আকাবা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আকাবা ( ইংরেজি: /ˈækəbə/, এছাড়াও ইউএস: /ˈɑːk-/ ; আরবি: العقبة, প্রতিবর্ণীকৃত: al-ʿAqaba, al-ʿAgaba : العقبة , রোমানাইজড : আল-আকাবা, আল-আগাবা , উচ্চারণ [æl ˈʕæqaba, alˈʕagaba] ) জর্ডানের একমাত্র উপকূলীয় শহর এবং আকাবা উপসাগরের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।[2] জর্ডানের সর্বদক্ষিণে অবস্থিত, আকাবা হল আকাবা গভর্নরেটের প্রশাসনিক কেন্দ্র।[3] ২০১৫ সালে শহরের জনসংখ্যা ছিল ১৪৮,৩৯৮ এবং ভূমির আয়তন ৩৭৫ বর্গকিলোমিটার (১৪৪.৮ মা২)।[4] বর্তমানে আকাবা স্পন্দনশীল বাণিজ্য ও পর্যটন খাতের মাধ্যমে জর্ডানের অর্থনীতির উন্নয়নে একটি প্রধান ভূমিকা পালন করে। আকাবা বন্দরটি এই অঞ্চলের অন্যান্য দেশেও সেবা দেয়।[5]
আকাবা العَقبة | |
---|---|
নগর | |
ডাকনাম: The Bride of the Red Sea | |
স্থানাঙ্ক: ২৯°৩১′৫৫″ উত্তর ৩৫°০০′২০″ পূর্ব | |
দেশ | Jordan |
গভর্নরেট | আকাবা গভর্নরেট |
প্রতিষ্ঠিত | ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ |
কর্তৃপক্ষ | ২০০১ |
আয়তন | |
• নগর | ৩৭৫ বর্গকিমি (১৪৫ বর্গমাইল) |
উচ্চতা | ৬ মিটার (২০ ফুট) |
জনসংখ্যা (২০৩১) | |
• নগর | ৯৫,০৪৮[1] |
• জনঘনত্ব | ৫০২/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ১,৪৮,৩৯৮ |
বিশেষণ | Aqabawi |
সময় অঞ্চল | +2 Eastern European Standard Time |
• গ্রীষ্মকালীন (দিসস) | +3 Arabia Standard Time (ইউটিসি) |
Postal code | 77110 |
এলাকা কোড | +(962)3 |
ওয়েবসাইট |
এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে লোহিত সাগরের উত্তর-পূর্ব প্রান্তে আকাবার কৌশলগত অবস্থান হাজার হাজার বছর ধরে এর বন্দরটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।[5]
প্রাচীন শহরটির নাম ছিল এলথ, ল্যাটিন ভাষায় আইলা এবং আরবি ভাষায় আয়লা নামে গৃহীত।এর কৌশলগত অবস্থান এবং তামার খনির নৈকট্য এটিকে চ্যালকোলিথিক যুগে তামার উৎপাদন ও বাণিজ্যের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করেছিল। আইলা বাইজেন্টাইন শাসনের অধীনে একজন বিশপ্রিক হয়ে ওঠেন এবং পরে ৬৫০ খ্রিস্টাব্দের দিকে ইসলামিক বিজয়ের পর লাতিন ক্যাথলিক শিরোনামে পরিণত হন, যখন এটি আয়লা নামে পরিচিত হয়; আকাবা নামটি মধ্যযুগীয়।[6] দ্য গ্রেট আরব রিভোল্টের আকাবার যুদ্ধ, লরেন্স অফ অ্যারাবিয়া চলচ্চিত্রে চিত্রিত,[7] ফলে উসমানীয় রক্ষকদের উপর আরব বাহিনীর বিজয় হয়।[8]
ওয়াদি রাম এবং পেট্রার পাশে আকাবার অবস্থান এটিকে জর্ডানের পর্যটনের সোনালী ত্রিভুজে রেখেছে, যা বিশ্ব মানচিত্রে শহরের অবস্থানকে শক্তিশালী করেছে এবং এটিকে জর্ডানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত করেছে।[9] শহরটি আকাবা স্পেশাল ইকোনমিক জোন অথরিটি দ্বারা পরিচালিত হয়, যা আকাবাকে একটি কম ট্যাক্স, শুল্কমুক্ত শহরে পরিণত করেছে, আয়লা ওয়েসিস, সারায়া আকাবা, মারসা জায়েদ এবং আকাবা বন্দরের সম্প্রসারণের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্পকে আকৃষ্ট করেছে।[10] তারা শহরটিকে অঞ্চলের একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।[11] যাইহোক, দেশের একমাত্র সমুদ্রবন্দর হিসাবে শহরের কৌশলগত অবস্থানের কারণে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম গুরুত্বপূর্ণ।[12] শহরটি ইলাত থেকে সীমানা পেরিয়ে ঠিক একইভাবে লোহিত সাগরে ইসরায়েলের একমাত্র বন্দর। ১৯৯৪ সালের ইসরায়েল জর্ডান শান্তি চুক্তির পরে একটি আন্তঃসীমান্ত পর্যটন এবং অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার পরিকল্পনা এবং আশা ছিল, কিন্তু সেই পরিকল্পনাগুলির মধ্যে কয়েকটি সফল হয়েছে।[13][14][15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.