Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়ায় অনুসৃত বাংলা ভাষার প্রয়োগবিধি এখানে লিপিবদ্ধ করা হয়েছে।
এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার রচনাশৈলী নির্দেশনার একটি নথি। এটি একটি গ্রহণযোগ্য আদর্শ, যা সম্পাদকের অনুসরণের চেষ্টা করা উচিত, যদিও তা সাধারণ জ্ঞানে ও ব্যতিক্রমি ক্ষেত্রে সেরা পন্থা অবলম্বন করা হয়। এই পাতার যে-কোনো স্বতন্ত্র সম্পাদনা জনমতের ভিত্তিতে করা উচিত। কোন সন্দেহ থাকলে, প্রথমে তা আলাপ পাতায় আলোচনা করুন। |
একত্বসূচক টা / টি / টে / খান / খানা / খানি / টুকু - এগুলোর কোনোটাই পৃথক শব্দ হিসেবে বাক্যে ব্যবহৃত হবে না৷
তবে, “খান” শব্দের আগে বসলে পৃথকভাবে ব্যবহৃত হবে৷ যেমন: খান দশেক শাড়ি৷ শব্দের ক্ষেত্রে কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করার ক্ষেত্রে “টি” বসে। কিন্তু ঐ ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে “টি” বসবে না। যেমন: ঐ লোকটি কে? আবার, “আসাদ এখানে কী করছে?” এখানে “আসাদ”-এর পরে “টি” যুক্ত হবে না।
বহুবচন-জ্ঞাপক -গুলি / -গুলো / -রা / -এরা / -গণ / -বৃন্দ / -সমূহ - এগুলোর কোনোটাই পৃথকভাবে বসবে না, আগের শব্দের সাথে যুক্ত থাকবে৷ যেমন: বইগুলি, চিঠিগুলো, লেখকগণ, সাহিত্যিকবৃন্দ, গ্রন্থসমূহ ইত্যাদি।
ক্ষণ এবং কাল শব্দের পূর্ববর্তী বিশেষণ আলাদা না বসে একসঙ্গে বসবে৷
{এ, এত, কত, তত, যত, অনেক, কিছু, বহু, সে} + কাল / ক্ষণ = {একাল, এতকাল, কতকাল, ততকাল, যতকাল, অনেককাল, কিছুকাল, বহুকাল, সেকাল} / {এক্ষণ, এতক্ষণ, কতক্ষণ, ততক্ষণ, যতক্ষণ, অনেকক্ষণ, কিছুক্ষণ, বহুক্ষণ, সেক্ষণ}
ব্যতিক্রম:
আগামী ও গত শব্দের পরের শব্দ সর্বদা পৃথক বসবে৷
{আগামী, গত} + {কাল, দিন, পরশু, বছর, বার, মরশুম, মাস, রাত} = আগামী কাল, আগামী দিন, আগামী পরশু, আগামী বছর, আগামী বার, আগামী মরশুম, আগামী মাস, আগামী রাত ; গত কাল, গত দিন, গত পরশু, গত বছর, গত বার, গত মরশুম, গত মাস, গত রাত৷
যে শব্দের বানানে শুধু একটা অক্ষর থাকে, সেগুলোতে "-র/-এর" (possessive/genitive case) যোগ করতে হলে -র/-ের (ড্যাশ/হাইফেনটা বাদ দিয়ে) লিখবেন, যেমন:
বিদেশী শব্দেও একই নিয়ম:
বানানে শুধু একটা অক্ষর থাকলে, বা শব্দের শেষে দ্বিস্বর (আই, আয়, আউ, আও, ঐ, ঔ, ইত্যাদি) থাকলে, -য়ের (ড্যাশ/হাইফেনটা বাদ দিয়ে) লিখবেন; যেমন:
শব্দের শেষে ং/ঙ থাকলে, -ঙের (ড্যাশ/হাইফেনটা বাদ দিয়ে) লিখবেন, -ংয়ের লিখবেন না; যেমনঃ
কী লিখবেন | কী লিখবেন না | কী পরিবেশে | উৎস |
---|---|---|---|
অনুপস্থিতিতে | অবর্তমানে | মানুষটি জীবিত, কিন্তু উপস্থিত নেই, এই অবস্থা বোঝাতে | আ.বা.ব্য.বি |
অনুবাদ | অনূবাদ | ভাষান্তরকরণ বোঝাতে | আ.বা.ব্য.বি |
অনূদিত | অনুদিত | আ.বা.ব্য.বি | |
অন্তঃকলহ | অন্তর্কলহ | আ.বা.ব্য.বি | |
অন্তঃসত্ত্বা | অন্তঃসত্তা, অন্তস্বত্বা | আ.বা.ব্য.বি | |
অন্তঃস্থ | অন্তস্থ | ভিতরে অবস্থিত অর্থে | আ.বা.ব্য.বি |
অন্তরিক্ষ | অন্তরীক্ষ | আ.বা.ব্য.বি | |
অন্তরিন | অন্তরিণ, অন্তরীণ, অন্তরীন | আ.বা.ব্য.বি | |
অন্তস্থ | অন্তঃস্থ | শেষে অবস্থিত অর্থে | আ.বা.ব্য.বি |
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. | |||
প্র.আ.ভা.রী. |
আ.বা.ব্য.বি = আনন্দবাজার পত্রিকা ব্যবহারবিধি প্র.আ.ভা.রী. = প্রথম আলো ভাষারীতি
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.