Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ফার্সি: تیم ملی فوتبال زیر ۲۳ سال افغانستان; যা আফগানিস্তান অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আফগানিস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম আফগানিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আফগানিস্তান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
ডাকনাম | আফগানিস্তানের সিংহ | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | আফগানিস্তান ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশন | ||
অধিনায়ক | সাঈদ মুহাম্মদ হাশেমি | ||
মাঠ | গাজী স্টেডিয়াম | ||
ফিফা কোড | AFG | ||
ওয়েবসাইট | aff | ||
| |||
দক্ষিণ এশীয় গেমস | |||
অংশগ্রহণ | ১ (২০১০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (২০১০) |
২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট গাজী স্টেডিয়ামে আফগানিস্তানের সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[1] এই দলের প্রধান কার্যালয় আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত। বর্তমানে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন শাহিন আসমাইয়ের রক্ষণভাগের খেলোয়াড় সাঈদ মুহাম্মদ হাশেমি।[2][3]
আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২৩ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপেও এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। সুলিমান শাহ খুরামি, নাজিম হায়দারি, মুজতবা মজিদি, হুসাইন জামান এবং সাঈদ নাসির হুসাইনির মতো খেলোয়াড়গণ আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.