অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি: Australian National University) বা অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ও জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি অস্ট্রেলীয় সংসদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে।[1][2][3][4][5][6][7][8][9][10][11]
নীতিবাক্য | Naturam Primum Cognoscere Rerum নাতুরাম প্রিমুম কগনোস্কেরে রেরুম |
---|---|
বাংলায় নীতিবাক্য | "বস্তসমূহের প্রকৃতি শিখতে প্রথম" |
ধরন | সরকারি, জাতীয়l |
স্থাপিত | ১৯৪৬ |
বৃত্তিদান | ১১৩ কোটি অস্ট্রেলীয় ডলার [1] |
আচার্য | গ্যারেথ এভানস |
উপাচার্য | ব্রায়ান শ্মিট |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩,৭৫৩ |
শিক্ষার্থী | ২০,৮৯২ |
স্নাতক | ১০,০৫২ |
স্নাতকোত্তর | ১০,৮৪০ |
অবস্থান | অ্যাকটন , অস্ট্রেলীয় রাজধানী অঞ্চল , অস্ট্রেলিয়া |
অধিভুক্তি | IARU, গ্রুপ অফ এইট, APRU, AURA, ASAIHL |
ওয়েবসাইট | anu.edu.au |
বিশ্ববিদ্যালয়টির মূল বিদ্যায়তন বা ক্যাম্পাসটি ক্যানবেরা শহরের একটি উপশহর অ্যাকটন শহরে অবস্থিত। বিদ্যায়তনটিতে সাতটি প্রশিক্ষণ ও গবেষণা মহাবিদ্যালয় এবং একাধিক জাতীয় অ্যাকাডেমি ও ইন্সটিটিউট অবস্থিত।[2] আদিতে অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্নাতকোত্তর গবেষণামূলক বিশ্ববিদ্যালয় ছিল। ১৯৬০ সালে এটি ক্যানবেরা ইউনিভার্সিটি কলেজ (১৯২৯ সালে প্রতিষ্ঠিত) শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে একীভূত হয় এবং স্নাতক পর্যায়ে শিক্ষাদান শুরু করে।[3] এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং প্রায় ১১ হাজার স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী পড়াশোনা করছে।[4] ২০১২ সালের হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বৃত্তি তহবিলের পরিমাণ ছিল ১১৩ কোটি অস্ট্রেলীয় ডলার।[1]
অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রধান গবেষণামূলক বিশ্ববিদ্যালয়গুলির একটি। কিউএস মর্যাদাক্রমে (কিউ এস র্যাংকিংয়ে) এটি অস্ট্রেলিয়ার ও সমগ্র ওশেনিয়া অঞ্চলের গবেষণামূলক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সারা বিশ্বে এর অবস্থান ২৪তম।[5]
অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষকদের মধ্যে ছয়জন নোবেল পুরস্কার বিজয়ী এবং ৪৯ জন রোডস বৃত্তিধারী আছেন।[12][13] অস্ট্রেলিয়ার দুইজন প্রধানমন্ত্রী, বর্তমানে কর্মরত ৩০ জন রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার এক ডজনেরও বেশি সরকারী দপ্তরের বর্তমান প্রধানগণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.