স্যার উইলিয়াম লরেন্স ব্র্যাগ (ইংরেজিঃ William Lawrence Bragg, জন্ম: ৩১ মার্চ ১৮৯০, মৃত্যু: ১ জুলাই ১৯৭১) [1] সিএইচ, এফআরএস অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী যিনি ১৯১৫ সালে পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [2] তিনি এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। তিনি মাত্র ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে গবেষণা চালিয়ে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যখন ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন তখন তিনি এই ল্যাবরেটরির পরিচালক ছিলেন।
উইলিয়াম লরেন্স ব্র্যাগ(William Lawrence Bragg) | |
---|---|
জন্ম | মার্চ ৩১ ১৮৯০ North Adelaide, দক্ষিণ অস্ট্রেলিয়া |
মৃত্যু | জুলাই ১ ১৯৭১ |
জাতীয়তা | অস্ট্রেলীয়- ইংরেজ |
মাতৃশিক্ষায়তন | অ্যাডেলেড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | এক্স-রশ্মি অপবর্তন |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | J.J. Thompson উইলিয়াম হেনরি ব্র্যাগ |
ডক্টরেট শিক্ষার্থী | John Crank Ronald Wilfried Gurney |
টীকা | |
এপর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তিনি ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। উইলিয়াম হেনরি ব্র্যাগের পুত্র। ১৯১৯-এর পূর্ব পর্যন্ত কেমব্রিজে পিএইচডি ছিলনা। তাই উপদেষ্টারা তার মাস্টার্স-এর উপদেষ্টা ছিলেন। |
- ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার (১৯১৯ - ৩৭)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (১৯৩৮ - ৫৩)
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯১৫)
- Matteucci Medal (১৯১৫)
- রয়েল মেডেল (১৯৪৬)
- কপলি মেডেল (১৯৬৬)
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.