Loading AI tools
উইকিমিডিয়া নিবন্ধের তালিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সর্বকালের সেরা চলচ্চিত্র নির্ধারণ করার কোন নির্দিষ্ট মানদণ্ড নেই। তবে বিভিন্ন সাময়িকী এবং ভোটাভুটিতে মাঝেমাঝেই সেরা চলচ্চিত্রগুলোর নাম উঠে আসে। এখানে সেই চলচ্চিত্রগুলোকেই সাজানো হবে যেগুলো বিভিন্ন মাধ্যমে সেরা হিসেবে বিবেচিত হয়েছে। যেগুলো সর্বাধিক হিসেবে বিবেচিত হয়েছে সেগুলোকে প্রথমে দেয়া হবে এবং এভাবেই ক্রম নির্ধারণ করা হবে।
১৯৫২ সাল থেকে প্রতি দশকে ব্রিটিশ চলচ্চিত্র বিষয়ক সাময়িকী সাইট অ্যান্ড সাউন্ড সর্বকালের সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক একটি সম্প্রদায়কে ভোট দেওয়ার জন্য আহ্বান করে। ১৯৯২ সাল থেকে তারা পরিচালকদেরও অপর একটি ভোটে আহ্বান করে। ১৯৫২ সালে ৬৩ জন সমালোচক, ১৯৬২ সালে ৭০ জন সমালোচক, ১৯৭২ সালে ৮৯ জন সমালোচক, ১৯৮২ সালে ১২২ জন সমালোচক, ১৯৯২ সালে ১৩২ জন সমালোচক ও ১০১ জন পরিচালক, ২০০২ সালে ১৪৫ জন সমালোচক ও ১০৮ জন পরিচালক, এবং ২০১২ সালে ৮৪৬ জন সমালোচক ও ৩৫৮ জন পরিচালক এই ভোটে অংশগ্রহণ করেন।[1]
এই ভোটটিকে অন্যতম গুরুত্বপূর্ণ "সেরা চলচ্চিত্র" তালিকা হিসেবে গণ্য করা হয়। মার্কিন সমালোচক রজার ইবার্ট এই ভোটটিকে "সেরা চলচ্চিত্রের অসংখ্য ভোটের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সম্মানিত-একমাত্র গুরুত্বপূর্ণ তালিকা, যা মানুষজন শ্রদ্ধার সাথে গ্রহণ করেন" হিসেবে উল্লেখ করেন।[2]
অনলাইন ভিত্তিক চলচ্চিত্রের ডেটাবেজ ইন্টারনেট মুভি ডেটাবেজে দর্শকদের দৃষ্টিতে ৩০ নভেম্বর ২০১৭-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] সেরা দশটি চলচ্চিত্র হল:[3]
ক্রম | চলচ্চিত্র | বছর | রেটিং |
---|---|---|---|
১ | দ্য শশ্যাংক রিডেম্পশন | ১৯৯৪ | ৯.২ |
২ | দ্য গডফাদার | ১৯৭২ | ৯.২ |
৩ | দ্য গডফাদার ২ | ১৯৭৪ | ৯.০ |
৪ | দ্য ডার্ক নাইট | ২০০৮ | ৯.০ |
৫ | টুয়েলভ অ্যাংরি মেন | ১৯৫৭ | ৮.৯ |
৬ | শিন্ডলার্স লিস্ট | ১৯৯৩ | ৮.৯ |
৭ | পাল্প ফিকশন | ১৯৯৪ | ৮.৯ |
৮ | লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং | ২০০৩ | ৮.৯ |
৯ | দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি | ১৯৬৬ | ৮.৮ |
১০ | ফাইট ক্লাব | ১৯৫৪ | ৮.৮ |
চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচকদের দৃষ্টিতে নিম্নের ছবিগুলো সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।[22]
ক্রমিক নং | চলচ্চিত্রের নাম | পরিচালক | মুক্তির সাল |
---|---|---|---|
১। | তিতাস একটি নদীর নাম | ঋত্বিক ঘটক | ১৯৭৩ |
২। | চিত্রা নদীর পারে | তানভীর মোকাম্মেল | ১৯৯৯ |
৩। | নদীর নাম মধুমতী | তানভীর মোকাম্মেল | ১৯৯৪ |
৪। | সীমানা পেরিয়ে | আলমগীর কবির | ১৯৭৭ |
৫। | বেদের মেয়ে জ্যোৎস্না | তোজাম্মেল হক বকুল | ১৯৮৯ |
৬। | সূর্য দীঘল বাড়ী | শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের | ১৯৭৯ |
৭। | ধীরে বহে মেঘনা | আলমগীর কবির | ১৯৭৩ |
৮। | রূপালী সৈকতে | আলমগীর কবির | ১৯৭৯ |
৯। | শ্রাবণ মেঘের দিন | হুমায়ুন আহমেদ | ১৯৯৯ |
১০। | সাত ভাই চম্পা | দীলিপ সোম | ১৯৬৮ |
দর্শকদের দৃষ্টিতে ও ভোটে নিম্নের ছবিগুলো সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।[22]
ক্রমিক নং | চলচ্চিত্রের নাম | পরিচালক | মুক্তির সাল |
---|---|---|---|
১। | তিতাস একটি নদীর নাম | ঋত্বিক ঘটক | ১৯৭৩ |
২। | সীমানা পেরিয়ে | আলমগীর কবির | ১৯৭৭ |
৩। | চিত্রা নদীর পারে | তানভীর মোকাম্মেল | ১৯৯৯ |
৪। | উত্তরা | বুদ্ধদেব দাসগুপ্ত | ১৯৯৯ |
৫। | সাত ভাই চম্পা | দীলিপ সোম | ১৯৬৮ |
৬। | রূপালী সৈকতে | আলমগীর কবির | ১৯৭৯ |
৭। | লালসালু | তানভীর মোকাম্মেল | ২০০১ |
৮। | ধীরে বহে মেঘনা | আলমগীর কবির | ১৯৭৩ |
৯। | সুপ্রভাত | কবীর আনোয়ার | ১৯৭৬ |
১০। | জীবন থেকে নেয়া | জহির রায়হান | ১৯৭০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.