আরব লিগ (আরবি: جامعة الدول العربية) আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।

দ্রুত তথ্য আরব রাষ্ট্রসমূহের লিগ جامعة الدول العربيةJāmiʿa ad-Duwal al-ʿArabiyya, প্রশাসনিক কেন্দ্র ...
আরব রাষ্ট্রসমূহের লিগ

جامعة الدول العربية
Jāmiʿa ad-Duwal al-ʿArabiyya
Thumb
পতাকা
Thumb
প্রতীক
Thumb
প্রশাসনিক কেন্দ্রকায়রো, মিশর
সরকারি ভাষা
জাতীয়তাসূচক বিশেষণআরব জাতি
ধরনআঞ্চলিক সংস্থা
সদস্য রাষ্ট্রসমূহ
নেতৃবৃন্দ
 Arab League Secretariat
আহমেদ আবুল ঘেইট
 Arab Parliament
আলী আল-দাকবাশী
 Council Presidency
সুদান
আইন-সভাArab Parliament
প্রতিষ্ঠিত
 Alexandria Protocol
১৯৪৫ সালের ২২ মার্চ
আয়তন
 Total area
১,৪১,৩২,৩২৭ কিমি (৫৪,৫৬,৫২২ মা)
জনসংখ্যা
 ২০১৫ আনুমানিক
৪২৩,০০০,০০০[1]
 ঘনত্ব
২৭.১৭/কিমি (৭০.৪/বর্গমাইল)
জিডিপি (পিপিপি)২০১৬ আনুমানিক
 মোট
$৬.৫ ট্রিলিয়ন (4th)
 মাথাপিছু
$৯,৩০০
জিডিপি (মনোনীত)২০১১ আনুমানিক
 মোট
$৩.৫ ট্রিলিয়ন
 মাথাপিছু
$৪,২০০
মুদ্রা
২১
সময় অঞ্চলইউটিসি+০ থেকে +৪
ওয়েবসাইট
www.LasPortal.org
  1. From 1979 to 1989, Tunis, Tunisia.
  2. Syrian Arab Republic suspended.
বন্ধ

ইতিহাস

১৯৪৪ সালের আলেক্সাদ্রিয়া প্রোটোকলের উপরে ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। উদ্দেশ্য মূলতঃ অর্থনৈতিক, রাজনৈতিক ও পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধান করা

ভৌগোলিক

আরব লিগ মূলতঃ ১কোটি ৩০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে যা ৫০ লক্ষ বর্গ মাইলের সমতুল্য। এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে এই বিশাল ভুমিতে বেশির ভাগই মরুভূমি। তবে বেশ কিছু উর্বর ভূমিও আছে। একই সাথে পাহাড় পর্বত নদী নালা ও গভীর জঙ্গলও বিদ্যমান।

সদস্য রাষ্ট্রসমূহ

অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লিগের সদস্য

জনসংখ্যা

২০০৭ সাল নাগাদ আরব লিগের মোট জনসংখ্যা ৩৪ কোটি। এর মধ্যে মিশরে সবচেয়ে বেশি ৮ কোটি এবং কমোরোসে সবচেয়ে কম ৬ লক্ষ। মোট জনসংখ্যার ৯০% মুসলমান, ৬% খ্রীষ্টান এবং ৪% অন্যান্য।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.