Remove ads
ভারতের একটি রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তামিলনাড়ু (তামিল: தமிழ்நாடு;/ˌtæmɪl
তামিলনাড়ু தமிழ்நாடு | |
---|---|
রাজ্য | |
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে': শোর মন্দির; তিরুবল্লুবর মূর্তি; নীলগিরি পার্বত্য, হোগেনক্কল জলপ্রপাত; তিরুমালা নায়ক্কর মহল; পামবন সেতু; এবং বৃহদিশ্বর মন্দির | |
সঙ্গীত: "তামিল তাই ওয়ালত্তু" (তামিলমাতৃকার আবাহন) | |
ভারতের মানচিত্রে তামিলনাড়ুর অবস্থান | |
স্থানাঙ্ক: ১৩.০৯° উত্তর ৮০.২৭° পূর্ব | |
দেশ | ভারত |
অঞ্চল | দক্ষিণ ভারত |
প্রতিষ্ঠা | ১ নভেম্বর, ১৯৫৬ |
রাজধানী | চেন্নাই (পূর্বতন মাদ্রাজ) |
বৃহত্তম শহর | চেন্নাই |
সরকার | |
• রাজ্যপাল | আরএন রবি |
• মুখ্যমন্ত্রী | এম. কে. স্ট্যালিন (এআইএডিএমকে) |
• উপমুখ্যমন্ত্রী | ও পনিরসেলভাম |
এলাকার ক্রম | ১১শ |
জনসংখ্যা | |
• মোট | ৬,৬৩,৯৬,০০০ |
• ক্রম | ৭ম |
ওয়েবসাইট | tn.gov.in |
† Established in 1773; Madras State was formed in 1956 and renamed as Tamil Nadu on 14 January 1969[১] |
আয়তনের বিচারে তামিলনাড়ু ভারতের একাদশ (এই রাজ্যের আয়তন গ্রিসের সমান) এবং জনসংখ্যার বিচারে সপ্তম বৃহত্তম রাজ্য।[২] অন্যদিকে এই রাজ্য ভারতের জিডিপি-র পঞ্চম বৃহত্তম অবদানকারী রাজ্য[৩] এবং ভারতের সর্বাপেক্ষা অধিক পরিমাণ নগরায়িত রাজ্য।[৪] ভারতের সর্বাধিক সংখ্যক বাণিজ্যিক সংস্থা (১০.৫৬%) এই রাজ্যে অবস্থিত।[৫] যা ৬% জনসংখ্যার ভাগের তুলনায় অনেকটাই বেশি।[৬][৭]
প্রায় ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে তামিলনাড়ু ভূখণ্ড তামিল জাতির আবাসস্থল। প্রায় ১৫০০-২০০০ বছর ধরে এই অঞ্চলের ধ্রুপদি ভাষা তামিল বিভিন্ন লেখা ও সাহিত্যে ব্যবহৃত হয়ে আসছে। তামিলনাড়ু প্রাকৃতিক সম্পদ, দ্রাবিড় স্থাপত্যের বিশালাকার হিন্দু মন্দির, শৈলশহর, সমুদ্র সৈকত, বিভিন্ন ধর্মের তীর্থস্থানে পরিপূর্ণ। এই রাজ্যে আটটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে।[৮][৯]
জেলা | কেন্দ্রস্থান | ক্ষেত্রফল | জনসংখ্যা (২০১১) | জনসংখ্যার ঘনত্ব | |
---|---|---|---|---|---|
১ | আরিয়ালুর | আরিয়ালুর | ১,৯৪৪ km2 | ৭,৫২,৪৮১ | ৩৮৭ /কিমি২ |
২ | চেন্নাই | চেন্নাই | ১৭৪ km2 | ৪৬,৮১,০৮৭ | ২৬,৯০৩ /কিমি২ |
৩ | কোয়েম্বাটুর জেলা | কোয়েম্বাটুর | ৪,৬৪২ km2 | ৩১,৭২,৫৭৮ | ৬৪৮ /কিমি২ |
৪ | কুডালোর | কুডালোর | ৩,৭০৫ km2 | ২৬,০০,৮৮০ | ৭০২ /কিমি২ |
৫ | ধর্মপুরী | ধর্মপুরী | ৪,৫২৭ km2 | ১৫,০২,৯০০ | ৩৩২ /কিমি২ |
৬ | ডিনডিগুল | ডিনডিগুল | ৬,০৫৪ km2 | ২১,৬১,৩৬৭ | ৩৫৭ /কিমি২ |
৭ | ইরোড | ইরোড | ৫,৬৯২ km2 | ২২,৫৯,৬০৮ | ৩৯৭ /কিমি২ |
৮ | কাঞ্চীপুরম | কাঞ্চীপুরম | ৪,৩০৫ km2 | ২৬,৯০,৮৯৭ | ৬৬৬ /কিমি২ |
৯ | ককন্যাকুমারী | Nagercoil | ১,৬৮৫ km2 | ১৮,৬৩,১৭৪ | ১,১০৬ /কিমি২ |
১০ | কারুর | কারুর | ২,৯০২ km2 | ১০,৭৬,৫৮৮ | ৩৭১ /কিমি২ |
১১ | কৃষ্ণগিরি | কৃষ্ণগিরি | ৫,০৯১ km2 | ১৮,৮৩,৭৩১ | ৩৭০ /কিমি২ |
১২ | মাদুরাই | মাদুরাই | ৩,৬৯৫ km2 | ২৪,৪১,০৩৮ | ৬৬৩ /কিমি২ |
১৩ | নাগাপাট্টিনাম | নাগাপাট্টিনাম | ২,৪১৬ km2 | ১৬,১৪,০৬৯ | ৬৬৮ /কিমি২ |
১৪ | নামাক্কাল | নামাক্কাল | ৩,৪০২ km2 | ১৭,২১,১৭৯ | ৫০৬ /কিমি২ |
১৫ | নিলগিরিস | Udagamandalam | ২,৫৫২ km2 | ৭,৩৫,০৭১ | ২৮৮ /কিমি২ |
