Loading AI tools
ভারতের দিল্লির মেট্রো স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আনন্দ বিহার মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইন ও পিঙ্ক লাইনের সংযোগস্থলে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল ও উত্তর প্রদেশ সীমান্তে আনন্দ বিহার রেল স্টেশনের কাছে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১০ সালের ৬ষ্ঠ জানুয়ারি ব্লু লাইনের স্টেশন হিসাবে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়। পরে ২০১৮ সালের ৩১শে অক্টোবর স্টেশনটি পিঙ্ক লাইনেও সংযুক্ত হয়।[1] এটি পূর্ব দিল্লির একটি গুরুত্বপূর্ণ পরিবহন যোগাযোগ কেন্দ্র। স্টেশনটি স্বামী বিবেকানন্দ আন্তঃরাজ্য বাস টার্মিনাস ও আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনের সাথে পরোক্ষ ভাবে যুক্ত। এখানে এটিএম পরিষেবা উপলব্ধ।[2]
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন → বৈশালী পরবর্তী স্টেশন কৌশাম্বী | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন কড়কড়ডুমা পিঙ্ক লাইন -এ যাওয়ার জন্য এর পরবর্তী স্টেশনে গাড়ী বদল করুন। | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ | ||
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
উত্তরপূর্বদিকগামী | গন্তব্য স্টেশন → শিব বিহার পরবর্তী স্টেশন কড়কড়ডুমা ব্লু লাইন -এ যাওয়ার জন্য এর পরবর্তী স্টেশনে গাড়ী বদল করুন। | |
উত্তরপশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← মজলিস পার্ক পরবর্তী স্টেশন আইপি এক্সটেনশন | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ | ||
আনন্দ বিহার স্টেশন প্রবেশ/প্রস্থান[3] | ||||
---|---|---|---|---|
দ্বার নং-১ | দ্বার নং-২ | দ্বার নং-৩ | ||
স্বামী বিবেকানন্দ আন্তঃরাজ্য বাস টার্মিনাস | আনন্দ বিহার আইএসবিটির সামনে | আনন্দ বিহার আইএসবিটি ও আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনের মাঝে | ||
নিকটবর্তী বাস স্টপগুলি থেকে দিল্লি পরিবহন নিগমের ওজিএল-২৩, ০ওএমএস(+), ৩৩, ৩৩এ, ৩৩এক্সট, ৩৩সি, ৩৩লিংকএসটিএল, ৩৩এলএসটিএল, ৩৯এ, ৭৩, ৭৩লিংকএসটিএল, ৮৫, ৮৫এএক্সট, ৮৫এক্সট, ৮৮এ, ১৪৩, ১৬৫, ১৬৫এ, ২০২, ২১২, ২২১, ০২৩৬, ২৩৬, ২৩৬এক্সট, ২৪৩এ, ২৪৩বি, ৩১১এ, ৩৩৩, ৩৪১, ৩৫৭এ, ৩৯৬, ৪৬৯, ৫৩৪, ৫৩৪এ, ৫৩৪সি, ৫৪২, ৫৪৩সি, ৫৪৩, ৫৪৩এসটিএল, ৬২৩এ, ৬২৩এসিএল, ৬২৪এ, ৬২৪এসিএল, ৬২৪বিলিংকএসটিএল, ৭২৩, ৭৪০, ৭৪০এ, ৭৪০বি, ৭৪০এক্সট, ৮৫৭, ৯৩৯, ৯৪৩, ৯৭১, ৯৭১এ, এসি-৫৩৪, এসি-৯৭১এ, এসি-আনন্দ বিহার আইএসবিটি - গুরগাঁও বাস স্ট্যান্ড, এসি-জিএল-২৩, আনন্দ বিহার আইএসবিটি - গুরগাঁও বাস স্ট্যান্ড, জিএল-২২, জিএল-২৩, ওএমএস(+), ওএমএস(-), ওএমএস(+) এসি, ওয়াইএমএস(-) ও ওয়াইএমএস(+) বাস পরিষেবা চালু রয়েছে।[4][5][6] এছাড়াও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বাস পরিষেবাও রয়েছে।[7] প্রস্তাবিত দিল্লি–মীরাট আঞ্চলিক দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার একটি স্টেশন হবে এই আনন্দ বিহার।[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.