আশা প্যাটারা (ইংরেজি: Asha Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ১০৮ কিলোমিটার এবং স্থানাংক ৮.৮৪° দক্ষিণ ২২৫.৬৯° পশ্চিম / -8.84; -225.69 (Asha Patera)। প্যাটারাটির নামকরণ করা হয় জরথুস্ট্রীয় পরম সত্যের আদর্শ ‘আশা’র নামানুসারে। নামানুসারে। ১৯৭৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক এই নামটি গৃহীত হয়।[1] আশা প্যাটারার পশ্চিম দিকে রেইডেন প্যাটারাকামি-নারি প্যাটারা অবস্থিত।[2]

Thumb
নাসা ওয়ার্ল্ড উইন্ডে গৃহীত একটি স্ক্রিনশটে আশা প্যাটারা

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.