Loading AI tools
বাংলাদেশের ব্যাংক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)[6] বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়, যা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত।[7][8][9]
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি, বাণিজ্যিক ব্যাংক |
---|---|
ডিএসই: UCB সিএসই: UCB | |
আইএসআইএন | BD0108UCBL05 |
শিল্প | আর্থিক পরিষেবা |
প্রতিষ্ঠাকাল | জুন ২৭, ১৯৮৩[তথ্যসূত্র প্রয়োজন] |
সদরদপ্তর | গুলশান, , |
অবস্থানের সংখ্যা | ৯৪৭ এটিএম |
বাণিজ্য অঞ্চল | বাংলাদেশ |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ | ব্যাঙ্কিং সার্ভিস খুচরা ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং ক্রেডিট কার্ড এসএমই ফাইন্যান্স |
কর্মীসংখ্যা | ৫০৬০ (২০২১ এর হিসাব) |
অধীনস্থ প্রতিষ্ঠান | উপায় ইউসিবি স্টক ব্রোকারেজ লি. ইউসিবি ফিনটেক কোম্পানি লি. ইউসিবি এসেট ম্যানেজমেন্ট লি. ইউসিবি ইনভেস্টমেন্ট লি. |
রেটিং | AA |
ওয়েবসাইট | www |
পাদটীকা / তথ্যসূত্র [1][2][3][4][5] |
ব্যাংকটি ২৬ জুন ১৯৮৩ সালে ব্যক্তিমালিকানাধীন ব্যাঙ্ক হিসাবে ইনকর্পোরেটেড হয়। বাংলাদেশ সরকার ব্যাংকের শেয়ারের মালিক। ব্যাংকটি পর্যায়ক্রমে ১৯৮৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ১৯৯৫ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ তালিকাভুক্ত হয়।[7][10]
৮ এপ্রিল ১৯৯৩, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রথম চেয়ারম্যান জনাব হুমায়ুন জহির-কে অন্যান্য ব্যাংক পরিচালকদের সাথে বিরোধের কারণে হত্যা করা হয়।[11] হত্যাকাণ্ডে প্রধান আসামী ছিলেন ব্যাংকটির পরিচালক জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবু। এমতাবস্থায় বাবু দেশ ছেড়ে পালিয়ে যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিবর্তিত হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি পুনঃরায় দেশে ফিরে আসেন।[12]
২৬ আগস্ট ১৯৯৯, বাবু ও তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী তাদের সাথে ৪০ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ব্যাংকটির বৈঠকের সময় জোরপূর্বক পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ দখল করে। এবার, অন্য আর এক চেয়ারম্যান, জাফর আহমেদ চৌধুরীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তৎকালীন সময়ে বাবু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। তবে পরবর্তীতে, জাফর আহমেদ তার পক্ষে আদালতের রায় দিয়ে পুনঃরায় পরিচালনা পর্ষদে ফিরে আসেন।[12][13]
ফেব্রুয়ারি ২০০৮, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পূর্ববর্তী সকল মালিকানা বিরোধীতার কারণে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক দল নিয়োগ করে।[14]
২০০৯ সালে, ব্যাংকটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পনসর হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।[15]
২০১০ সালে, বাংলাদেশ আওয়ামী লীগ পুনঃরায় ক্ষমতায় ফিরলে বাবু এবার ব্যাংকটির পরিচালক হন।[12]
২০১২ সালে মে মাসে ইউউসিবি থেকে জাল ক্রেডিট কার্ড ব্যবহার করে ১০০ মিলিয়ন (১০ কোটি) টাকা চুরি ও আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চার কর্মকর্তা ও একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)।[16][17]
২০১৩, হুমায়ুন জহিরের বড় ছেলে শরীফ জহির ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।[18][19] এই বছরের শেষের দিকে মোবাইল আর্থিক পরিষেবা (MFS), Ucash (ইউক্যাশ) চালু করা হয়।[20]
এপ্রিল ২০১৫, পারটেক্স গ্রুপ-এর তৎকালীন চেয়ারম্যান এম এ হাসেম ইউসিবির চেয়ারম্যান নির্বাচিত হন।[21] সেপ্টেম্বর-এ ব্যাংকটির লোগো পরিবর্তন করা হয়, যা ডিজাইন করেছিলেন রফিকুন নবী এবং মোস্তফা মন্ওয়ার।[22] উক্ত বছরের অক্টোবরে ব্যাংকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১০ মিলিয়ন (১ কোটি) টাকা অনুদান দেয়।[23]
মার্চ ২০১৬,বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে বন্ধক রাখা একটি সম্পত্তির বিপরীতে একজন ব্যবসায়ীকে ১৮১.৮ মিলিয়ন (১৮ কোটি ১৮ লক্ষ) টাকা ঋণ দেয়ার অভিযোগে চট্টগ্রামের একটি আদালত ব্যাংকটির একজন কর্মকর্তাকে কারাদন্ড দেয়।[24]
সেপ্টেম্বর ২০১৭, ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে তার ডিরেক্টর,সুলতানা হাসেম এর মালিকানাধীন কোম্পানি রাসেল ভেজিটেবল অয়েল লিমিটেডের ঋণ অবৈধভাবে মওকুফ করে, যিনি চেয়ারম্যান এম এ হাসেমের স্ত্রী ছিলেন।।[25]
২০২১ সালে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অধীনস্থ প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের আওতায় মোবাইল আর্থিক পরিষেবা (MFS) Ucash (ইউক্যাশ) এর নাম পরিবর্তন করে Upay (উপায়) নামে চালু করে।[26][27][28] যা গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক সংযোগ ব্যবহারকারীদের বিনা ইন্টারনেটে উপায় অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ করে দেয়।[29]
২০২২ সালে, ব্যাংকটি ফেব্রুয়ারিতে তার রেমিট্যান্স পরিচালনার জন্য সিঙ্গাপুরে এবং এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে একটি করে সহায়ক সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করে।[30][31]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.