক্য | Discere Aude |
বাংলায় নীতিবাক্য | শেখার সাহস |
ধরন | সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ৪ সেপ্টেম্বর ১৯৪৭ |
মূল প্রতিষ্ঠান | ইউএনসি ব্যবস্থা |
বৃত্তিদান | $১০.৩৮ কোটি (২০২০)[1] |
আচার্য | আসওয়ানি কে. ভলিটি |
প্রাধ্যক্ষ | জেমস জে. ওয়াইনব্রেক |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১,০১২[2] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১,৩৯৭[2] |
শিক্ষার্থী | ১৮,০৩০ (২০২১) [3] |
স্নাতক | ১৪,৪৪৮ (২০২১) [4] |
স্নাতকোত্তর | ৩,২৬৫ [4] |
অবস্থান | উইলমিংটন , , যুক্তরাষ্ট্র ৩৪°১৩′৩৩″ উত্তর ৭৭°৫২′২৪″ পশ্চিম |
শিক্ষাঙ্গন | শহরতলি, ৬৬১ একর (২.৬৭ কিমি২) |
পোশাকের রঙ | টিল, নেভি, ও স্বর্ণ[5] |
সংক্ষিপ্ত নাম | সীহকস |
ক্রীড়ার অধিভুক্তি | এনসিএএ বিভাগ ১ – সিএএ |
মাসকট | স্যামি সি. হক |
ওয়েবসাইট | www |
১৯৪৭ সালের ৪ঠা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত, উইলমিংটন কলেজ একটি জুনিয়র কলেজ হিসাবে খোলা হয়েছিল, প্রাথমিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণদের শিক্ষা প্রদান করে। উত্তর ক্যারোলিনা সাধারণ পরিষদ থেকে আইন প্রণয়নের পর ১৯৬৩ সালে বিদ্যালয়টি চার বছরের উদার শিল্পকলা মহাবিদ্যালয়ে পরিণত হয়। মহাবিদ্যালয়টি ১৯৬৯ সালে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং উত্তর ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয় হিসাবে নতুন নামকরণ করা হয়। আজ, উইলমিংটনে প্রধান বিদ্যায়তন সহ তিনটি বিদ্যায়তন রয়েছে। প্রধান বিদ্যায়তন ব্যতীত অন্য দুটি বিদ্যায়তন হল উত্তর ক্যারোলিনার জ্যাকসনভিলে একটি সম্প্রসারিত বিদ্যায়তন ও মার্টেল গ্রোভের কাছে সামুদ্রিক বিজ্ঞান কেন্দ্র।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.