ইউরিক অ্যাসিড হলো কার্বন, হাইড্রোজেন নাইট্রোজেনের হেয়ারোসাইক্লিক যৌগ যার রাসায়নিক সংকেত C5H4N4O3। এটি আয়ন ও লবণ তৈরি করে যা ইউরেট ও অ্যাসিড ইউরেট নামে পরিচিত, যেমন-অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট। ইউরিক অ্যাসিড হলো পিউরিন নিওক্লিওটাইডের বিপাকীয় ভাঙ্গনের ফলে তৈরি দ্রব্য এবং এটি মূত্রের এক্টি সাধারণ উপাদান।ইউরিক অ্যাসিডের উচ্চ রক্তপ্রবাহ গেঁটেবাঁতের দিকে ধাবিত করে এছাড়া এটি ডায়বেটিস ও অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট কিডনি পাথর তৈরির মত শারীরিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত।

দ্রুত তথ্য নামসমূহ, বৈশিষ্ট্য ...
ইউরিক অ্যাসিড
Thumb
Thumb
Thumb
পোলারিত আলোয় ইউরটের স্ফটিক
নামসমূহ
পদ্ধতিগত ইউপ্যাক নাম
৭,৯ ডাই হাইড্রোহাইড্রো-পিউরিন-২,৬,৮ টাইওওন
অন্যান্য নাম
২,৬,৮ ট্রাইওক্সিপিউরিন; ২,৬,৮ ট্রাইহাইডোক্সিপিউরিন; ২,৩,৬ট্রাইওক্সোপিউরিন;
বৈশিষ্ট্য
C5H4N4O3
আণবিক ভর ১৬৮.১১ g·mol−১
বর্ণ সাদা স্ফটিক
গলনাঙ্ক ৩০০ °সে (৫৭২ °ফা; ৫৭৩ K)
পানিতে দ্রাব্যতা
6 mg/100 mL (at 20 °C)
লগ পি −1.107
অম্লতা (pKa) 5.6
Basicity (pKb) 8.4
চৌম্বকক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা (χ)
−৬.৬২×১০−৫ cm3 mol−1
তাপ রসায়নবিদ্যা
তাপ ধারকত্ব, C 166.15 J K−1 mol−1 (at 24.0 °C)
স্ট্যন্ডার্ড মোলার
এন্ট্রোফি
এস২৯৮
173.2 J K−1 mol−1
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfHo২৯৮ −619.69 to −617.93 kJ mol−1
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcHo298 −1921.2 to −1919.56 kJ mol−1
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র
বন্ধ

রসায়ন

সুয়েডীয় রসায়নবিদ কার্ল ভিলহেল্ম শেলে ১৭৭৬ সালে কিডনির পাথর থেকে প্রথম ইউরিক অ্যাসিড পৃথক করেন।[1] ১৮৮২ সালে ইভান হরবাচেভস্কি ইউরিয়াকে গ্লাইসিনের সাথে গলিয়ে প্রথম ইউরিক অ্যাসিড সংশ্লেষণ করেন।[2]

ইউরিক অ্যাসিড ল্যাকটাম-ল্যাকটিম টটোমারিতা প্রদর্শন করে।(মাঝে মাঝে অবশ্য কিটো-এনোল টটোমারিতা হিসেবে বর্ণনা করা হয়) ইউরিক অ্যাসিড হল একটি ডিপ্রোটিক অ্যাসিড যার অম্লত্ব ধ্রুবক pKa1 = ৫.৪ এবং pKa2 = ১০.৩[3]

ইউরিক অ্যাসিড এবং ইউরটের টটোমারসমূহ
Thumb
ThumbpKa1
Thumb
ল্যাকটাম অবস্থাল্যাকটিম অবস্থাইউরেট আয়ন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.