১৬ | পেরাম্বালুর | পেরাম্বালুর | ১,৭৪৮ km2 | ৫,৬৪,৫১১ | ৩২৩ /কিমি২ |
১৭ | পুডুক্কোট্টাই | পুডুক্কোট্টাই | ৪,৬৫২ km2 | ১৬,১৮,৭২৫ | ৩৪৮ /কিমি২ |
১৮ | রামানাথাপুরাম | রামানাথাপুরাম | ৪,১৮০ km2 | ১৩,৩৭,৫৬০ | ৩২০ /কিমি২ |
১৯ | সালেম | সালেম | ৫,২৪৯ km2 | ৩৪,৮০,০০৮ | ৬৬৩ /কিমি২ |
২০ | শিবগঙ্গা | শিবগঙ্গা | ৪,১৪০ km2 | ১৩,৪১,২৫০ | ৩২৪ /কিমি২ |
২১ | Thanjavur | Thanjavur | ৩,৪৭৭ km2 | ২৩,০২,৭৮১ | ৬৬১ /কিমি২ |
২২ | Theni | Theni | ২,৮৭২ km2 | ১১,৪৩,৬৮৪ | ৩৯৭ /কিমি২ |
২৩ | Thoothukudi | তুতিকোরিন | ৪,৫৯৯ km2 | ১৭,৩৮,৩৭৬ | ৩৭৮ /কিমি২ |
২৪ | Tiruchirappalli | Tiruchirappalli | ৪,৫০৮ km2 | ২৭,১৩,৮৫৮ | ৬০২ /কিমি২ |
২৫ | Tirunelveli | Tirunelveli | ৬,৭০৯ km2 | ৩০,৭২,৮৮০ | ৪৫৮ /কিমি২ |
২৬ | Tirupur | Tirupur | ৫,১৯২ km2 | ২৪,৭১,২২২ | ৪৭৬ /কিমি২ |
২৭ | Tiruvallur | Tiruvallur | ৩,৫৫২ km2 | ৩৭,২৫,৬৯৭ | ১,০৪৯ /কিমি২ |
২৮ | Tiruvannamalai | Tiruvannamalai | ৬,১৮৮ km2 | ৪১,২১,৯৬৫ | ৬৬৭ /কিমি২ |
২৯ | Tiruvarur | Tiruvarur | ২,৩৭৯ km2 | ১২,৬৮,০৯৪ | ৫৩৩ /কিমি২ |
৩০ | Vellore | Vellore | ৬,০৮১ km2 | ৪০,২৮,১০৬ | ৬৭১ /কিমি২ |
৩১ | Viluppuram | Viluppuram | ৭,১৮৫ km2 | ৩৪,৬৩,২৮৪ | ৪৮২ /কিমি২ |
৩২ | Virudhunagar | Virudhunagar | ৪,২৮০ km2 | ১৯,৪৩,৩০৯ | ৪৫৪ /কিমি২ |
এই রাজ্য ভারতের ৭ম জনবহুল রাজ্য। ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জন্মহার এই রাজ্যের। এখানে চিকিৎসকের সংখ্যা ১,০৮,৩৬৫ যা ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ।
এই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে ৪থ সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ৭৪ হাজার কোটি রুপি আয়কর আদায় হয় এখানথেকে।
এই রাজ্য ভারতের সর্ববৃহৎ মোটরগাড়ি শিল্পঅঞ্চল। ভারতের প্রায় ১/৩ অংশ মুনাফা এই রাজ্য থেকে আসে।
পোল্ট্রি জাত দ্রব্য উৎপাদনে এই রাজ্য ভারতে শীর্ষ স্থানে রয়েছে। বার্ষিক প্রায় ১২ কোটি দ্রব্য উৎপাদিত হয়।
রাজ্যের তিরুচ্চিরাপল্লী-এ একটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান রয়েছে।
ইডলি , দোসা এখানকার প্রধান খাবার। এছাড়া বিবিধ মিষ্টি খাবারের চল রয়েছে। বিয়ে, অন্নপ্রাশনের মত নানা অনুষ্ঠানে এই মিষ্টি অত্যন্ত সমাদৃত।
এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম এই রাজ্যের প্রধান ও বৃহৎ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ চেন্নাই সুপার কিংস দল এই রাজ্যের প্রতিনিধিত্ব করে।
এছাড়া সালেম ক্রিকেট ফাউন্ডেশন স্টেডিয়াম , এনপিআর কলেজ মাঠ,ডিন্ডিগুল এবং ইন্ডিয়ান সিমেন্ট কোম্পানি গ্রাউন্ড,তিরুনেলবেলি তে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হয়। এই মাঠগুলোতে বাতিস্তম্ভ রয়েছে ফলে রাতেও খেলা অনুষ্ঠিত করা যায় ।
মেরিনা এরিনা এই রাজ্যের প্রধান ফুটবল স্টেডিয়াম। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ এর চেন্নাই দলের ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়।
রাজ্যে ৪টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। চেন্নাই (৩.৬ কিমি রানওয়ে) , কোয়েম্বাটুর (৩.১ কিমি রানওয়ে) , তিরুচ্চিরাপল্লী (২.৪ কিমি রানওয়ে) এবং মাদুরাই (২.২ কিমি রানওয়ে) ।
দক্ষিণ রেল-এর সদর দপ্তর এই রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.