Loading AI tools
বাদশাহ ফয়সাল পুরস্কারের অন্যতম একটি শাখা, ইসলাম ও মুসলমানদের সেবায় প্রচেষ্টার জন্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার (পূর্বের পরিচিত ছিল ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার নামে) হল বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের একটি শাখা।[1][2][3] এটি পুরস্কারের প্রথম শাখাগুলির মধ্যে একটি কারণ এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামি শিক্ষা শাখার পাশাপাশি ১৯৭৯ সালে প্রথমবারের মতো পুরস্কৃত হয়। এই পুরস্কারটি প্রদানের ক্ষেত্রে প্রার্থীর বৌদ্ধিক বা ব্যবহারিক প্রচেষ্টা, যা ইসলাম ও মুসলিম বিশ্বকে সেবা করে তা বিবেচনা করা হয়, এবং যে কেউ ইসলাম ও মুসলমানদের "তার জ্ঞান ও দা'ওয়াহ" দিয়ে সেবা করেছে বা যে একটি বিশিষ্ট প্রচেষ্টা করেছে যা বাধ্যতামূলক তার বাইরে যায়, যার ফলে ইসলাম ও মুসলমানদের একটি লক্ষণীয় সুবিধা হয়েছে বা হবে এবং পুরস্কারের এক বা একাধিক লক্ষ্য অর্জন করে, তাকেই সাধারণত পুরস্কার গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়। এটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিবেচনা ও বিচারের ভিত্তিতে হয়ে থাকে।
ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার | |
---|---|
বিবরণ | ইসলামী পরিষেবায় অসামান্য অবদানের সম্মানে |
দেশ | সৌদি আরব |
পুরস্কারদাতা | কিং ফয়সাল ফাউন্ডেশন |
প্রথম পুরস্কৃত | ১৯৭৯ |
বিজয়ী | ৪৯ |
ওয়েবসাইট | kingfaisalprize |
ইসলাম পরিষেবার শাখাটি একমাত্র শাখা যা পুরস্কারের বছর জুড়ে আটকে রাখা হয়েছে, এবং আবুল আ'লা আল-মওদুদী প্রথম ১৯৭৯ সালে ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।[4] পুরস্কারের প্রথম অনুষ্ঠানে, এবং বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ আল-সৌদ তাকে এই পুরস্কার হস্তান্তর করেন। সেই সময় তিনি ছিলেন সৌদি আরবের রাজা। ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয়তা এবং ৮টি প্রতিষ্ঠান সহ মোট ৪৮ জন এই পুরস্কার জিতেছেন, তাদের মধ্যে সৌদি আরব রাজ্যের চার রাজা ছিলেনঃ বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ ১৯৮১ সালে,[4] ফাহাদ বিন আবদুল আজিজ ১৪০৪ হিজরী, আবদুল্লাহ বিন আবদুল আজিজ ২০০৮ সালে,[4] অবশেষে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ২০১৭ সালে, এছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান।[5]
বছর | দেশ | বিজয়ীর নাম | বিজয়ীর চিত্র | বিজয়ী শিরোনাম | উৎস |
---|---|---|---|---|---|
১৯৭৯ | পাকিস্তান | আবুল আ'লা মওদুদী | মাওলানা | [7][8] | |
১৯৮০ | ভারত | আবুল হাসান আলী নদভী | মুফাককির-ই-ইসলাম | [9] | |
ইন্দোনেশিয়া | মোহাম্মদ নাতসির | ডক্টর | [10] | ||
১৯৮১ | সৌদি আরব | খালিদ বিন আবদুল আজিজ | মহামান্য | [11][12][13] | |
১৯৮২ | সৌদি আরব | আব্দুল আজিজ বিন বাজ | শেখ | [14][15] | |
১৯৮৩ | মিশর | হাসানেইন এম. মাখলুফ | শেখ | [16] | |
মালয়েশিয়া | টুংকু আবদুল রহমান | প্রিন্স | [17] | ||
১৯৮৪ | সৌদি আরব | ফাহাদ বিন আবদুল আজিজ | খাদেমুল হারামাইন শরিফাইন | [18] | |
১৯৮৫ | আফগানিস্তান | আব্দুর রসুল সায়াফ | শ্রী | [19][20] | |
১৯৮৬ | দক্ষিণ আফ্রিকা | আহমেদ দিদাত | শ্রী | [21][22] | |
