Loading AI tools
ভেনিজুয়েলার ৪৫তম রাষ্ট্রপতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উগো চাভেস (পূর্ণ নাম, স্পেনীয় বানান: Hugo Rafael Chávez Frías, স্পেনীয় উচ্চারণ: /ˈuɰo rafaˈel ˈtʃaβes ˈfɾias/ উগ়ো রাফ়াএল্ চাভ়েস্ ফ্রিয়াস্, জন্ম: জুলাই ২৮, ১৯৫৪-মৃত্যু: মার্চ ৫, ২০১৩) (হুগো চাভেজ প্রতিবর্ণীকরণও প্রচলিত) ভেনেজুয়েলার সাবেক রাষ্ট্রপতি যিনি এক যুগের বেশি সময় ধরে দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছেন। তিনি তিন মেয়াদে ক্ষমতায় ছিলেন। পশ্চিমাদের নিরন্তর চাপ আর বিরোধীদের টালবাহানা সামান্য টলাতে পারেনি তাকে। রাষ্ট্রপতির পাশাপাশি ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী এবং প্রধান রাজনৈতিক দলটিরও নেতৃত্ব দিয়েছেন চাভেস। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন আলোচিত, বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের ঘোর বিরোধী বলে সুপরিচিত চাভেস অর্থনীতির গুরুত্বপূর্ণ সব খাত সরকারি মালিকানায় নিয়ে আসেন।[1][2]
উগো চাভেস Hugo Chávez উগ়ো চাভ়েস্ | |
---|---|
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২ ফেব্রুয়ারি, ১৯৯৯ – ৫ মার্চ, ২০১৩ | |
উপরাষ্ট্রপতি | হুলিয়ান্ ইসায়াস রোদ্রিগেস দিয়াস আদিনা বাস্তিদাস দিওসদাদো কাবেইয়ো হোসে ভিসেন্তে রানহেল হোর্হে রোদ্রিগেস রামোন কারিহেলেস এলিয়াস হাওয়া নিকোলাস মাদুরো |
পূর্বসূরী | রাফায়েল কালদেরা |
উত্তরসূরী | নিকোলাস মাদুরো (চাচাতো ভাই) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | উগো রাফায়েল চাভেস ফ্রিয়াস ২৮ জুলাই ১৯৫৪ সাবানেতা, ভেনেজুয়েলা |
মৃত্যু | ৫ মার্চ ২০১৩ ৫৮) কারাকাস, ভেনেজুয়েলা | (বয়স
রাজনৈতিক দল | ফিফথ রিপাবলিক মোভমেন্ট (১৯৯৭-২০০৮) ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি (২০০৮-২০১৩) |
অন্যান্য রাজনৈতিক দল | গ্রেট প্যাট্রিয়টিক পোল (২০১১-২০১৩) |
দাম্পত্য সঙ্গী | ন্যান্সি কলমেনারেস (বিবাহ-বিচ্ছেদ) ম্যারিসাবেল রড্রিগুয়েজ (১৯৯৭-২০০৪) |
প্রাক্তন শিক্ষার্থী | ভেনেজুয়েলার সামরিক একাডেমী |
ধর্ম | রোমান ক্যাথলিক |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | ভেনেজুয়েলা |
শাখা | সামরিক বাহিনী |
কাজের মেয়াদ | ১৯৭১-৯২ |
পদ | লেফট্যানেন্ট কর্নেল |
২০০৫ ও ২০০৬ সালে টাইম (সাময়িকী) ম্যাগাজিন তাকে বিশ্বের টাইম ১০০ তথা ১০০ জন ব্যক্তির মধ্যে একজনরূপে মনোনীত করে।[3][4]
১৯৫৪ সালে জন্ম নেওয়া চাভেস কারাকাসের সামরিক একাডেমিতে পড়াশোনা করেন। দুবার বিবাহবিচ্ছেদ করেন। রয়েছে চার সন্তান। চাভেস বলেন যে, তিনি একজন রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী।[5]
কার্লোস আন্দ্রেস পেরেজের বিরুদ্ধে ১৯৯২ সালে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন তখনকার লেফটেন্যান্ট কর্নেল চাভেস। ওই ঘটনায় দুই বছর সাজা খেটেই জাতীয় বীর বনে যান তিনি। ছয় বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী জোটের প্রতিনিধিত্ব করে ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।[2]
ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। চাভেসের শাসনাধীনে গত দশকে আন্তর্জাতিক বাজারে দেশটির তেলের মূল্য অনেক বেড়ে যায়। একে পুঁজি করে তিনি দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক আবাসন খাতে বিশেষ সাফল্য দেখাতে সক্ষম হন। তেলের অর্থে দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্য ও শিক্ষাসুবিধা নিশ্চিত করে সাধারণ ভেনেজুয়েলানদের কাছে জনপ্রিয় নেতা হয়েছেন চাভেস। তবে দরিদ্রদের জন্য কাজ করলেও গরিব-ধনীর বৈষম্য কমিয়ে আনতে পারেননি। আবার তার সময়েই অপরাধ, দুর্নীতি ও মূল্যস্ফীতি বেড়েছে।
Award or decoration | Country | Date | Place | Note | |
---|---|---|---|---|---|
Order of José Marti[6] | কিউবা | ১৭ নভেম্বর ১৯৯৯ | হাভানা | Cuban highest order of merit. | |
Grand Collar of the Order of Prince Henry[7] | পর্তুগাল | ৮ নভেম্বর ২০০১ | লিসবন | ||
First Class of the Order of the Islamic Republic of Iran[8][9] | ইরান | ২৯ জুলাই ২০০৬ | তেহরান | Highest national medal of Iran. | |
Order of Augusto César Sandino[10] | নিকারাগুয়া | ১১ জানুয়ারী ২০০৭ | মানাগুলা | Highest honor of the Republic of Nicaragua. | |
Order of the Friendship of Peoples[11] | বেলারুশ | ২৩ জুলাই ২০০৮ | মিনিস্ক | ||
Order of the Republic of Serbia[12] | সার্বিয়া | ৬ মার্চ ২০১৩ | বেলগ্রেড | Serbian highest order of merit. Awarded posthumously. |
Chávez was awarded the following honorary degrees:[13]
যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের কারণে সারা বিশ্বে অগ্নিমূর্তি হিসেবে পরিচিত এই বাম নেতা। ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ, সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ও সিরীয় রাষ্ট্রপতি বাশার আল-আসাদের সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি বরাবরই মার্কিনদের চক্ষুঃশূল। সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশকে ‘শয়তান’ আখ্যা দিয়ে সেই শত্রুতা বাড়ে আরও কয়েক গুণ।[2]
ক্যানসারের আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিকভাবে ভেঙে পড়েন চাভেস। কিউবায় অস্ত্রোপচার করতে যাওয়ার আগে তার উত্তরসূরি হিসেবে উপরাষ্ট্রপতি নিকোলাস মাদুরো’র নাম ঘোষণা করে গিয়েছিলেন। কারণ, মাদুরোই তার প্রথম পছন্দ।[2]
র্দীঘদিন ধরে চিকিৎসারত চাভেস ২০১৩ সালের ৫ মার্চ কারাকাসে মৃত্যুবরণ করেন। রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় স্থানীয় সময় বিকেল চারটা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। উপরাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেন।[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.