আজাদি মিনার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আজাদী মিনার (ফার্সি: برج آزادی) ইরানের রাজধানী তেহরান শহরের প্রবেশপথে অবস্থিত একটি সুউচ্চ স্থাপনা।
আজাদী মিনার | |
---|---|
ফার্সি: برج آزادی (বুরুজ-ই-আজাদী) | |
প্রাক্তন নাম | শাহইয়াদ স্তম্ভ (অর্থাৎ, শাহদের স্মৃতি স্তম্ভ) |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থান | তেহরান, ইরান |
স্থানাঙ্ক | ৩৫°৪১′৫৮″ উত্তর ৫১°২০′১৬″ পূর্ব |
উন্মুক্ত হয়েছে | ১৪ জানুয়ারি ১৯৭২ |
উদ্বোধন | ১৬ অক্টোবর ১৯৭১ |
নির্মাণব্যয় | $৬ মিলিয়ন |
গ্রাহক | উৎযাপন কাউন্সিল |
Height | |
ছাদ পর্যন্ত | ৪৫ মি (১৪৮ ফু) |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | হোসেইন আমনাত |
অবকাঠামোবিদ | অরুপ গ্রুপ |
প্রধান ঠিকাদার | এমএপি কোম্পানি |
Website | |
azadi-tower |
১৯৭১ সালে পারস্য সাম্রাজ্যের ২৫০০ বছরপূর্তি উপলক্ষে এটি নির্মাণ করা হয়। তখন এর নাম দেয়া হয়েছিল শাহ্ইয়দ অরিয়মেহ্র (شهیاد آریامهر) অর্থাৎ "শাহ্দের স্মৃতিসৌধ"। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এর নাম বদলে অজদী রাখা হয়। আদিতে পাহলাভি রাজবংশের অধীনে আধুনিক ইরানের কীর্তির প্রতীক হিসেবে নির্মিত হলেও বর্তমানে এটি দেশটির নতুন ইসলামী প্রজাতন্ত্র পর্বের প্রতীক। এটি তেহরানের অজদী চত্বরে সম্পূর্ণ সাদা মর্মর পাথরে নির্মিত ও ৪৫ মিটার ( ১৪৮ ফুট) উঁচু।[1][2] মিনারটির পাদদেশে অনেকগুলি ফোয়ারা আছে এবং এর নিচে ভূগর্ভে একটি জাদুঘর আছে।
স্থপতি হোসেইন আমনাত একটি প্রতিযোগিতায় জয়লাভ করে সৌধটি নকশা করার দায়িত্ব পান।[3] তিনি তার নকশায় সসনীয় রাজবংশের আমল এবং ইসলামী স্থাপত্যের উপাদানের মিশ্রণ ঘটান। মিনারটি নির্মাণের জন্য ৮ হাজার মর্মর পাথরের ব্লক এসফাহন প্রদেশ থেকে আনা হয়। পাঁচশত ইরানি শিল্পপতির একটি দল প্রকল্পটির জন্য অর্থ দেন।
২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে আমির মুসাভি নামের এক ব্যক্তি খালি হাতে মিনারটির শীর্ষে ওঠার চেষ্টা করেন। সেদিন হাজার হাজার লোক ইরানি বিপ্লব স্মরণ উপলক্ষে সেখানে জমায়েত হয়েছিল। শীর্ষ থেকে ৩ মিটার বাকী থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং উপর থেকে পড়ে মারা যান।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.