Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউরি ভ্লাদিমিরোভিচ আন্দ্রোপভ (রুশ: Ю́рий Влади́мирович Андро́пов; জন্ম: ১৫ জুন, ১৯১৪ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪) সাবেক রুশ-সোভিয়েত রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। পূর্বসূরী লিওনিদ ব্রেজনেভের মৃত্যুজনিত কারণে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন ও পনেরো মাস ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে তার মৃত্যুতে কনস্তান্তিন চেরনেনকো সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
ইউরি আন্দ্রোপভ Юрий Андропов | |
---|---|
মহাসচিব | |
কাজের মেয়াদ ১২ নভেম্বর, ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
পূর্বসূরী | লিওনিদ ব্রেজনেভ |
উত্তরসূরী | কনস্তান্তিন চেরনেঙ্কো |
সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম সভাপতি | |
কাজের মেয়াদ ১৬ জুন, ১৯৮৩ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
পূর্বসূরী | ভাসিলি কুজনেতসভ (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | ভাসিলি কুজনেতসভ (ভারপ্রাপ্ত) |
৪র্থ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির সভাপতি | |
কাজের মেয়াদ ১৮ মে, ১৯৬৭ – ২৬ মে, ১৯৮২ | |
প্রিমিয়ার | আলেক্সি কোসেগিন নিকোলাই টিখোনভ |
পূর্বসূরী | ভ্লাদিমির সেমিচেস্তনি |
উত্তরসূরী | ভিতালি ফিদোরচুক |
পলিটব্যুরোর পূর্ণাঙ্গ সদস্য | |
কাজের মেয়াদ ২৭ এপ্রিল, ১৯৭৩ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
পলিটব্যুরোর সদস্য প্রার্থী | |
কাজের মেয়াদ ২১ জুন, ১৯৬৭ – ২৭ এপ্রিল, ১৯৭৩ | |
সচিবালয় | |
কাজের মেয়াদ ২৪ মে, ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
কাজের মেয়াদ ২৩ নভেম্বর, ১৯৬২ – ২১ জুন, ১৯৬৭ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | স্তানিৎসা নাগুতস্কায়া, স্তাভরোপোল গভার্নরতন্ত্র, রুশ সাম্রাজ্য | ১৫ জুন ১৯১৪
মৃত্যু | ৯ ফেব্রুয়ারি ১৯৮৪ ৬৯) মস্কো, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন | (বয়স
জাতীয়তা | সোভিয়েত |
রাজনৈতিক দল | সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | তাতিয়ানা আন্দ্রোপভা (মৃত্যু: নভেম্বর, ১৯৯১) |
সন্তান | ইগর আন্দ্রোপভ |
বাসস্থান | কুতুজোভস্কি প্রোজপেক্ত |
ধর্ম | নেই (নাস্তিক) |
স্বাক্ষর |
ভ্লাদিমির কনস্তান্তিনোভিচ আন্দ্রোপভ নামীয় এক রেলওয়ে কর্মকর্তার সন্তান ছিলেন ইউরি আন্দ্রোপভ। রাশিয়ার অন্যতম সম্ভ্রান্ত পরিবার ডন কোজাকের সদস্য ছিলেন তার বাবা।[১] তার মা ইয়েভগেনিয়া কার্লোভনা ফ্লেকেনস্তেইন ছিলেন মস্কোর সম্পদশালী ব্যবসায়ী কার্ল ফ্রেঞ্জোভিচ ফ্লেকেনস্তেইনের কন্যা। কার্ল ফ্রেঞ্জোভিচ ভাইবর্গ থেকে জার্মান-রুশ বংশোদ্ভূত ছিলেন।[২] আন্দ্রোপভ রাইবিনস্ক ওয়াটার ট্রান্সপোর্ট টেকনিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। শৈশবেই তের বছর বয়সে তার পিতা-মাতা মৃত্যুবরণ করেন।[৩] তরুণ বয়সেই ভারবাহক, টেলিগ্রাফের কেরানি এবং ভল্গার বাষ্পীয় জাহাজে নাবিক হিসেবে কাজ করেছেন।[৩]
১৯৩০ সালে কমসোমলে যোগ দেন আন্দ্রোপভ। ১৯৩৯ সালে কম্যুনিস্ট পার্টির সদস্য হন। এরপর ১৯৪০ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ক্যারেলো-ফিনিশ প্রজাতন্ত্রের লেনিনবাদী কমিউনিস্ট যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সচিবের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি ফিনল্যান্ডে অবস্থান করেন ও সোভিয়েত ইউনিয়নের দখলকৃত এলাকায় সোভিয়েত রক্ষাকারী দলের সদস্য হিসেবে অক্ষশক্তির বিপক্ষে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হন। ১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টিতে কাজ করার জন্যে কমসোমল ত্যাগ করেন। ১৯৪৭ সালে তিনি ক্যারেলো-ফিনিশ প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে দ্বিতীয় সচিবরূপে নির্বাচিত হন।[৪] এরপর ১৯৫১ সালে মস্কোতে চলে আসেন ও দলের সদর দফতরে যোগ দেন।
১৯৫৪ সালে হাঙ্গেরীতে সোভিয়েত রাষ্ট্রদূতরূপে যোগ দেন। এ সময়ে হাঙ্গেরীয় মুক্তিযোদ্ধাদের আন্দোলন শুরু হয়। আন্দ্রোপভ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এ গণ-আন্দোলন নস্যাৎ করতে সাহায্য করেন। তিনি প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন ও সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানান।[৫] ফলে, হাঙ্গেরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেফতার হন ও ইমরে নেগিকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।
ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে আন্দ্রোপভ ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হন। আগস্ট, ১৯৮৩ সালে মস্কোর পশ্চিমাংসের সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে স্থায়ীভাবে ভর্তি হন ও আমৃত্যু অবস্থান করতে থাকেন। তার শুভাকাঙ্খিরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দলিলে স্বাক্ষরের জন্যে হাসপাতালে তাকে দেখতে আসতো। অতঃপর কিডনী বৈকল্যে মস্কোয় দেহাবসান ঘটে তার। তার মৃত্যুতে দেশব্যাপী চারদিনের শোক পালন করা হয়েছিল।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.