শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

উইন্ডোজ ৮.১

অপারেটিং সিস্টেম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

উইন্ডোজ ৮.১
Remove ads

উইন্ডোজ ৮.১ (ইংরেজি: Windows 8.1) হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উইন্ডোজ ৮ এর পরবর্তী সংস্করণ, যা উইন্ডোজ ৭ ও ৮ কে অনুসরণ করে। এটি ২০১৩ সালে রিলিজ হয়।[] এটির বৈশিষ্ট হচ্ছে উইন্ডোজ ৮ এর সাথে উইন্ডোজ ৭ এর স্টার মেনু সংযোজন।

দ্রুত তথ্য ডেভলপার, উৎপাদনের জন্য মুক্তি ...


বন্ধ হতে চলেছে উইন্ডোজ ৮.১। এমনই ইঙ্গিত দিল মাইক্রোসফট। সংস্থা সূত্রে জানানো হয়েছে, উইন্ডোজ ৮.১ বন্ধ হতে পারে ২০২৩ এর জানুয়ারি মাসে। সেক্ষেত্রে উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা আগামী জানুয়ারির পর ৮.১ এর কোনরকম আপডেট করতে পারবেন না।

মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে উইন্ডোজ ৮.১ এর কোনরকম সাপোর্ট দিতে পারবে না মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ। আর যে কারণে উইন্ডোজ ব্যবহারকারীরা যাতে ভবিষ্যতে কোনরকম সমস্যার মধ্যে না পড়েন, সেই কারণে মাইক্রোসফট ব্যবহারকারীদের উইন্ডোজের নতুন ভার্সন ইনস্টল করার কথাও জানিয়েছে। প্রসঙ্গত, উইন্ডোজ ১১ ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে দারুণ গ্রহণযোগ্যতা কুড়িয়ে নিয়েছে। কিন্তু এখনো যারা উইন্ডোজ ৮.১ ভার্সন ব্যবহার করেছেন, তাঁদের কাছে মাইক্রোসফট সামনের মাস থেকেই নোটিফিকেশন পাঠাতে শুরু করবে। এখানেই আরেকটা বিষয়। মাইক্রোসফটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উইন্ডোজ ১০ এর মেয়াদ ফুরিয়ে যেতে পারে ২০২৫ সালের অক্টোবর মাসে। সেক্ষেত্রে ব্যবহারকারীরা উইন্ডোজের নতুন ভার্সন ইনস্টল করার হ্যাপা থেকে মুক্তি পাবেন যদি উইন্ডোজ ১১ এই সরাসরি তাঁদের সিস্টেম আপডেট করিয়ে নেন।[]

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads