Loading AI tools
ফরাসি ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অঁতোয়ান গ্রিয়েজমান (ফরাসি উচ্চারণ: [ɑ̃twan ɡʁijɛzman];[3] জন্ম: ২১ মার্চ ১৯৯১) একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় শীর্ষ স্তরের লিগ লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | অঁতোয়ান গ্রিয়েজমান[1] | ||
জন্ম | [1] | ২১ মার্চ ১৯৯১||
জন্ম স্থান | মাকোঁ, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
আতলেতিকো মাদ্রিদ (বার্সেলোনা হতে ধারে) | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
১৯৯৭–১৯৯৯ | মাকোন | ||
১৯৯৯–২০০৫ | মাকোনাইস | ||
২০০৫–২০০৯ | রিয়াল সোসিয়েদাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৪ | রিয়াল সোসিয়েদাদ | ১৮০ | (৪৬) |
২০১৪–২০১৯ | আতলেতিকো মাদ্রিদ | ১৮০ | (৯৪) |
২০১৯–২০২২ | বার্সেলোনা | ৭৪ | (২২) |
২০২১–২০২২ | → আতলেতিকো মাদ্রিদ (ধার) | ৩৪ | (৫) |
২০২২– | আতলেতিকো মাদ্রিদ | ৪১ | (১৬) |
জাতীয় দল‡ | |||
২০১০ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ৭ | (৩) |
২০১১ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৮ | (১) |
২০১০–২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১০ | (২) |
২০১৪– | ফ্রান্স | ১২১ | (৪৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:০৪, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:০৪, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
গ্রিয়েজমান ফ্রান্সের মাকোঁয় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে, স্পেনীয় ক্লাব রিয়াল সোসিয়েদাদ এ তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এই ক্লাবের হয়ে তিনি ২০০৯–১০ মৌসুমে স্পেনের দ্বিতীয় বিভাগ, সেহুন্দা দিভিসিওন এর শিরোপা জয়লাভ করেন। রিয়াল সোসিয়েদাদেহয়ে ৫ মৌসুম খেলার পর, ২০১৪ সালে, তিনি ক্লাব রেকর্ড পরিমাণ ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরেক স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ এ যোগদান করেন। তিনি রিয়াল সোসিয়াদাদে তার ক্যারিয়ারের অধিকাংশ সময় একজন উইঙ্গার হিসেবে খেলেছেন তবে আতলেতিকো মাদ্রিদে এসে তিনি তার খেলার ধরন পাল্টে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে শুরু করেন এবং খুব তাড়াতাড়ি ক্লাবটির মূল খেলোয়াড়ে পরিণত হন। তিনি তার অভিষেক মৌসুমে ক্লাবের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড অর্জন করেন এবং ২০১৪–১৫ মৌসুমে লা লিগার মৌসুমসেরা দলের একজনে পরিণত হন। তিনি ২০১৬ সালে লা লিগা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই সাথে তিনি ২০১৬ সালে ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় এবং বালোঁ দরের জন্য মনোনীত হন এবং উভয় পুরস্কারেই তৃতীয় স্থান অর্জন করেন। পরবর্তিতে তিনি ২০১৮ সালে আবারো ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় এবং বালোঁ দরের জন্য মনোনীত হন এবং যথাক্রমে ষষ্ঠ ও তৃতীয় স্থান অর্জন করেন।
২০১৯ সালের জুলাই মাসে গ্রিয়েজমান বার্সেলোনায় যোগ দিতে সম্মত হন। পরবর্তীকালে বার্সেলোনা তাকে ১২ কোটি ইউরোর বিনিময়ে কিনে নেয়। এর মাধ্যমে তিনি বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ দামি ফুটবলারে পরিণত হন।
গ্রিয়েজমান ফ্রান্স অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তিনি ২০১০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জয়ী দল ফ্রান্সের একজন সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি একই বছরের ফিফা বিশ্বকাপে ফ্রান্স দলের একজন সদস্য ছিলেন। ২০১৬ উয়েফা ইউরোয় ফ্রান্সকে রানার-আপ তিনি সহায়তা করেছিলেন। উক্ত প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। পরবর্তিতে তিনি ২০১৮ ফিফা বিশ্বকাপ জয় করেন। উক্ত প্রতিযোগিতায় তিনি ৪ গোল করার মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে সিলভার বুট এবং তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ বল জয় করেন এবং টুর্নামেন্ট ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
রিয়াল সোসিয়েদাদ | ২০০৯–১০ | ৩৯ | ৬ | ০ | ০ | — | — | ৩৯ | ৬ | ||
২০১০–১১ | ৩৭ | ৭ | ২ | ০ | — | — | ৩৯ | ৭ | |||
২০১১–১২ | ৩৫ | ৭ | ৩ | ১ | — | — | ৩৮ | ৮ | |||
২০১২–১৩ | ৩৪ | ১০ | ১ | ১ | — | — | ৩৫ | ১১ | |||
২০১৩–১৪ | ৩৫ | ১৬ | ৭ | ৩ | ৮ | ১ | — | ৫০ | ২০ | ||
মোট | ১৮০ | ৪৬ | ১৩ | ৫ | ৮ | ১ | — | ২০১ | ৫২ | ||
আতলেতিকো মাদ্রিদ | ২০১৪–১৫ | ৩৭ | ২২ | ৫ | ১ | ৯ | ২ | ২ | ০ | ৫৩ | ২৫ |
২০১৫–১৬ | ৩৮ | ২২ | ৩ | ৩ | ১৩ | ৭ | — | ৫৪ | ৩২ | ||
২০১৬–১৭ | ৩৬ | ১৬ | ৫ | ৪ | ১২ | ৬ | — | ৫৩ | ২৬ | ||
২০১৭–১৮ | ৩২ | ১৯ | ৩ | ২ | ১৪ | ৮ | — | ৪৯ | ২৯ | ||
২০১৮–১৯ | ৩৭ | ১৫ | ২ | ২ | ৮ | ৪ | ১ | ০ | ৪৮ | ২১ | |
মোট | ১৮০ | ৯৪ | ১৮ | ১২ | ৫৬ | ২৭ | ৩ | ০ | ২৫৭ | ১৩৩ | |
ফুটবল ক্লাব বার্সেলোনা | ২০১৯–২০ | ৩৫ | ৯ | ৩ | ৩ | ৯ | ২ | ১ | ১ | ৪৮ | ১৫ |
২০২০–২১ | ৩৬ | ১৩ | ৬ | ৩ | ৭ | ২ | ২ | ২ | ৫১ | ২০ | |
২০২১–২২ | ৩ | ০ | — | — | — | ৩ | ০ | ||||
মোট | ৭৪ | ২২ | ৯ | ৬ | ১৬ | ৪ | ৩ | ৩ | ১০২ | ৩৫ | |
আতলেতিকো মাদ্রিদ (ধারে) | ২০২১–২২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
সর্বমোট | ৪৩৪ | ১৬২ | ৪০ | ২৩ | ৮০ | ৩২ | ৬ | ৩ | ৫৬০ | ২২০ |
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ফ্রান্স | ২০১৪ | ১৪ | ৫ |
২০১৫ | ১০ | ১ | |
২০১৬ | ১৫ | ৮ | |
২০১৭ | ১০ | ৫ | |
২০১৮ | ১৮ | ৭ | |
২০১৯ | ১১ | ৪ | |
২০২০ | ৮ | ৩ | |
২০২১ | ১৬ | ৯ | |
২০২২ | ১৫ | ০ | |
২০২৩ | ৪ | ১ | |
সর্বমোট | ১২১ | ৪৩ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.