Loading AI tools
স্প্যানিশ রোমান্টিক চিত্রকর ও প্রিন্টপ্রস্তুতকারক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রান্সিসকো হোসে দে গয়া ই লুসিয়েন্তেস (৩০ মার্চ ১৭৪৬ - ১৬ এপ্রিল ১৮২৮) ছিলেন একজন স্প্যানিশ রোমান্টিক চিত্রকর ও প্রিন্টপ্রস্তুতকারক। চিত্রকলার ওল্ড মাস্টার যুগের শেষ ও আধুনিক যুগের প্রথম চিত্রকর হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্প্যানিশ রাজার দরবারের একজন রাজচিত্রকর ছিলেন। তার চিত্রগুলোর ভিতর দিয়ে একইসঙ্গে তার যুগের ঘটনাবলী ও সেসব ঘটনার বিশ্লেষণ ফুটে উঠে। তার শিল্পচর্চার রীতিবিরুদ্ধ কল্পনাপ্রয়াসী উপাদান ও একই সঙ্গে রং-এর সাহসী ব্যবহার পরবর্তী প্রজন্মের চিত্রকর যেমন এদুয়ার মানে, পাবলো পিকাসো, ও ফ্রান্সিস বেকনের নিকট আদর্শ হিসেবে কাজ করেছে।[1]
ফ্রান্সিসকো গয়া | |
---|---|
জন্ম | ফ্রান্সিসকো হোসে দে গয়া ই লুসিয়েন্তেস ৩০ মার্চ ১৭৪৬ ফুয়েন্দেতোদোস, আরাগন, স্পেন |
মৃত্যু | ১৬ এপ্রিল ১৮২৮ ৮২) বর্দো, ফ্রান্স | (বয়স
সমাধি | Royal Chapel of St. Anthony of La Florida ৪০.৪২৫৩৬° উত্তর ৩.৭২৫৬০° পশ্চিম |
জাতীয়তা | স্পেনীয় |
শিক্ষা | হোসে লুজান |
পরিচিতির কারণ | পেইন্টিং, ড্রয়িং, স্থাপত্য, প্রিন্ট তৈরী, |
উল্লেখযোগ্য কর্ম | La maja desnuda/La maja vestida The Third of May 1808 (1814) Black Paintings |
আন্দোলন | রোমান্টিকতা |
ফ্রান্সিসকো গয়া ৩০ মার্চ ১৭৪৬ সালে স্পেনের আরাগন অঞ্চলের ফুয়েন্দেতোদোস শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হোসে বেনিতো দে গয়া ই ফ্রাঙ্কে এবং মাতার নাম গ্রাসিয়া দে লুসিয়েন্তেস সালভাদর। গয়ার পিতা ছিলেন একজন স্পেনিয় আদিবাসী। তারে পেশা ছিল আলঙ্করিক গিল্টিকার।[2] ফ্রান্সিসকো ১৭৪৯ সালে সারগোসা শহরে একটি বাড়িতে বসবাস করতে শুরু করেন। সম্ভবত তিনি এস্কুয়েলাস পিয়াসে তার স্কুল জীবন শুরু করেন। মার্তিন জাপাতের সাথে তিনি ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলেন। ১৭৭০ থেকে ১৭৯০ সাল পর্যন্ত মাদ্রিদের রাজসভায় তার প্রাথমিক কর্মজীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ১৪ বছর বয়সে প্রখ্যাত চিত্রকর হোসে লুজানের সাথে ৪ বছর কাজ করেন। এরপর তিনি মাদ্রিদে চলে যান। সেখানে অ্যান্টন রাফায়েল মেঙগজের সাথে পড়াশুনা করেন। গয়া এরপর ১৭৬৩ এবং ১৭৬৬ সালে রেয়াল আকাদেমিয়া দে বেয়াস আর্তেস দে সান ফের্নান্দোতে যোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ১৭৭১ সালে তিনি রোমে চলে আসেন। সেখানে একটি চিত্রকর্ম প্রতিযোগিতায় তার আঁকা একটি চিত্রকর্ম দ্বিতীয় স্থান অধিকার করে।
১৭৭৫ সালের ২৫ জুলাই তিনি জোসেফাকে বিয়ে করেন। গয়ার স্ত্রীর ভাই, ফ্রান্সিসকো বাইয়ু ১৭৬৫ সাল থেকে রেয়াল আকাদেমিয়া দে বেয়াস আর্তেস দে সান ফের্নান্দোর সদস্য ছিলেন। তার সূত্রে গয়া স্পেনের রাজকীয় প্রাসাদগুলোর প্রস্থর নির্মিত দেয়াল সাজানোর জন্য ৪২ টি প্যাটার্ন অঙ্কন করেন। তার এই কাজগুলো রাজকীয় দরবারে তার প্রবেশাধিকার নিশ্চিত করে এবং তিনি তৎকালিন রাজপরিবারের অনুগ্রহ প্রাপ্ত হন। চার্চ অফ সান ফ্রান্সিস্কো এল গ্রান্দের মূল বেদীতে তার অঙ্কিত একটি চিত্রকর্মের জন্য তিনি রয়্যাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সদস্যপদ অর্জন করেন। ১৭৮৩ সালে স্পেনের রাজা তৃতীয় চার্লস তার প্রতিকৃতি তৈরি করার জন্য গয়াকে নিয়োগ করেন। সেই সময় রাজকুমার ডন লুইয়ের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ১৭৮৬ সালে রাজা তাকে বেতনভোগী রাজচিত্রকর হিসাবে নিয়োগ দেন। রাজা চতুর্থ চার্লসের সময়ে তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মানজনক অবস্থানে পৌছান।[3] ১৮০৮ সারে ফ্রান্সের সেনাবাহিনী নেপোলিয়নের ভ্রাতা প্রথম জোসেফের নের্তৃত্বে স্পেন আক্রমণ করলে পেনিনসুলা যুদ্ধ শুরু হয়। গয়া নতুন রাজার দরবারেও নিজের স্থান করে নেন। ১৮১৪ সালে স্পেনের রাজা সপ্তম ফার্দিনান্দ পুনরায় সিংহাসন ফিরে পেলে গয়া ফরাসিদের সাথে কাজ করা থেকে বিরত থাকেন। ১৮১২ সালে তার স্ত্রী জোসেফা মারা যান।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.