আমাসিয়া প্রদেশ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমাসিয়া প্রদেশ তুরস্কের উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ, যা ইয়েশিল নদীর তীরে কৃষ্ণ সাগর অঞ্চলে অবস্থিত। প্রদেশটির জনসংখ্যা ৩৫২,৪৫২[কখন?] এবং আয়তন প্রায় ৫,৫২০ বর্গ কিলোমিটার।
আমাসিয়া প্রদেশ Amasya ili | |
---|---|
তুরস্কের প্রদেশ | |
মানচিত্রে তুরস্কের প্রদেশ আমাসিয়া | |
রাষ্ট্র | তুরস্ক |
অঞ্চল | পশ্চিম কৃষ্ণ সাগর |
উপঅঞ্চল | সামসুন |
সরকার | |
• নির্বাচনী জেলা | আমাসিয়া |
আয়তন | |
• সর্বমোট | ৫,৫২০ বর্গকিমি (২,১৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১০)[১] | |
• সর্বমোট | ৩,৩৪,৭৮৬ |
• জনঘনত্ব | ৬১/বর্গকিমি (১৬০/বর্গমাইল) |
এলাকা কোড | 0৩৫৮ |
যানবাহন নিবন্ধন | ০৫ |
প্রদেশটির রাজধানী আমাসিয়া। এই নাম মহাবীর আলেকজান্ডারের আমলের বিভিন্ন দলিলপত্রে খুঁজে পাওয়া যায়। বিখ্যাত গ্রিক দার্শনিক, ঐতিহাসিক স্ট্রাবো আমাসিয়া শহরে জন্মগ্রহণ করেন। উসমানীয় সাম্রাজ্যের সময় আমাসিয়া শহর অনেক মাদ্রাসার জন্য বিখ্যাত ছিল।
আমাসিয়া প্রদেশ কৃষ্ণ সাগরের অতি নিকটে সমুদপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। এখানকার জলবায়ু শুষ্ক এবং গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত অনুভূত হয়। এই প্রদেশের অর্থনীতি কৃষিভিত্তিক এবং আমাসিয়া আপেল চাষের জন্য তুরস্কের প্রদেশসমূহের মধ্যে সবচেয়ে উপযোগী। এছাড়া এখানে তামাক, পিচ ফল, চেরি এবং বিভিন্ন ফলের চাষ হয়।
আমাসিয়া প্রদেশ নিম্নোক্ত সাতটি জেলা নিয়ে গঠিতঃ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.