ফ্রান্স | রজার গারাউডি | ডক্টর | [23][24][25] | ||
১৯৮৭ | নাইজেরিয়া | আবু বকর মাহমুদ গুমি | শেখ | [26] | |
১৯৮৮ | ফিলিপাইন | আহমাদ দোমোকাও অ্যালোন্টো | ডক্টর | [27] | |
১৯৮৯ | মিশর | মুহাম্মাদ আল-গাজ্জালি আল-সাক্কা | শেখ | [28][29] | |
১৯৯০ | সৌদি আরব | মুহাম্মদ সাইয়্যেদ তানতাউই | শেখ | [30] | |
পাকিস্তান | খুরশিদ আহমেদ | অধ্যাপক | [31] | ||
১৯৯১ | সৌদি আরব | ড. আবদুল্লাহ উমর নাসিফ | মহামান্য | [32] | |
১৯৯২ | নাইজার | ডঃ হামেদ আল-ঘাবিদ | মহামান্য | [33][34] | |
১৯৯৩ | বসনিয়া ও হার্জেগোভিনা | আলিজা ইজেতবেগোভিচ | রাষ্ট্রপতি | [35][36][37] | |
১৯৯৪ | সৌদি আরব | মুহাম্মাদ বিন সালেহ আল-উথাইমীন | শেখ | [38][39] | |
১৯৯৫ | মিশর | গাদ আল-হক | তার খ্যাতি | [40][41][42] | |
১৯৯৬ | কুয়েত | আব্দুর রহমান আল-সুমাইত | ডাক্তার | [43][44][45] | |
১৯৯৭ | মালয়েশিয়া | মাহাথির বিন মোহাম্মদ | প্রধানমন্ত্রী | [46][47] | |
১৯৯৮ | সেনেগাল | আবদু দিউফ | মহামান্য | [48] | |
১৯৯৯ | সংযুক্ত আরব আমিরাত | জুম'আ আআই-মজিদ আব্দ আল্লাহ | শ্রী | [49][50][51] | |
২০০০ | মিশর | আল-আজহার বিশ্ববিদ্যালয় | – | [52] | |
২০০১ | সৌদি আরব | বসনিয়া-হার্জেগোভিনাকে অনুদানের জন্য সৌদি আরব হাই কমিশন | – | [53][54] | |
২০০২ | সংযুক্ত আরব আমিরাত | সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমি | মহামান্য | [55][56] | |
২০০৩ | সৌদি আরব | সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ ফাউন্ডেশন | – | [57] | |
২০০৪ | সুদান | আবদেল রহমান স্বর আল-দাহাব | ফিল্ড মার্শাল | [58] | |
২০০৫ | সৌদি আরব | আহমেদ মোহামেদ আলী | মহামান্য | [59][60] | |
লেবানন | এআই-হারিরি ফাউন্ডেশন | – | [61] | ||
২০০৬ | সৌদি আরব | শাইখ সালেহ বিন আব্দ আলরহমান এআই-হুসাইয়্যিন | মহামান্য | [62] | |
কুয়েত | ইউসুফ বিন জসিম বিন মোহাম্মদ এআই-হিদজি | শেখ | [63] | ||
২০০৭ | রাশিয়া | মিনটিমার শাইমিভ | মহামান্য | [64] | |
২০০৮ | সৌদি আরব | আবদুল্লাহ বিন আবদুল আজিজ | দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক | [65][66][67] | |
২০০৯ | মিশর | প্রিন্সিপাল শারি সোসাইটি ফর কুরআন ও সুন্নাহ স্কলার কায়রো | – | [68][69] | |
২০১০ | তুরস্ক | রেজেপ তাইয়িপ এরদোয়ান | প্রধানমন্ত্রী | [70][71][72] | |
২০১১ | মালয়েশিয়া | আবদুল্লাহ আহমাদ বাদাভি | মহামান্য | [73][74] | |
২০১২ | সৌদি আরব | সুলাইমান আবদুল আজিজ আল রাজেহী | শেখ | [75][76] | |
২০১৪ | নাইজেরিয়া | আহমেদ লেমু | শেখ, ন্যায়বিচার | [77][78] | |
২০১৫ | ভারত | জাকির নায়েক | ডাক্তার | [79][80][81] | |
২০১৬ | সৌদি আরব | সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ | ডাক্তার | [82] | |
২০১৭ | সৌদি আরব | সালমান বিন আবদুল আজিজ | বাদশাহ | [83][84] | |
২০১৮ | ইন্দোনেশিয়া | ইরওয়ান্ডি জাসউইর | অধ্যাপক | [85][86][87] | |
২০১৯ | সুদান | আন্তর্জাতিক আফ্রিকা বিশ্ববিদ্যালয়, খার্তুম | – | [88][89] | |
২০২০ | সৌদি আরব | মক্কা সনদ | – | [90] | |
২০২১ | কুয়েত | মোহাম্মদ আল-শরীফ | শ্রী | [91] | |
২০২২ | তানজানিয়া | হাসান মাহমুদ আলশাফেই | অধ্যাপক | [92] | |
মিশর | আলী হাসান মুইনি | মহামান্য | [93] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.